গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে নোয়াখালী শহরে বিক্ষোভ
Published: 11th, April 2025 GMT
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন নোয়াখালী জেলা শহরের বাসিন্দারা। আজ শুক্রবার জুমার নামাজের পর প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট নোয়াখালীর ব্যানারে ওই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজের পরপরই জেলা শহর মাইজদীর বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা জেলা মসজিদ সড়ক এবং আশপাশের এলাকায় একত্র হন। বেলা দুইটার দিকে কয়েক হাজার মানুষ সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের জামে মসজিদ মোড়, টাউন হল মোড় প্রদক্ষিণ করে শহরের মোহাম্মদীয়া মোড় এলাকায় সমাবেশে মিলিত হয়। এ সময় শহরের প্রধান সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভ ও সমাবেশ চলার কারণে প্রায় এক ঘণ্টা গোটা নোয়াখালী শহর স্থবির হয়ে ছিল।
সমাবেশে জেলা জামায়াতে ইসলামীর আমির ইসহাক খন্দকার, জেলা জামে মসজিদের খতিব মুফতি দেলোয়ার হোসেন, শহর ছাত্রশিবিরের সভাপতি আরমান হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরিফুল ইসলামসহ বিভিন্ন মসজিদের খতিব ও রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দেন।
এ সময় বক্তারা বলেন, ফিলিস্তিনের গাজায় নিরস্ত্র মানুষ ও শিশুদের ওপর ইসরায়েলি বাহিনী যে নৃশংস গণহত্যা চালাচ্ছে, তা ইতিহাসে নজিরবিহীন। জাতিসংঘ বর্বর ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিয়ে নীরব ভূমিকা পালন করছে। তারা ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার এবং বাংলাদেশে ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানান।
এ বিষয়ে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ইসরায়েলি বাহিনীর নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে নোয়াখালীতে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচি ঘিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে, সে জন্য শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রাখা হয়। এ ছাড়া র্যাবের সদস্যরা শহরে টহল দেন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ইসর য় ল শহর র মসজ দ
এছাড়াও পড়ুন:
পাকিস্তানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদেও আইএসআই প্রধান মালিক
পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সের (আইএসআই) বর্তমান মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ অসিম মালিক। বৃহস্পতিবার পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের খবরে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, সরকারিভাবে দেশের প্রধান গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের বর্তমান মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ অসিম মালিককে নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) নিয়োগ দেওয়া হয়েছে। তিনি পাকিস্তানের দশম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।
গত মঙ্গলবার মন্ত্রিসভা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, জেনারেল মালিক আইএসআই মহাপরিচালক হিসেবে তার বর্তমান পদেও বহাল থাকবেন।২০২৪ সালের সেপ্টেম্বর থেকে তিনি এই পদে রয়েছেন। প্রজ্ঞাপনে আরও বলা হয়, লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ অসিম মালিক জাতীয় নিরাপত্তা উপদেষ্টার অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।
তার এই নিয়োগের মাধ্যমে প্রথমবারের মতো একজন আইএসআই প্রধান একই সঙ্গে এনএসএ'র দায়িত্ব পেলেন। সম্প্রতি ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে হামলার পর ভারতের সঙ্গে পাকিস্তানের সামরিক উত্তেজনার মধ্যে লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ অসিম মালিক নতুন দায়িত্ব পাওয়ার খবর এলো।
২০২২ সালের এপ্রিলে ইমরান খানের নেতৃত্বাধীন পিটিআই সরকার অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে পাকিস্তানের এনএসএ পদটি শূন্য ছিল। সে সময় মঈদ ইউসুফ এনএসএ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।