শুধু এন্টারটেইন করেনি, ‘জংলি’ আমাকে ভাবিয়েছে
Published: 3rd, April 2025 GMT
চলচ্চিত্র অঙ্গনে বিরাজ করছে খুশির আমেজ। আর করবেই বা না কেন? সিনেমা হলে দর্শকের উপস্থিতি দেখলে সিনেমাপ্রেমী মানুষমাত্রই খুশি না হয়ে পারেন না। শুধু যে দর্শক সিনেমা দেখতে যাচ্ছেন তা কিন্তু নয়, সিনেমা শেষ করে বেরোনোর পর উচ্ছ্বসিত অনুভূতিও প্রকাশ করছেন। আজ ঈদের চতুর্থ দিন। ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর একটি ‘জংলি’। আলো ছড়িয়ে চলেছে সিনেমাটি।
‘জংলি’র ‘বন্ধুগো শোনো’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। কথা ও সুর প্রিন্স মাহমুদের। ইমরানের সঙ্গে গানটিতে আরও কণ্ঠ দিয়েছেন কনা। ২১ মার্চ টাইগার মিডিয়া ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে গানটি। আজ এই প্রতিবেদন লেখা পর্যন্ত গানটির ভিউ হয়েছে ১ দশমিক ৬ মিলিয়ন। দর্শক গানটি পছন্দ করেছেন। কেউ কেউ অনুভূতির কথাও জানিয়েছেন মন্তব্যে। ‘প্রিন্স মাহমুদের কম্পোজিশন মানে মাস্টারপিস’— মন্তব্যের ঘরে লিখেছেন নূর মোস্তফা। মুন্না আহমেদ লিখেছেন, ‘গানটা অসম্ভব সুন্দর হয়েছে। ইমরান ও কনা আপু মানেই গানের মধ্যে অন্য রকম কিছু ফিল করা।’
‘জংলি’ সিনেমার পোস্টারে সিয়াম.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মিরপুর বিসিআইসি কলেজে এবি ব্যাংকের কালেকশন বুথ উদ্বোধন
এবি ব্যাংক পিএলসি পূর্ণাঙ্গ আধুনিক ব্যাংকিং সুবিধা নিয়ে মিরপুর বিসিআইসি কলেজে একটি কালেকশন বুথ উদ্বোধন করেছে। ব্যাংকের মিরপুর শাখার অধীনে পরিচালিত এই বুথটি কলেজের জন্য সকল ফি জমা নেয়াসহ শিক্ষক ও কর্মীদের বেতন-ভাতা প্রদানের সুবিধা প্রদান করবে।
সোমবার (৩ নভেম্বর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বুথটির উদ্বোধন করেন এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মিজানুর রহমান এবং মিরপুর বিসিআইসি কলেজের অধ্যক্ষ কর্নেল মো. তৌহিদুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন মিরপুর বিসিআইসি কলেজের ভাইস প্রিন্সিপাল মো. জাকির হোসেন তালুকদার, এবি ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং ডিভিশন তৌফিক হাসান, এবি ব্যাংকের পে-রোল ও স্কুল ব্যাংকিং প্রধান ফিদা হাসান শাহেদ, এবং এবি ব্যাংকের মিরপুর শাখার ব্যবস্থাপক মো. আরিফুজ্জামানসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
ঢাকা/এসবি