Samakal:
2025-11-03@02:37:22 GMT

গোদের উপর বিষফোড়া

Published: 10th, April 2025 GMT

গোদের উপর বিষফোড়া

এক যুগেরও অধিক সময় পূর্বে হালদা নদীর ফটিকছড়িতে ‘রাবার ড্যাম’ স্থাপনের ক্ষেত্রে কৃষি উৎপাদন বৃদ্ধির কথা হইলেও উহাই এখন কৃষকের গলার কাঁটায় পরিণত হইয়াছে। কেবল তাহাই নহে, বুধবার প্রকাশিত সমকালের প্রতিবেদন অনুযায়ী, উক্ত স্থাপনার কারণে খোদ নদীটিই শুষ্ক হইয়া মৃতবৎ।

শুষ্ক মৌসুমে পানি না থাকায় মিঠাপানির মৎস্যের এই গুরুত্বপূর্ণ প্রজননক্ষেত্র ক্ষতিগ্রস্ত হইতেছে। তদুপরি পানি সংকটে দীর্ঘ এলাকাব্যাপী সেচও ব্যাহত হইতেছে। অর্থাৎ রাবার ড্যামের নেতিবাচক প্রভাব উহার উজান ও ভাটি উভয় এলাকায় ব্যাপকভাবে দৃশ্যমান। 

আমরা জানি, পার্বত্য চট্টগ্রামের বদনাতলী পর্বত হইতে উৎপন্ন হইয়া হালদা নদী ফটিকছড়ির মধ্য দিয়া চট্টগ্রামে প্রবেশ করিয়াছে। এশিয়ার অন্যতম মিঠাপানির এই মৎস্য প্রজননক্ষেত্রের ফটিকছড়ি অংশ পানিশূন্য হইবার কারণে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়িয়াছে। উহার দুই তীরের বাসিন্দাদের চাষাবাদ ও পানি সংকটও চরমে উঠিয়াছে। ফটিকছড়িতে হালদা নদীর পানিশূন্যতার জন্য রাবার ড্যামকে দায়ী করিয়াছেন বিশেষজ্ঞরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিসার্চ ল্যাবরেটরির সমন্বয়ক অধ্যাপক ড.

মঞ্জুরুল কিবরিয়ার ভাষ্য অনুযায়ী, রাবার ড্যামের কারণে ভূগর্ভস্থ পানির স্তরও নামিয়া যাইতেছে। বাঁধটি অপসারণের সুপারিশ করা হইলেও কিছু শিল্প গ্রুপের কারণে তাহা বাস্তবায়ন সম্ভব হয় নাই। আমরা বিস্মিত, ৩১ মার্চ বাঁধটি খুলিয়া দেওয়ার সিদ্ধান্ত হইলেও উহা মান্য করা হয় নাই। 

হালদা নদীর এই সংকটের কারণে মাতৃমৎস্য ডিম্ব না ছাড়িবার আশঙ্কা রহিয়াছে। আমরা দেখিয়াছি, গত বৎসর একই কারণে রুই জাতীয় মৎস্যের প্রত্যাশিত ডিম্ব মিলে নাই। হালদার প্রজননকাল এপ্রিল, মে ও জুন মাসে নদীর এহেন দুরবস্থা অশনিসংকেত। যথায় দেশের জাতীয় গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ হালদার সুরক্ষা জরুরি অগ্রাধিকার পাওয়া ন্যায্য ছিল, তথায় নদীটি লইয়া প্রশাসনের উদাসীনতা হতাশাব্যঞ্জক। দেশের অর্থনীতিতেও হালদা নদীর অবদান অনস্বীকার্য। এই নদী হইতে প্রতি বৎসর যেই পরিমাণ নিষিক্ত ডিম্ব সংগ্রহ করা হয়, উহা জাতীয় অর্থনীতিতে কয়েকশ কোটি টাকার অবদান রাখে।

পানি ও কৃষি সম্পদের মূল্য বিবেচনায় লইলে অর্থনৈতিক ক্ষেত্রে হালদার অবদান কয়েক সহস্র কোটি টাকা অতিক্রম করিবে। বস্তুত জীববৈচিত্র্য সুরক্ষায় হালদা নদীর যেই গুরুত্বপূর্ণ অবদান, উহা নিছক অর্থের অঙ্কে পরিমাপ করা যাইবে না। হালদা নদীতে এখনও বিদ্যমান গাঙ্গেয় শুশুকের বিরল প্রজাতিও নদীটিতে বিবিধি সংকটের কারণে বিপন্নপ্রায়।

রাবার ড্যামের কারণে হালদা নদী যদ্রূপ সংকটে পতিত, তদ্রূপ আরও বিবিধ কারণে হালদার জীববৈচিত্র্য অস্তিত্বের ঝুঁকিতে পড়িয়াছে। মাত্রাতিরিক্ত যন্ত্রচালিত নৌযান, নিষিদ্ধ জাল ও খননযন্ত্র লইয়া উদ্বেগ থাকিলেও সেইগুলি বন্ধ হয় নাই। নদীটিতে দূষণের উৎসও নেহাত কম নহে। আমরা মনে করি, গুরুত্ব বিবেচনায় নদীটির সুরক্ষা অগ্রাধিকার হিসাবে লইতে হইবে। হালদাকে বিপর্যয় হইতে রক্ষা করিতে হইলে প্রশাসন, স্থানীয় নাগরিক, বেসরকারি ও গবেষণা প্রতিষ্ঠানের সমন্বয়ে হালদা কর্তৃপক্ষ গঠন এবং এই কর্তৃপক্ষের মাধ্যমে নদী রক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন জরুরি।

তবে সর্বাগ্রে হালদার উপর রাবার ড্যামের যেই বিষফোড়া রহিয়াছে, উহার অপসারণ অগ্রাধিকাররূপে গ্রহণ করিতে হইবে। আমরা প্রত্যাশা করি, প্রশাসনকে এই ক্ষেত্রে কঠোর হইবার বিকল্প নাই। যেই রাবার ড্যাম হালদার ন্যায় নদী ধ্বংসের উৎস, যেই বাঁধ কৃষকের ক্ষতির কারণ, উহাকে আর কোনো যুক্তিতে বহাল রাখিবার অবকাশ নাই। সুতরাং হালদার জীববৈচিত্র্য রক্ষা ও কৃষকের স্বার্থ বিবেচনায় লইয়া ফটিকছড়ির রাবার ড্যাম এখনই অপসারণ করিবার ব্যবস্থা লওয়া হউক।

উৎস: Samakal

কীওয়ার্ড: অবদ ন মৎস য

এছাড়াও পড়ুন:

লাকসামে অস্ত্রের মুখে এতিমখানার ৫ গরু লুট, আহত ৮

কুমিল্লার লাকসামে একটি এতিমখানার খামার থেকে গত শুক্রবার পাঁচটি গরু লুট করে নিয়ে গেছে ডাকাত দল। এ সময় তাদের হামলায় মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ আটজন আহত হন। মাদরাসা কর্তৃপক্ষ থানায় মামলা করেছে।

গত শুক্রবার (৩১ অক্টোবর) ভোরে উপজেলার আজগরা ইউনিয়নের বড়বাম আল-জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদরাসা ও এর সংলগ্ন এতিমখানার খামারে ঘটনাটি ঘটে। তিন মাস আগেও এই খামারের সাতটি গরু লুট করেছিল ডাকাতরা।

আরো পড়ুন:

খুলনায় বিএনপি নেতার অফিসে বোমা-গুলি, শিক্ষক নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের হামলা: গুলিবিদ্ধ যুবকের মৃত্যু

সোমবার (৩ নভেম্বর) সকালে ঘটনাটি জানাজানি হয়।

এলাকাবাসী জানান, মাদরাসার আয় এই খামারের মাধ্যমে হয়। তিন মাসের ব্যবধানে দুই দফা ডাকাতি হওয়ায় শিক্ষক ও ছাত্রদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। খামারের বড় গরুগুলো লুট হয়ে যাওয়ায় এক পাশ ফাঁকা পড়ে আছে। বর্তমানে খামারে ১১টি গরু অবশিষ্ট রয়েছে।

খামারের সামনে পড়ে আছে ডাকাত দলের ব্যবহৃত তুষের বস্তা, যা দিয়ে গরুগুলো পিকআপ ভ্যানে তোলে তারা। গরু উদ্ধার এবং ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

মামলার বাদী এবং মাদরাসার শিক্ষক ইমরান হোসাইন জানান, গত শুক্রবার ভোরে একদল ডাকাত দুটি পিকআপ ভ্যান নিয়ে এসে অস্ত্রের মুখে মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীদের জিম্মি করে। শিক্ষকদের মারধর করে তাদের মোবাইল ফোন নিয়ে যায় ডাকাতরা। তারা খামারে ঢুকে কেয়ারটেকার উৎসব হোসেনকে বেঁধে একে একে পাঁচটি গরু পিকআপ ভ্যানে তুলে নেয়। শিক্ষক ও ছাত্রদের চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে ডাকাতরা পালিয়ে যায়।

মাদরাসার প্রতিষ্ঠাতা শরীফুল আলম খন্দকার জানান, খামারের আয়ের ওপর ভিত্তি করে মাদরাসার কার্যক্রম চলে। তিন মাস আগেও এই খামারের সাতটি গরু নিয়ে যায় ডাকাতরা।

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা বলেন, “লুট হওয়া গরু উদ্ধার এবং ডাকাতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। মাদরাসার শিক্ষক ইমরান হোসাইন বাদী হয়ে থানায় মামলা করেছেন।”

ঢাকা/রুবেল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ