চ্যালেঞ্জ মোকাবিলায় দরকার এখন কার্যকর পরিকল্পনা ও পদক্ষেপ
Published: 5th, April 2025 GMT
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে বিভিন্ন দেশের রপ্তানি পণ্যের ওপর যে পাল্টা শুল্ক আরোপ করেছেন, তাতে দেশটিতে পণ্য রপ্তানিকারক সব দেশই বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। বাংলাদেশ যেমন এই চ্যালেঞ্জের মুখোমুখি, তেমনি আমাদের প্রতিযোগী দেশগুলোর ক্ষেত্রেও একই চ্যালেঞ্জ বিদ্যমান। এ কারণে এককভাবে বাংলাদেশের রপ্তানি নিয়ে আমি খুব বেশি দুশ্চিন্তাগ্রস্ত নই। তবে আমি মনে করি, এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হলে সরকারকে ত্বরিত কিছু পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি আমরা যাঁরা যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য রপ্তানি করি, আমাদেরও কিছু পদক্ষেপ নিতে হবে।
আমরা দীর্ঘদিন ধরে নতুন বাজারে ব্যবসা সম্প্রসারণ ও পণ্যের বৈচিত্র্যকরণ নিয়ে কথা বলে আসছি। কিন্তু এ দুটি বিষয় বাস্তবায়নে খুব বেশি কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এখন সময় এসেছে নতুন এ চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাজার খোঁজার পাশাপাশি উচ্চমূল্যের বৈচিত্র্যপূর্ণ পোশাক তৈরিতে কার্যকর উদ্যোগ নেওয়া। সরকারের দিক থেকেও এই চ্যালেঞ্জ মোকাবিলায় ত্বরিত কিছু ব্যবস্থা নিতে হবে। প্রথমত, ট্রাম্পের আরোপ করা পাল্টা শুল্ক কমাতে দ্বিপক্ষীয় আলোচনা শুরু করা, প্রয়োজনে লবিস্ট নিয়োগ ও নেটওয়ার্ক বাড়াতে হবে। দ্বিতীয়ত, দেশের অভ্যন্তরে উৎপাদন খরচ কমাতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তৃতীয়ত, বিদ্যুৎ, জ্বালানিসহ শিল্পের অবকাঠামো–সুবিধা নিশ্চিত করতে হবে। চতুর্থত, যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের মধ্যে যেসব পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ করা হয়েছে, সেগুলো পুনর্বিবেচনা করতে হবে।
যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের আমদানি করা পণ্যের তালিকায় এমন কিছু পণ্য রয়েছে, যেগুলো খুব বেশি আমদানি হয় না; কিন্তু এসব পণ্যের আমদানি শুল্ক অনেক বেশি। যেসব পণ্য আমরা নামমাত্র আমদানি করি, সেগুলোর উচ্চ শুল্ক পুনর্বিবেচনা করতে পারে সরকার। এরই মধ্যে তৈরি পোশাকের কাঁচামাল তুলা আমদানির ক্ষেত্রে সরকার বন্ডেড ওয়্যারহাউস বা শুল্কমুক্ত আমদানি–সুবিধা দিয়েছে। এটি সরকারের ভালো সিদ্ধান্ত। একই ভাবে পণ্য রপ্তানির অন্যান্য কাঁচামাল আমদানির খরচও কমানো দরকার।
ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপের ফলে দেশটির বড় ক্রেতারা এখন আমাদের দেশ থেকে পণ্য কেনার ক্ষেত্রে দাম কমিয়ে দিতে পারেন। সেই ধাক্কা বা সামগ্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের কার্যকর পরিকল্পনা ও পদক্ষেপ নিতে হবে। আর সেটি করতে হলে সবার আগে কমাতে হবে উৎপাদন খরচ। এ জন্য শিল্পে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে উন্নতি ঘটাতে হবে ব্যবসা ও বিনিয়োগ পরিবেশের। উদ্যোক্তারা যাতে তাঁদের ব্যবসায়িক ও বিনিয়োগ সিদ্ধান্তগুলো দ্রুত নিতে পারেন, সে জন্য সরকারি নীতি ও কার্যক্রমগুলোকে সহজ করতে হবে। বর্তমানে আমাদের বিদেশি বিনিয়োগে খরা চলছে। এ অবস্থায় দেশি উদ্যোক্তরা যাতে নতুন বিনিয়োগে উৎসাহী হন, সরকারকে সেটি নিশ্চিত করতে হবে। সরকারের দিক থেকে নীতি ও অবকাঠামো–সহায়তা পাওয়া গেলে উৎপাদন খরচ কমিয়ে আনতে উদ্যোক্তারা উৎপাদন খরচ কমিয়ে আনতে পারবেন।
বর্তমান পরিস্থিতিতে বিশ্ববাজারে নিজেদের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে হলে আমাদের উচ্চ মূল্যের পণ্য তৈরির দিকে যেতেই হবে। এ জন্য ডিবিএল গ্রুপের পক্ষ থেকে আমরা সেদিকে ধাবিত হওয়ার পরিকল্পনা করছি। এরই মধ্যে বিশ্বের বড় ক্রেতাদের সঙ্গেও আমরা এ নিয়ে কথা বলছি। ট্রাম্পের পাল্টা শুল্কের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের পাশাপাশি উদ্যোক্তাদেরও কার্যকর পদক্ষেপ নিতে হবে। যুক্তরাষ্ট্রের বাজারে আমাদের প্রতিযোগী দেশগুলো কী ধরনের পদক্ষেপ নিচ্ছে, সেদিকে আমাদের গভীরভাবে নজর রাখতে হবে। সব মিলিয়ে আমি মনে করি, আমাদের আলাদাভাবে খুব বেশি উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আলোচনা বা সমঝোতাচেষ্টার পাশাপাশি আমাদের নিজেদের প্রস্তুতিগুলো নিতে হবে।
বিশ্ববাণিজ্যে আমাদের সামনে নতুন নতুন চ্যালেঞ্জ ও সমস্যা আসবেই। তাই আমি মনে করি, এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি–বেসরকারি উদ্যোগে আমাদের শক্তিশালী পেশাদার একটি গবেষণা ইনস্টিটিউট গড়ে তোলা দরকার। যেটি রাজনৈতিক প্রভাবের বাইরে থেকে পেশাদারির ভিত্তিতে বৈশ্বিক বাণিজ্যের ক্ষেত্রে নীতি সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে গবেষণালব্ধ সহায়তা করবে।
এম এ জব্বার
ব্যবস্থাপনা পরিচালক, ডিবিএল গ্রুপ
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র পদক ষ প ন পদক ষ প ন ত ক র যকর সরক র র আম দ র ব যবস আমদ ন
এছাড়াও পড়ুন:
বাগদানের গুঞ্জনের মাঝে হুমার রহস্যময় পোস্ট
অনেক দিন ধরে গুঞ্জন উড়ছে, অভিনয় প্রশিক্ষক রচিত সিংয়ের সঙ্গে প্রেম করছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। যদিও তারা এ সম্পর্কের কথা কখনো স্বীকার করেননি। কয়েক দিন আগে জানা যায়, দীর্ঘ দিনের কথিত প্রেমিক রচিতের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন হুমা কুরেশি।
বিভিন্ন সংবাদমাধ্যমের বরাত দিয়ে দ্য ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে, এক বছরের বেশি সময় লিভ-ইন সম্পর্কে থাকার পর বাগদান সম্পন্ন করেছেন তারা। যদিও এই খবরের কোনো প্রতিক্রিয়া জানাননি হুমা।
আরো পড়ুন:
আমার স্বামীর উপরে কু-নজর পড়েছে: অঙ্কিতা
‘উদয়ের সঙ্গে ব্রেকআপের পর অনেক কষ্ট পেয়েছিলাম’
বুধবার (১৭ সেপ্টেম্বর) ইনস্টাগ্রামে একটি রহস্যময় বার্তা শেয়ার করেছেন এই অভিনেত্রী। হুমা তার ইনস্টাগ্রাম স্টোরিতে রামেন বাউলের ছবি শেয়ার করে লেখেন, “প্রত্যেকেরই শান্ত হওয়া প্রয়োজন… আর শান্তভাবে কাজ করা উচিত।” পাশাপাশি জানান, তিনি বর্তমানে দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছেন।
এর আগে হুমা-রচিতের ঘনিষ্ঠজন হিন্দুস্তান টাইমসকে বলেন, “হুমা তার দীর্ঘ দিনের প্রেমিক, অভিনয় প্রশিক্ষক রচিত সিংয়ের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন।”
হুমা ও রচিতের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়, তাদের ঘনিষ্ঠ বন্ধু, গায়িকা আকাসা সিংয়ের শেয়ার করা একটি ছবিকে কেন্দ্র করে। এ ছবির ক্যাপশনে আকাসা লেখেন, “এক টুকরো এই স্বর্গের জন্য তোমাদের অভিনন্দন। দারুণ একটি রাত কেটেছে।”
এ ঘটনার কিছুদিন পর, হুমা ও রচিতকে একসঙ্গে দেখা যায় সোনাক্ষী সিনহা ও জহির ইকবালের বিয়েতে, দুজনেই সেদিন পরেছিলেন গোলাপী রঙের পোশাক। তাদের রসায়ন ছিল চোখে পড়ার মতো এবং ভক্তরা দ্রুত অনলাইনে খোঁজখবর নেওয়া শুরু করেন এই রহস্যময় ব্যক্তিটিকে (রচিত) নিয়ে।
সম্প্রতি, রচিতের ঘনিষ্ঠ একজনের জন্মদিন উদযাপনের সময় আবারো তাদের একসঙ্গে দেখা যায়, যা তাদের বাগদান নিয়ে জল্পনা আরো বাড়িয়ে তোলে। তবে বাগদান নিয়ে নানা চর্চা চললেও সরাসরি একটি কথাও বলেননি হুমা কিংবা রচিত।
রচিত সিংহ একজন নামকরা অভিনয় প্রশিক্ষক। রচিত সিং ওয়ার্কশপ নামে তার নিজস্ব প্রতিষ্ঠান রয়েছে। এই ওয়ার্কশপের মাধ্যমে ১০০টিরও বেশি কর্মশালা পরিচালনা করেছেন রচিত। তার কর্মশালায় অংশ নিয়েছেন—গুলশন দেবাইয়া, ইমাদ শাহ, কুণাল কাপুর, পূজা হেগডে, হর্ষবর্ধন রানে, অমৃতা সুবাস, সহানা গোস্বামী, অহনা কুমারা, রণবীর সিং, বরুণ ধাওয়ান, ভিকি কৌশল, অনুশকা শর্মা, অনীত পড্ডা, শানায়া কাপুরের মতো অভিনয়শিল্পীরা।
এর আগে পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার মুদাসসার আজিজের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। দীর্ঘ ৩ বছর সম্পর্কে ছিলেন তারা। ২০২২ সালের শেষের দিকে জানা যায়, ভেঙে গেছে এই সম্পর্ক।
ঢাকা/শান্ত