২০১৬ সালের জুলাইয়ে পিএসভি ও এফসি আইন্দোভেনের একটি প্রীতি ম্যাচে পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করেছিল ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)। এরপর ইউরোপের শীর্ষ লিগগুলোতে এটি নিয়মিত ব্যবহৃত হলেও, বিতর্ক যেন কখনোই থামছে না। সেই বিতর্ক নতুন মাত্রা পেয়েছে চেলসির বিপক্ষে হারের পর টটেনহাম হটস্পার কোচ অ্যাঞ্জ পোস্তেকোগলুর মন্তব্যে।
প্রিমিয়ার লিগে চেলসির মাঠ স্টামফোর্ড ব্রিজে ১–০ গোলে পরাজিত হয় টটেনহাম। তবে ম্যাচে সমতা ফেরানোর মতো পরিস্থিতি তৈরি করেছিল দলটি। ৬৯ মিনিটে সেনেগালিজ মিডফিল্ডার পাপে মাতার করা একটি গোল ভিএআরের মাধ্যমে বাতিল করেন রেফারি। ফাউলের অভিযোগে গোল বাতিলের পাশাপাশি ম্যাচে দীর্ঘ আলোচনা চলে রেফারি ক্রেইগ পসন এবং ভিএআর রেফারি জ্যারেড জিলেটের মধ্যে। এতে দ্বিতীয়ার্ধে যোগ করা সময় দাঁড়ায় ১২ মিনিটে।
ম্যাচশেষে ভিএআরের তীব্র সমালোচনায় মুখর হন টটেনহাম কোচ পোস্তেকোগলু। তিনি বলেন, ‘এই ভিএআর ফুটবলকে ধ্বংস করে দিচ্ছে, কিন্তু কেউ এটা নিয়ে ভাবে না। সবাই শুধু বিতর্ক আর নাটকেই আগ্রহী। আমি নিশ্চিত, এটা নিয়েই পরবর্তী ২৪ ঘণ্টা আলোচনা চলবে। কিন্তু এই প্রযুক্তি খেলাটার আসল সৌন্দর্যটাই নষ্ট করে ফেলছে।’
এই ম্যাচে একমাত্র গোলটি করেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ম্যাচের ৫০ মিনিটে দুর্দান্ত হেডে গোল করে চেলসিকে এগিয়ে দেন তিনি। এনজো এবার হোম ও অ্যাওয়ে উভয় ম্যাচেই টটেনহামের বিপক্ষে গোল করার কীর্তি গড়েছেন। এর আগে কেবল রবার্তো দি মাতেও (১৯৯৬-৯৭) এবং গাস পয়েত (১৯৯৮-৯৯) এমন কীর্তি গড়েছিলেন চেলসির হয়ে।
এই জয়ে পয়েন্ট টেবিলেও উন্নতি করেছে চেলসি। ৩০ ম্যাচ শেষে ৫২ পয়েন্ট নিয়ে তারা উঠে এসেছে চতুর্থ স্থানে। ম্যানচেস্টার সিটি রয়েছে পঞ্চম স্থানে, তাদের পয়েন্ট ৫১। শীর্ষে থাকা লিভারপুলের থেকে ২১ পয়েন্ট পিছিয়ে রয়েছে চেলসি। অন্যদিকে, টটেনহামের অবস্থা বেশ করুণ। ৩০ ম্যাচে মাত্র ৩৪ পয়েন্ট নিয়ে রয়েছে ১৪তম স্থানে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
এনসিসি ব্যাংকের পর্ষদের সভা অনুষ্ঠিত
বেসরকারি খাতের এনসিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৫৪৮তম সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে পর্ষদ সভাটি হয়।
এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত পর্ষদ সভায় ভাইস চেয়ারম্যান আবদুস সালাম, পরিচালক ও প্রাক্তন চেয়ারম্যান আমজাদুল ফেরদৌস চৌধুরী, পরিচালক ও প্রাক্তন ভাইস চেয়ারম্যান তানজিনা আলী, পরিচালক সৈয়দ আসিফ নিজাম উদ্দিন, পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, পরিচালক মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ, শামিমা নেওয়াজ, মোরশেদুল আলম চাকলাদার, নাহিদ বানু, স্বতন্ত্র পরিচালক মীর সাজেদ উল বাসার এবং স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ ছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম শামসুল আরেফিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম খোরশেদ আলম, উপব্যবস্থাপনা পরিচালক মো. জাকির আনাম, মোহাম্মদ মিজানুর রহমান, মো. মনিরুল আলম (কোম্পানি সচিব) ও মো. হাবিবুর রহমান এবং বোর্ড ডিভিশনের এসএভিপি মো. নজরুল ইসলাম চৌধুরী সভায় উপস্থিত ছিলেন।
এনসিসি ব্যাংক কর্তৃপক্ষ জানায়, সভায় ব্যাংকের চলমান ব্যবসায়িক কার্যক্রম ও কৌশলগত পরিকল্পনা–সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া বিভিন্ন ঋণ প্রস্তাব অনুমোদন করা হয়।
ব্যাংকটির আর্থিক প্রতিবেদনের তথ্যানুযায়ী, চলতি বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি–সেপ্টেম্বর) ব্যাংকটি মুনাফা করেছে ১৭৩ কোটি টাকা। গত বছরের একই সময়ে ব্যাংকটির মুনাফা ছিল ২৭৫ কোটি টাকা। সেই হিসাবে চলতি বছরের প্রথম ৯ মাসে গত বছরের একই সময়ের তুলনায় ব্যাংকটির মুনাফা কমেছে ১০২ কোটি টাকা। সর্বশেষ গত জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে ব্যাংকটি মুনাফা করে ৫৮ কোটি টাকা। গত বছরের জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে মুনাফা ২০১ কোটি টাকা।