বিলেফেল্ড দেখাল ফুটবলে এমন দিনও আসে
Published: 2nd, April 2025 GMT
বায়ার লেভারকুসেন বোধহয় কল্পনাও করেনি এভাবে তাদের বিদায় নিতে হবে! যে আর্মিনিয়া বিলেফেল্ডকে বলেকয়ে হারানোর কথা তাদের, গত রাতে জার্মান কাপে সেই বিলেফেল্ডই কিনা বুন্দেসলিগার চ্যাম্পিয়নদের বিদায় করে লিখল নতুন এক ইতিহাস।
ঘরের মাঠে সেমিফাইনালে লেভারকুসেনকে ২-১ গোলে হারিয়ে প্রথমবার জার্মান কাপের ফাইনালের টিকিট কেটেছে ডাউ ব্লাউয়েনরা। জার্মানির তৃতীয় স্তরের এই ক্লাব ফাইনালের এই পথে শুধু লেভারকুসেনকেই হারায়নি, এর আগে এক এক করে বিদায় করেছে বুন্দেসলিগার চার ক্লাবকে।
আরও পড়ুনগোল যতই হোক, যখনই হোক, শেষ পর্যন্ত রিয়ালই জেতে২৮ মিনিট আগেএবার শেষ চমকের অপেক্ষায় বিলেফেল্ড, ফাইনালে আরও বড় কিছুর আশা তারা করতেই পারে। আজ রাতে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে স্টুটগার্ট ও লাইপজিগ। ম্যাচে যে দল জিতবে, তারাই হবে শিরোপার লড়াইয়ে বিলেফেল্ডের প্রতিপক্ষ।
লিগ চ্যাম্পিয়ন লেভারকুসেনকে জার্মান কাপ থেকে ছিটকে দিয়ে উল্লাসিত রোমাঞ্চিত বিলেফেল্ডের কোচ মিশেল নিয়াত, ‘সত্যি এই দলটা নিয়ে আমি গর্বিত। পুরো অঞ্চলের মানুষও নিশ্চয়ই আমার মতোই অনুভব করছে। আজ রাতে (মঙ্গলবার) কেউ ঘুমাবে না।’
শেষ বাঁশি বাজার পর এভাবেই জয় উদ্যাপন করেন বিলেফেল্ডের খেলোয়াড়েরা.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ফ ইন ল
এছাড়াও পড়ুন:
সবার নজরের বাইরে থাকা চৈতী দেশের জন্য আনল স্বর্ণপদক
একটু বড় হওয়ার পর মেয়েকে দেখে চিন্তায় পড়ে যান মা–বাবা। অন্য শিশুদের মতো বাড়ছে না সে। হাত–পা ছোট, উচ্চতাও থমকে গেছে। পরে বুঝতে পারেন—চৈতী বামন।
যে মেয়েকে নিয়ে একসময় দুশ্চিন্তার পাহাড়ে আটকা পড়েছিল পরিবার, আজ সেই চৈতীই আনন্দের আলো ছড়াচ্ছে। দেশের জন্য প্রথমবারের মতো এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে স্বর্ণপদক এনে দিয়েছে চৈতী রানী দেব।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর গ্রামের শিলু রানী দেব ও সত্য দেবের মেয়ে চৈতীর বয়স ১৩ বছর। উচ্চতা মাত্র ৩ ফুট ৭ ইঞ্চি। কিন্তু তার লক্ষ্য নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া । সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চলমান এশিয়ান ইয়ুথ প্যারা গেমস ২০২৫–এ বর্শা নিক্ষেপ ও ১০০ মিটার দৌড়ে সে জিতে নিয়েছে দুটি স্বর্ণপদক। ৭ ডিসেম্বর এই প্রতিযোগিতা শুরু হয়েছে, চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত।
চৈতীর প্রতিভা আছে। অনুশীলনে সে খুব আন্তরিক। সে কিছু করতে চায়। আশা করছি, ওকে দিয়ে একটা ভালো ফলাফল পাবমেহেদী হাসান, বিকেএসপির প্রধান প্রশিক্ষকচৈতীর স্বর্ণপদক পাওয়ার বিষয়টি দুবাই থেকে প্রথম আলোকে নিশ্চিত করেছেন স্পোর্টস ফর হোপ অ্যান্ড ইনডিপেনডেন্সের (শি) প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী শারমিন ফারহানা চৌধুরী।
যে মেয়েকে সবাই দেখত শুধু উচ্চতায়ভূনবীর দশরথ হাইস্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী চৈতী একসময় গ্রামবাসীর নজরে পড়ত শুধু তার খর্বাকৃতির জন্য। খেলাধুলায় তার যে অসাধারণ প্রতিভা আছে, তা ছিল চোখের আড়ালে।
তবে এই ছবি এখন বদলে গেছে। গ্রামবাসী বাড়িতে এসে খোঁজ নেন। শিক্ষকেরা খেলতে উৎসাহ দেন, ছবি তোলেন। স্কুলে সে এখন ‘তারকা’।
দুবাইয়ে বর্শা নিক্ষেপে স্বর্ণপদক জয়ের পর চৈতী