৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে বিক্ষোভ, পিএসসি ঘেরাও
Published: 8th, April 2025 GMT
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সামনে বিক্ষোভ করেছেন চাকরিপ্রার্থীরা। সকাল থেকে বিক্ষোভ শেষে একপর্যায়ে পিএসসির গেটের ভেতরে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা। ঘটনাস্থলে আসেন পুলিশ ও সেনাবাহিনীর টহল দলের সদস্যরা। এরপর বিকেল ৩টার দিকে পরীক্ষার্থীদের মধ্য থেকে ৬ প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসেন পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেম।
বৈঠকে বিক্ষোভকারীদের জানানো হয়, পরীক্ষার সময় পেছাতে হলে অনেক কিছুই আবার নতুন করে ব্যবস্থা করতে হবে। এ জন্যই পিএসসির কমপক্ষে তিন দিন সময় প্রয়োজন। তিন দিন পর পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। পরীক্ষার্থীরা পিএসসির তিন দিনের সময় মেনে নিয়ে চলে যান।
আরও পড়ুনফায়ার সার্ভিসে বড় নিয়োগ, পদ ১৬২৮ ঘণ্টা আগেএ বিষয়ে পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম প্রথম আলোকে বলেন, ‘আন্দোলনকারীদের সঙ্গে কথা হয়েছে। আমাদের সীমাবদ্ধতার কথা তাঁদের বলেছি। তাঁদের কথাও শুনেছি। পিএসসিকে ভালো অবস্থানে নিতে হলে বা জট কমাতে হলে আমাদের যেমন একটা পরিকল্পনা আছে, সে অনুসারে তাঁদের সহযোগিতাও আমাদের প্রয়োজন। সে বিষয়ে কথা হয়েছে। আন্দোলনকারীরা চলে গেছেন। আমাদের প্রেসের স্লট পাওয়ার বিষয় আছে। আবার আগেই প্রশ্ন ছাপিয়ে রাখতে চাই না। সেটি বুঝতে হবে। স্কুল ও কলেজের এসএসসি ও এইচএসসি পরীক্ষা আছে, সেগুলোও দেখে–শুনে আমাদের সেন্টার পেতে হবে। আমরা কেবল একটা বিসিএস নিয়ে থাকছি না। সব বিসিএসেই আমাদের গুরুত্ব দিতে হচ্ছে। এই বাস্তবতা চাকরিপ্রার্থীরা দেখবেন বলে আশা করি।’
আরও পড়ুন৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল ৩০ জুনের মধ্যে৭ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: পর ক ষ র প এসস র আম দ র ব স এস
এছাড়াও পড়ুন:
উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।
সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত