রানের দেখা পাননি এনামুল হক বিজয়। তাতে গাজী গ্রুপ ক্রিকেটার্সও দেড়শর বেশি যেতে পারল না। দুই ম্যাচ পর নিজেদের দ্বিতীয় জয় পেতে বেগ পায়নি রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব।

মিরপুর শের-ই-বাংলায় সোমবার (৭ এপ্রিল) প্রথমে ব্যাটিং করতে নেমে ১৫৯ রানে থামে গাজীর ইনিংস। তাড়া করতে নেমে ৩৩.৩ ওভারে ৮ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে রূপগঞ্জ টাইগার্স।

সর্বোচ্চ ৭৬ রান আসে অমিত মজুমদারের ব্যাট থেকে। ১০টি চারের মারে ৯৮ বলে এই রান করেন অমিত। তার হাতে ওঠে ম্যাচ সেরার পুরস্কার। ওপেনিং জুটিতেই রূপগঞ্জ টাইগার্স ১৩৮ রান তোলে। ওপেনার আবদুল মজিদ ৫৩ রানে রিটায়ার্ড হার্ট না হলে দুজনেই ম্যাচ শেষ করে দিয়ে আসতে পারতেন।
মজিদ সাজঘরে ফিরলে ব্যাটিংয়ে আসেন দেড় বছর পর মাঠে ফেরা নাসির হোসেন। ৯ রানের বেশি করতে পারেননি এই অলরাউন্ডার। এরপর আব্দুল্লাহ আল গালিব (১৩) ও আল আমিন (২) জিতিয়ে মাঠ ছাড়েন। গাজীর হয়ে তোফায়েল আহমেদ ও আবদুল গাফফার ১টি করে উইকেট নেন।

আরো পড়ুন:

যাদের নাম হয়, তাদের বদনামও হয়: নাসির

‘কথা রেখে’ তানজিদের ঝলমলে সেঞ্চুরি

এর আগে আসা যাওয়ার মিছিলে ব্যস্ত ছিলেন গাজীর ব্যাটসম্যানরা। থিতু হয়েও বড় ইনিংস খেলতে পারেননি তাহজিবুল ইসলাম ও শামীম মিয়া। তাহজিবুল সর্বোচ্চ ৩১ ও শামীম ২৪ রান করেন। আর কোনো ব্যাটার বিশের বেশি রান পাননি।

আগের ম্যাচের সেঞ্চুরিয়ান বিজয় ১০ রানের বেশি করতে পারেননি। রূপগঞ্জের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন মহিউদ্দিন তারেক। ২ উইকেট করে নেন হুসনা হাবিব ও ফয়সাল আহমেদ।
নবম ম্যাচে এটি গাজীর তৃতীয় হার। অন্যদিকে সমান ম্যাচে রূপগঞ্জের দ্বিতীয় জয়। তাদের অবস্থান টেবিলের নবম স্থানে। আর গাজী আছে তিনে।
 

ঢাকা/রিয়াদ/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উইক ট

এছাড়াও পড়ুন:

সবার নজরের বাইরে থাকা চৈতী দেশের জন্য আনল স্বর্ণপদক

একটু বড় হওয়ার পর মেয়েকে দেখে চিন্তায় পড়ে যান মা–বাবা। অন্য শিশুদের মতো বাড়ছে না সে। হাত–পা ছোট, উচ্চতাও থমকে গেছে। পরে বুঝতে পারেন—চৈতী বামন।

যে মেয়েকে নিয়ে একসময় দুশ্চিন্তার পাহাড়ে আটকা পড়েছিল পরিবার, আজ সেই চৈতীই আনন্দের আলো ছড়াচ্ছে। দেশের জন্য প্রথমবারের মতো এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে স্বর্ণপদক এনে দিয়েছে চৈতী রানী দেব।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর গ্রামের শিলু রানী দেব ও সত্য দেবের মেয়ে চৈতীর বয়স ১৩ বছর। উচ্চতা মাত্র ৩ ফুট ৭ ইঞ্চি। কিন্তু তার লক্ষ্য নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া । সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চলমান এশিয়ান ইয়ুথ প্যারা গেমস ২০২৫–এ বর্শা নিক্ষেপ ও ১০০ মিটার দৌড়ে সে জিতে নিয়েছে দুটি স্বর্ণপদক। ৭ ডিসেম্বর এই প্রতিযোগিতা শুরু হয়েছে, চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত।

চৈতীর প্রতিভা আছে। অনুশীলনে সে খুব আন্তরিক। সে কিছু করতে চায়। আশা করছি, ওকে দিয়ে একটা ভালো ফলাফল পাবমেহেদী হাসান, বিকেএসপির প্রধান প্রশিক্ষক

চৈতীর স্বর্ণপদক পাওয়ার বিষয়টি দুবাই থেকে প্রথম আলোকে নিশ্চিত করেছেন স্পোর্টস ফর হোপ অ্যান্ড ইনডিপেনডেন্সের (শি) প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী শারমিন ফারহানা চৌধুরী।

যে মেয়েকে সবাই দেখত শুধু উচ্চতায়

ভূনবীর দশরথ হাইস্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী চৈতী একসময় গ্রামবাসীর নজরে পড়ত শুধু তার খর্বাকৃতির জন্য। খেলাধুলায় তার যে অসাধারণ প্রতিভা আছে, তা ছিল চোখের আড়ালে।

তবে এই ছবি এখন বদলে গেছে। গ্রামবাসী বাড়িতে এসে খোঁজ নেন। শিক্ষকেরা খেলতে উৎসাহ দেন, ছবি তোলেন। স্কুলে সে এখন ‘তারকা’।

দুবাইয়ে বর্শা নিক্ষেপে স্বর্ণপদক জয়ের পর চৈতী

সম্পর্কিত নিবন্ধ