জিম্বাবুয়ে সিরিজে নেই তাসকিন, নতুন মুখ তানজিম
Published: 8th, April 2025 GMT
প্রথমবারের মতো বাংলাদেশের টেস্ট দলে ডাক পেলেন পেসার তানজিম হাসান। চোটে ভোগায় জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের এই সিরিজে নেই আরেক পেসার তাসকিন আহমেদ। আজ মেইলের মাধ্যমে জানিয়েছে বিসিবি।
পিএসএলে খেলতে লিটন দাস পাকিস্তানে যাওয়ায় তিনি এই দলে নেই। জাকির আলীর পাশাপাশি উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে আছেন মাহিদুল ইসলাম। অভিজ্ঞ মুশফিকুর রহিমকে ফেরানো হয়েছে দলে। চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলতে পারেননি মুশফিক।
তাসকিনের অনুপস্থিতিতে দলে ফেরানো হয়েছে পেসার খালেদ আহমেদকে। নাহিদ রানা ও হাসান মাহমুদ দলের বাকি দুই পেসার। দুই স্পিনার মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামের সঙ্গে চার বিশেষজ্ঞ পেসার রয়েছে দলে।
২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। ২৮ এপ্রিল দ্বিতীয় টেস্ট চট্টগ্রামে।
তাসকিনের চোট নিয়ে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘বাঁ একিলিস টেন্ডনে সমস্যার কারণে তাসকিন এখন পুনর্বাসনে আছে, সিরিজে তাকে পাওয়া যাবে না।’
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের বাংলাদেশ দল: নাজমুল হোসেন, মাহমুদুল হাসান, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাহিদ রানা, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, তানজিম হাসান।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ল ইসল ম
এছাড়াও পড়ুন:
নিজ ঘর থেকে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
ঝালকাঠির নলছিটিতে নিজ ঘর থেকে বকুল বেগম (৫৫) নামে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার দপদপিয়া ইউনিয়নের শেখরকাঠি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আরো পড়ুন:
মাতামুহুরী নদীতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার
সাভারে তোশকে মোড়ানো যুবকের লাশ উদ্ধার
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বকুল বেগম বাড়িতে একা বসবাস এবং ভিক্ষা করে চলতেন। দুপুরে এক প্রতিবেশী বৃদ্ধার ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় দুর্গন্ধ পান। পরে ঘরের জানাল দিয়ে উঁকি দিয়ে তার অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখেন।
নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে প্রাথমিকভাবে জেনেছি। তার আপনজন বলতে কেউ নেই। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/অলোক/রাজীব