অধিনায়ক হার্দিক পান্ডিয়া তাঁর টি-টোয়েন্টি ক্যারিয়ারে সেরা বোলিং করেছেন। তারপরও লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ২০০ পেরোনো ইনিংস পেয়েছে। জয়ের জন্য মুম্বাই ইন্ডিয়ান্সকে লক্ষ্য দিয়েছে ২০৪ রানের। এটা কত কঠিন, সেটা বোঝাতেই লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের ইনিংস বিশ্লেষণ করতে গিয়ে ইএসপিএনক্রিকইনফো একটি তথ্য দিয়েছে-লক্ষ্ণৌয়ের একানা স্টেডিয়ামে টি-টোয়েন্টিতে এটা ২০০ পেরোনো দ্বিতীয় ইনিংস।

টি-টোয়েন্টিতে পান্ডিয়ার প্রথম ৫ উইকেট পাওয়ার কীর্তির পর ব্যাট হাতে ঝড় তুলেছেন মুম্বাইয়ের সূর্যকুমার যাদব। এরপরও কঠিন কাজটা করতে পারেননি মুম্বাই। এ দুজনের মিলিত প্রয়াসে শেষ ওভাড়ে গড়ানো নাটকীয় ম্যাচে লক্ষ্ণৌয়ের কাছে ১২ রানে হেরেছে পান্ডিয়ার দল। লক্ষ্ণৌয়ের ৮ উইকেটে করা ২০৩ রানের জবাবে মুম্বাই ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তুলতে পেরেছে ১৯১ রান। এবারের আইপিএলে চার ম্যাচে এটি মুম্বাইয়ের তৃতীয় হার।

ভালো ব্যাটিং করলেও হারের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের খেলোয়াড়দের.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস

জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।

বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।

ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ