গাজীপুরে অবশেষে মঞ্চস্থ হচ্ছে ‘আপন দুলাল’
Published: 5th, April 2025 GMT
গাজীপুরের কাপাসিয়ায় বন্ধ হয়ে যাওয়া ‘আপন দুলাল’ নাটক একই মাঠে মঞ্চস্থের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।    
শনিবার (৫ এপ্রিল) সকালে স্থানীয় গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না তাসনীম।
এর আগে শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা প্রশাসনের সম্মেলনকক্ষে বিভিন্ন পক্ষের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.                
      
				
ইউএনও বলেন, “নাটকের আয়োজকেরা আমাকে কনফার্ম করেছেন আজ (শনিবার) বেলা ১১টায় একই মাঠে তারা নাটকটি মঞ্চায়ন করবেন।”
গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ্ রিয়াজুল হান্নান সাংবাদিকদের বলেন, “এ বিষয়টি নিয়ে আমাদের এসি ল্যান্ড গণমাধ্যমকর্মীদের নিয়ে বসেছিলেন। সেখানে কাপাসিয়া থানার ওসি, বিএনপির নেতৃবৃন্দ, মুসল্লিদের প্রতিনিধি, নাটকের আয়োজক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সবার মতামতের ভিত্তিতে নাটকটি একই মাঠে মঞ্চায়নের সিদ্ধান্ত হয়েছে। সেখানে আজ নাটক মঞ্চায়ন হবে।”
কাপাসিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নুরুল আমীন বলেন, “আয়োজনকারীরা নাটকটি মঞ্চস্থ করবে। তারা যদি নাটকটি করে, তাদের সার্বিক সহযোগিতা করা হবে। অশ্লীল কোনো ছবি প্রদর্শন যেন না করতে পারে, সে বিষয়ে আমরা সজাগ থাকব।”
জানা গেছে, গাজীপুরের কাপাসিয়া উপজেলার রানীগঞ্জ উদয়ন সংঘ মাঠে গত বৃহস্পতিবার সকালে ‘আপন দুলাল’ নামের নাটকটি মঞ্চায়িত হওয়ার কথা ছিল। ৫২ বছর ধরে স্থানীয় সংস্কৃতিকর্মীদের আয়োজনে নাটক, গীতিনাট্য, পালাগানের মঞ্চায়ন হয়ে আসছিল। এটি ছিল ৫২তম আসর। স্থানীয় একটি পক্ষের আপত্তির কারণে নাটকের মঞ্চায়ন বাতিল হয়ে যায়। আর এ নিয়ে অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি “গাজীপুরে মুসল্লিদের বাধার মুখে বাতিল হলো ‘আপন দুলাল’ মঞ্চায়ন” শিরোনামে সংবাদ প্রকাশ করে। এছাড়াও দেশের অন্যান্য গণমাধ্যম বিষয়টি গুরুত্বের সাথে প্রচার করে। তবে পুলিশ সদর দপ্তর বলেছে, নাটকের মঞ্চায়ন বাতিল ধর্মীয় কারণে নয়, রাজনৈতিক কারণে ছিল।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক বলেন, “মূলতঃ আয়োজক কমিটির এক সদস্য দূর্গাপুর ইউনিয়ন যুবদল নেতা। তার সঙ্গে উপজেলা বিএনপির এক নেতার মধ্যে বিরোধের জেরে ওই নাটক বন্ধ করার সিদ্ধান্ত হয়। অন্য কারণে তা বন্ধ হয়নি। কিন্তু পরে শুক্রবার সন্ধ্যায় স্থানীয় প্রশাসন ও আয়োজক নেতৃবৃন্দদের সঙ্গে নিয়ে সমঝোতার পর নাটকটি শনিবার বেলা ১১টা থেকে একই স্থানেই মঞ্চস্থ করার সিদ্ধান্ত হয়েছে।”
ঢাকা/রফিক/টিপু
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আপন দ ল ল ন টক র ন টকট উপজ ল
এছাড়াও পড়ুন:
‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি
অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।
গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।