অমিত-মজিদে রূপগঞ্জ টাইগার্সের বড় জয়
Published: 7th, April 2025 GMT
রানের দেখা পাননি এনামুল হক বিজয়। তাতে গাজী গ্রুপ ক্রিকেটার্সও দেড়শর বেশি যেতে পারল না। দুই ম্যাচ পর নিজেদের দ্বিতীয় জয় পেতে বেগ পায়নি রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব।
মিরপুর শের-ই-বাংলায় সোমবার (৭ এপ্রিল) প্রথমে ব্যাটিং করতে নেমে ১৫৯ রানে থামে গাজীর ইনিংস। তাড়া করতে নেমে ৩৩.৩ ওভারে ৮ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে রূপগঞ্জ টাইগার্স।
সর্বোচ্চ ৭৬ রান আসে অমিত মজুমদারের ব্যাট থেকে। ১০টি চারের মারে ৯৮ বলে এই রান করেন অমিত। তার হাতে ওঠে ম্যাচ সেরার পুরস্কার। ওপেনিং জুটিতেই রূপগঞ্জ টাইগার্স ১৩৮ রান তোলে। ওপেনার আবদুল মজিদ ৫৩ রানে রিটায়ার্ড হার্ট না হলে দুজনেই ম্যাচ শেষ করে দিয়ে আসতে পারতেন।
মজিদ সাজঘরে ফিরলে ব্যাটিংয়ে আসেন দেড় বছর পর মাঠে ফেরা নাসির হোসেন। ৯ রানের বেশি করতে পারেননি এই অলরাউন্ডার। এরপর আব্দুল্লাহ আল গালিব (১৩) ও আল আমিন (২) জিতিয়ে মাঠ ছাড়েন। গাজীর হয়ে তোফায়েল আহমেদ ও আবদুল গাফফার ১টি করে উইকেট নেন।
আরো পড়ুন:
যাদের নাম হয়, তাদের বদনামও হয়: নাসির
‘কথা রেখে’ তানজিদের ঝলমলে সেঞ্চুরি
এর আগে আসা যাওয়ার মিছিলে ব্যস্ত ছিলেন গাজীর ব্যাটসম্যানরা। থিতু হয়েও বড় ইনিংস খেলতে পারেননি তাহজিবুল ইসলাম ও শামীম মিয়া। তাহজিবুল সর্বোচ্চ ৩১ ও শামীম ২৪ রান করেন। আর কোনো ব্যাটার বিশের বেশি রান পাননি।
আগের ম্যাচের সেঞ্চুরিয়ান বিজয় ১০ রানের বেশি করতে পারেননি। রূপগঞ্জের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন মহিউদ্দিন তারেক। ২ উইকেট করে নেন হুসনা হাবিব ও ফয়সাল আহমেদ।
নবম ম্যাচে এটি গাজীর তৃতীয় হার। অন্যদিকে সমান ম্যাচে রূপগঞ্জের দ্বিতীয় জয়। তাদের অবস্থান টেবিলের নবম স্থানে। আর গাজী আছে তিনে।
ঢাকা/রিয়াদ/নাভিদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
তথ্য উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সাক্ষাৎ
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।
রবিবার (২ নভেম্বর) বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভা কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
আরো পড়ুন:
‘সাংস্কৃতিক জাগরণেই মুক্তি’
‘নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া’সহ ৩৮ দাবি সংবাদকর্মীদের
সাক্ষাৎকালে বিএসআরএফের সভাপতি মাসউদুল হক জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় সচিবালয় বিটে কর্মরত অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের সচিবালয়ের ক্লিনিকে স্বাস্থ্যসেবা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ২০২৪ সালের ২২ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য সেবা বিভাগে পত্র পাঠানো হলেও এখনো তা বাস্তবায়িত হয়নি।
তিনি অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের জন্য সচিবালয়ের ক্লিনিকে স্বাস্থ্যসেবা চালুর বিষয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার সহযোগিতা কামনা করেন। এছাড়া সচিবালয়ের ১ নম্বর গেটের পাশাপাশি ৫ নম্বর গেট দিয়েও অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশের ব্যবস্থা গ্রহণের জন্য তিনি উপদেষ্টাকে অনুরোধ জানান।
এ সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বিএসআরএফের সভাপতির প্রস্তাব আন্তরিকভাবে বিবেচনা করার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে বিএসআরএফের সহ-সভাপতি মাইনুল হোসেন পিন্নু, সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদলসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ঢাকা/এএএম/মেহেদী