Prothomalo:
2025-05-01@09:14:40 GMT

সালমান খানের পাশে নেই বলিউড

Published: 3rd, April 2025 GMT

সহকর্মীদের দুঃসময় থেকে সুসময়—শতব্যস্ততার মধ্যে সবার আগে হাজির হন বলিউড তারকা সালমান খান। তাঁর মাধ্যমে ইন্ডাস্ট্রিতে সুযোগ পেয়েছেন অনেক অভিনেতা থেকে নির্মাতা। নতুন কোনো সিনেমা মুক্তি পেলেও তিনি উৎসাহ দেন। কিন্তু নিজের সিনেমা মুক্তির পর তাঁর পাশে নেই কেউ। যেন গোটা বলিউড নীরব। আক্ষেপ করেই তাই সালমান বললেন, ‘আমারও উৎসাহ দরকার পড়ে।’

হত্যাচেষ্টা থেকে হুমকি; এর মধ্যে বক্স অফিস ব্যর্থতা—সময়টা মোটও ভালো যাচ্ছে না সালমান খানের। হত্যা হুমকির মধ্যে ‘সিকান্দার’ সিনেমার শুটিং করেছেন তিনি। তাই এই ছবি নিয়ে তাঁর অনুরাগীদের প্রত্যাশাও ছিল তুঙ্গে। ঈদে মুক্তিপ্রাপ্ত ছবিটি ভক্তদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। অনেকেই মনে করছেন, প্রচারণার ঘাটতির কারণেও সিনেমাটি ব্যবসায়িকভাবে সুবিধা করতে পারেনি। নিরাপত্তার কারণে তেমন কোনো প্রচারে পাওয়া যায়নি সালমান খানকে। তবে তাঁর অনুরাগীদের অনেকে মনে করছেন, বলিউডের অন্য তারকারা ‘সিকান্দার’–এর প্রচারণায় পাশে থাকলে সিনেমাটির ভাগ্যে আরও ভালো কিছু থাকতে পারত।

আরও পড়ুনমুক্তির আগে বাজেটের ৮০ শতাংশ উশুল, ‘সিকান্দার’ ছবিতে সালমান কত নিয়েছেন০৮ মার্চ ২০২৫

বলিউড বাবলকে দেওয়া এক সাক্ষাৎকারেও প্রসঙ্গটি এসেছে। সেখানে সঞ্চালক সালমানের কাছে জানতে চান, সবাইকে তিনি উৎসাহ দিলেও তাঁর পাশে কেন কেউ নেই? এই প্রশ্নের পর সালমানের অভিব্যক্তি দেখে অনুরাগীদের মন ভেঙেছে। সেখানে তাঁকে বিধ্বস্ত ও ক্লান্ত দেখাচ্ছিল। উত্তরে সালমান বলেন, ‘ওরা সবাই হয়তো ভাবে, আমার ছবির জন্য আলাদা করে উৎসাহ দেওয়ার প্রয়োজন পড়ে না। কিন্তু সবারই উৎসাহের দরকার পড়ে।’

ঈদের সময় সালমানের ছবি মুক্তি পাওয়া মানে বলিউডে উৎসব। প্রেক্ষাগৃহে হাউসফুল শোয়ের সঙ্গে টিকিট–সংকট। কিন্তু এবার অধিকাংশ দিনই প্রেক্ষাগৃহ ভরল না। তবে পাইরেসির প্রভাব বক্স অফিসে পড়েছে বলে মনে করছেন বলিউডের বাণিজ্য বিশ্লেষকেরা। এর ওপর সালমানের অতিরিক্ত ওজন বৃদ্ধিও খানিকটা প্রভাব ফেলেছে বলে মনে করছেন অনেকে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উৎস হ দ করছ ন

এছাড়াও পড়ুন:

চেন্নাইয়ের বিদায়, অবসরের ইঙ্গিত দিলেন ধোনি!

আইপিএল ২০২৫-এর প্লে-অফে জায়গা হলো না চেন্নাই সুপার কিংসের। ঘরের মাঠ এম চিদাম্বরম স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের কাছে ৪ উইকেটে হেরে এবারের আসর থেকে ছিটকে গেছে মহেন্দ্র সিং ধোনির দল। ম্যাচ শেষ হওয়ার পর শুধু চেন্নাইয়ের বিদায়ই নয়, আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন ‘ক্যাপ্টেন কুল’ ধোনি। শুরু হয়েছে জোর গুঞ্জন—এটাই কি তার শেষ আইপিএল?

ম্যাচ শুরুর আগেই টসের সময় ধোনিকে ঘিরে তৈরি হয় রহস্য। ধারাভাষ্যকার ড্যানি মরিসনের সরাসরি প্রশ্ন ছিল, ধোনি কি আগামী মৌসুমেও আইপিএলে দেখা যাবে? জবাবে হেসে ধোনি বলেন, ‘আমি তো জানি না পরের ম্যাচেই খেলব কি না।’ এই মন্তব্যেই ধোনির ভবিষ্যৎ নিয়ে নতুন করে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। যদিও ম্যাচ শেষে নিজের ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে কোনও মন্তব্য করেননি ধোনি। তাকেও সে ব্যাপারে আর প্রশ্ন করেননি সঞ্চালক।

ধোনির মন্তব্যে সাবেক অস্ট্রেলিয়ান উইকেটকিপার অ্যাডাম গিলক্রিস্ট বলেন, ‘ধোনি একজন চিরস্মরণীয় কিংবদন্তি। তার আর কিছু প্রমাণের নেই। সম্ভবত এবার সরে দাঁড়ানোর সময় এসেছে। যদিও ভক্তদের জন্য তা কষ্টদায়ক হবে।’

 চেন্নাই প্রথমে ব্যাট করে ১৯১ রান তোলে। স্যাম কারানের ৮৮ রানের ইনিংস ছাড়া ব্যাট হাতে কেউই তেমন জ্বলে উঠতে পারেননি। শেষ দিকে যুজবেন্দ্র চাহালের হ্যাটট্রিকে মাত্র ৪ বল বাকি থাকতে গুটিয়ে যায় ইনিংস। চাহাল ৪ উইকেট নেন, জানসেন ও আর্শদীপ নেন ২টি করে।

জবাবে পাঞ্জাবের হয়ে ঝড়ো সূচনা এনে দেন প্রিয়াংশ আর্য ও প্রভসিমরান সিং। প্রভসিমরান খেলেন ৩৬ বলে ৫৪ রানের দারুণ ইনিংস। এরপর শ্রেয়াস আইয়ারের ৭২ রানের অনবদ্য ইনিংস এবং শশাঙ্ক সিংয়ের শেষের ২৩ রানের ক্যামিওতে দুই বল বাকি থাকতেই জয় তুলে নেয় পাঞ্জাব। এই জয়ে তারা উঠে এসেছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে।

সম্পর্কিত নিবন্ধ