ফিল সল্ট, বিরাট কোহলি ও দেবদূত পাড়িক্কলের ব্যাটিং ঝড়ে বড় জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আজ রোববার সন্ধ্যায় জয়পুরে তারা রাজস্থান রয়্যালসকে হারিয়েছে ৯ উইকেটের বড় ব্যবধানে।

রাজস্থান আগে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৭৩ রান সংগ্রহ করে। জবাব দিতে নেমে সল্ট-কোহলি-পাড়িক্কলের ব্যাটে ভর করে ১৭.৩ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়।

রান তাড়া করতে নেমে সল্ট ও কোহলি উদ্বোধনী জুটিতে ৮.

৩ ওভারেই তুলে ফেলেন ৯২ রান। সেখানেই মূলত তাদের জয়কাব্য লেখা হয়ে যায়। এই রানে কুমার কার্তিকিয়ার বলে যশস্বী জয়সওয়ালের হাতে ক্যাচ দিয়ে আউট হন সল্ট। যাওয়ার আগে ৩৩ বলে ৫টি চার ও ৬ ছক্কায় ৬৫ রানের ইনিংস খেলে যান।

আরো পড়ুন:

বিপিএলে আবার দল নেওয়ার ইঙ্গিত শাকিব খানের

বিপিএলে পারিশ্রমিক না পেয়ে ক্ষুব্ধ আফ্রিদি বিসিবিকে অভিযোগ

এরপর কোহলি ও পাড়িক্কল ৫৪ বলে অবিচ্ছিন্ন ৮৩ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। কোহলি ৪৫ বলে ৪টি চার ও ২ ছক্কায় ৬২ রানে অপরাজিত থাকেন। তার সঙ্গে ২৮ বলে ৫টি চার ও ১ ছক্কায় ৪০ রানে অপরাজিত থাকেন পড়িক্কল।

তার আগে রাজস্থানের ইনিংসে জয়সওয়াল ৪৭ বলে ১০টি চার ও ২ ছক্কায় ৭৫ রানের ইনিংস খেলে লড়াকু সংগ্রহে অবদান রাখেন। এছাড়া ধ্রুব জুড়েল ২৩ বলে ২ চার ও সমান সংখ্যক ছক্কায় অপরাজিত ৩৫ রানের ইনিংস খেলেন। রিয়ান পরাগ ২২ বলে ৩ চার ও ১ ছক্কায় করেন ৩০ রান।

বল হাতে বেঙ্গালুরুর জশ হ্যাজলউড, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার ও যশ ঢুল ১টি করে উইকেট নেন। ম্যাচসেরা হন সল্ট।

এই জয়ে ৬ ম্যাচ থেকে ৮ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে বেঙ্গালুরু। সমান পয়েন্ট নিয়ে নেট রান রেটে এগিয়ে থেকে দিল্লি ক্যাপিটালস শীষের্ ও গুজরাট টাইটান্স আছে দ্বিতীয় স্থানে।

ঢাকা/আমিনুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব প এল র ন র ইন প ড় ক কল উইক ট

এছাড়াও পড়ুন:

‘ফিরিয়ে দাও’ থেকে ‘ধূসর সময়’: সিডনিতে একই মঞ্চে মাইলস ও আর্টসেল

সিডনির বসন্তের সন্ধ্যা। লিভারপুলের হুইটল্যাম লেজার সেন্টারের বাইরে তখন লম্বা লাইন—হাতে পতাকা, কাঁধে ব্যাগ, চোখে প্রত্যাশা। সাউন্ডচেকের শব্দ ভেসে আসছে বাইরে। ভেতরে যেন উন্মুখ এক ‘সাগর’, যেখানে মিশে আছে দুই প্রজন্মের মুখ, কণ্ঠ আর স্মৃতি। শনিবার রাতটি হয়ে উঠেছিল প্রবাসী বাঙালিদের জন্য এক ব্যতিক্রমী উৎসব—বাংলাদেশের ব্যান্ড সংগীতের দুই যুগের দুই প্রতীক, মাইলস ও আর্টসেল; প্রথমবারের মতো একই মঞ্চে গান করল সিডনিতে।
‘গ্রিনফিল্ড এন্টারটেইনমেন্ট’ আয়োজিত এই ‘মিউজিক ফেস্ট’ ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যে উচ্ছ্বাস তৈরি হয়েছিল, তা যেন উপচে পড়ল সেই রাতে। টিকিট বিক্রি শুরু হওয়ার পরপরই সব শেষ। অনুষ্ঠান শুরুর ঘণ্টাখানেক আগে থেকেই সিডনির দক্ষিণ-পশ্চিম উপশহর লিভারপুলের রাস্তাগুলো ভরে গেল গানের ভক্তে।

আয়োজনের আগে ভিডিও বার্তায় মাইলস জানায় তাদের উচ্ছ্বাস। ব্যান্ডের অন্যতম সদস্য হামিন আহমেদ বলেন, ‘সিডনি বরাবরই আমাদের কাছে বিশেষ কিছু। সম্ভবত ১৯৯৬ সালে আমরাই প্রথম বাংলাদেশি ব্যান্ড হিসেবে অস্ট্রেলিয়ায় পারফর্ম করি। এরপর এ নিয়ে অন্তত পঞ্চমবারের মতো সিডনিতে এলাম। এখানকার দর্শকদের ভালোবাসা সব সময়ই অবিশ্বাস্য।’

তিনি আরও বলেন, ‘আমরা জানতাম এটি স্মরণীয় একটি আয়োজন হতে যাচ্ছে। আমরা চেয়েছি সবাই একসঙ্গে গাইবে, চিৎকার করবে—ভক্তরা সেটাই করেছেন।’ গিটারিস্ট তুজো যোগ করেন, ‘অস্ট্রেলিয়ার পাঁচটি শহরে ট্যুর করছি, কিন্তু সিডনির আবহ একেবারেই আলাদা। দর্শকেরা আমাদের রাতটিকে স্মরণীয় করে দিয়েছেন।’

মঞ্চে আর্টসেল

সম্পর্কিত নিবন্ধ