২০১৬ সালের জুলাইয়ে পিএসভি ও এফসি আইন্দোভেনের একটি প্রীতি ম্যাচে পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করেছিল ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)। এরপর ইউরোপের শীর্ষ লিগগুলোতে এটি নিয়মিত ব্যবহৃত হলেও, বিতর্ক যেন কখনোই থামছে না। সেই বিতর্ক নতুন মাত্রা পেয়েছে চেলসির বিপক্ষে হারের পর টটেনহাম হটস্পার কোচ অ্যাঞ্জ পোস্তেকোগলুর মন্তব্যে।
প্রিমিয়ার লিগে চেলসির মাঠ স্টামফোর্ড ব্রিজে ১–০ গোলে পরাজিত হয় টটেনহাম। তবে ম্যাচে সমতা ফেরানোর মতো পরিস্থিতি তৈরি করেছিল দলটি। ৬৯ মিনিটে সেনেগালিজ মিডফিল্ডার পাপে মাতার করা একটি গোল ভিএআরের মাধ্যমে বাতিল করেন রেফারি। ফাউলের অভিযোগে গোল বাতিলের পাশাপাশি ম্যাচে দীর্ঘ আলোচনা চলে রেফারি ক্রেইগ পসন এবং ভিএআর রেফারি জ্যারেড জিলেটের মধ্যে। এতে দ্বিতীয়ার্ধে যোগ করা সময় দাঁড়ায় ১২ মিনিটে।
ম্যাচশেষে ভিএআরের তীব্র সমালোচনায় মুখর হন টটেনহাম কোচ পোস্তেকোগলু। তিনি বলেন, ‘এই ভিএআর ফুটবলকে ধ্বংস করে দিচ্ছে, কিন্তু কেউ এটা নিয়ে ভাবে না। সবাই শুধু বিতর্ক আর নাটকেই আগ্রহী। আমি নিশ্চিত, এটা নিয়েই পরবর্তী ২৪ ঘণ্টা আলোচনা চলবে। কিন্তু এই প্রযুক্তি খেলাটার আসল সৌন্দর্যটাই নষ্ট করে ফেলছে।’
এই ম্যাচে একমাত্র গোলটি করেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ম্যাচের ৫০ মিনিটে দুর্দান্ত হেডে গোল করে চেলসিকে এগিয়ে দেন তিনি। এনজো এবার হোম ও অ্যাওয়ে উভয় ম্যাচেই টটেনহামের বিপক্ষে গোল করার কীর্তি গড়েছেন। এর আগে কেবল রবার্তো দি মাতেও (১৯৯৬-৯৭) এবং গাস পয়েত (১৯৯৮-৯৯) এমন কীর্তি গড়েছিলেন চেলসির হয়ে।
এই জয়ে পয়েন্ট টেবিলেও উন্নতি করেছে চেলসি। ৩০ ম্যাচ শেষে ৫২ পয়েন্ট নিয়ে তারা উঠে এসেছে চতুর্থ স্থানে। ম্যানচেস্টার সিটি রয়েছে পঞ্চম স্থানে, তাদের পয়েন্ট ৫১। শীর্ষে থাকা লিভারপুলের থেকে ২১ পয়েন্ট পিছিয়ে রয়েছে চেলসি। অন্যদিকে, টটেনহামের অবস্থা বেশ করুণ। ৩০ ম্যাচে মাত্র ৩৪ পয়েন্ট নিয়ে রয়েছে ১৪তম স্থানে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
চেন্নাইয়ের বিদায়, অবসরের ইঙ্গিত দিলেন ধোনি!
আইপিএল ২০২৫-এর প্লে-অফে জায়গা হলো না চেন্নাই সুপার কিংসের। ঘরের মাঠ এম চিদাম্বরম স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের কাছে ৪ উইকেটে হেরে এবারের আসর থেকে ছিটকে গেছে মহেন্দ্র সিং ধোনির দল। ম্যাচ শেষ হওয়ার পর শুধু চেন্নাইয়ের বিদায়ই নয়, আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন ‘ক্যাপ্টেন কুল’ ধোনি। শুরু হয়েছে জোর গুঞ্জন—এটাই কি তার শেষ আইপিএল?
ম্যাচ শুরুর আগেই টসের সময় ধোনিকে ঘিরে তৈরি হয় রহস্য। ধারাভাষ্যকার ড্যানি মরিসনের সরাসরি প্রশ্ন ছিল, ধোনি কি আগামী মৌসুমেও আইপিএলে দেখা যাবে? জবাবে হেসে ধোনি বলেন, ‘আমি তো জানি না পরের ম্যাচেই খেলব কি না।’ এই মন্তব্যেই ধোনির ভবিষ্যৎ নিয়ে নতুন করে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। যদিও ম্যাচ শেষে নিজের ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে কোনও মন্তব্য করেননি ধোনি। তাকেও সে ব্যাপারে আর প্রশ্ন করেননি সঞ্চালক।
ধোনির মন্তব্যে সাবেক অস্ট্রেলিয়ান উইকেটকিপার অ্যাডাম গিলক্রিস্ট বলেন, ‘ধোনি একজন চিরস্মরণীয় কিংবদন্তি। তার আর কিছু প্রমাণের নেই। সম্ভবত এবার সরে দাঁড়ানোর সময় এসেছে। যদিও ভক্তদের জন্য তা কষ্টদায়ক হবে।’
চেন্নাই প্রথমে ব্যাট করে ১৯১ রান তোলে। স্যাম কারানের ৮৮ রানের ইনিংস ছাড়া ব্যাট হাতে কেউই তেমন জ্বলে উঠতে পারেননি। শেষ দিকে যুজবেন্দ্র চাহালের হ্যাটট্রিকে মাত্র ৪ বল বাকি থাকতে গুটিয়ে যায় ইনিংস। চাহাল ৪ উইকেট নেন, জানসেন ও আর্শদীপ নেন ২টি করে।
জবাবে পাঞ্জাবের হয়ে ঝড়ো সূচনা এনে দেন প্রিয়াংশ আর্য ও প্রভসিমরান সিং। প্রভসিমরান খেলেন ৩৬ বলে ৫৪ রানের দারুণ ইনিংস। এরপর শ্রেয়াস আইয়ারের ৭২ রানের অনবদ্য ইনিংস এবং শশাঙ্ক সিংয়ের শেষের ২৩ রানের ক্যামিওতে দুই বল বাকি থাকতেই জয় তুলে নেয় পাঞ্জাব। এই জয়ে তারা উঠে এসেছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে।