উয়েফা চ্যাম্পিয়নস লিগে খেলার স্বপ্নে বড়সড় ধাক্কা খেল চেলসি। আজ রোববার (১৩ এপ্রিল) রাতে স্ট্যামফোর্ড ব্রিজে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে তারা ২-২ গোলে নিচের সারির দল ইপসুইচ টাউনের সঙ্গে ড্র করেছে।

এই ড্রয়ে ৩২ ম্যাচ থেকে ৫৪ পয়েন্ট নিয়ে চেলসি এখন শীর্ষ পাঁচে থাকলেও তাদের পেছনেই রয়েছে নিউক্যাসল ইউনাইটেড। ৩০ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৫৩ পয়েন্ট।

এনজো মারেসকার শিষ্যরা ঘরের মাঠে টানা পাঁচটি ম্যাচ জিতলেও ইপসুইচের বিপক্ষে শুরুতেই বিপদে পড়ে যায়। প্রথমার্ধেই ২-০ গোলে পিছিয়ে পড়ে স্বাগতিকরা।

আরো পড়ুন:

শিরোপা জয়ের পথে লিভারপুল, সালাহর নতুন রেকর্ড

‘ডার ক্লাসিকেরে’ বায়ার্নকে রুখে দিয়েছে ডর্টমুন্ড

ইপসুইচের প্যারাগুয়ের স্ট্রাইকার জুলিও এনসিসো ১৯ মিনিটে বেন জনসনের ক্রস থেকে গোল করে দলকে এগিয়ে নেন। ১২ মিনিট পরেই এনসিসো নিজেই বল বাড়ান জনসনের জন্য, যিনি হেডে দ্বিতীয় গোলটি করেন। প্রথমার্ধ শেষে হতাশ চেলসি সমর্থকরা গ্যালারিতে দুয়োধ্বনি তোলে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই চেলসি ফিরে আসে অ্যাক্সেল টুয়ানজেবের আত্মঘাতী গোলের সুবাদে। এরপর ৭৯ মিনিটে বদলি খেলোয়াড় জ্যাদন সানচো দুর্দান্ত শটে গোল করে ম্যাচে সমতা ফেরান।

শেষ দিকে দু’দলই মরিয়া হয়ে চেষ্টা করে। তবে ইপসুইচ গোলরক্ষক অ্যালেক্স পামার দারুণ দক্ষতায় চেলসির চালোবা, এনজো ফার্নান্দেজ ও কোল পামারের নিশ্চিত গোল বাঁচিয়ে দেন এবং দলকে একটি পয়েন্ট উপহার দেন।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল

এছাড়াও পড়ুন:

সবার নজরের বাইরে থাকা চৈতী দেশের জন্য আনল স্বর্ণপদক

একটু বড় হওয়ার পর মেয়েকে দেখে চিন্তায় পড়ে যান মা–বাবা। অন্য শিশুদের মতো বাড়ছে না সে। হাত–পা ছোট, উচ্চতাও থমকে গেছে। পরে বুঝতে পারেন—চৈতী বামন।

যে মেয়েকে নিয়ে একসময় দুশ্চিন্তার পাহাড়ে আটকা পড়েছিল পরিবার, আজ সেই চৈতীই আনন্দের আলো ছড়াচ্ছে। দেশের জন্য প্রথমবারের মতো এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে স্বর্ণপদক এনে দিয়েছে চৈতী রানী দেব।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর গ্রামের শিলু রানী দেব ও সত্য দেবের মেয়ে চৈতীর বয়স ১৩ বছর। উচ্চতা মাত্র ৩ ফুট ৭ ইঞ্চি। কিন্তু তার লক্ষ্য নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া । সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চলমান এশিয়ান ইয়ুথ প্যারা গেমস ২০২৫–এ বর্শা নিক্ষেপ ও ১০০ মিটার দৌড়ে সে জিতে নিয়েছে দুটি স্বর্ণপদক। ৭ ডিসেম্বর এই প্রতিযোগিতা শুরু হয়েছে, চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত।

চৈতীর প্রতিভা আছে। অনুশীলনে সে খুব আন্তরিক। সে কিছু করতে চায়। আশা করছি, ওকে দিয়ে একটা ভালো ফলাফল পাবমেহেদী হাসান, বিকেএসপির প্রধান প্রশিক্ষক

চৈতীর স্বর্ণপদক পাওয়ার বিষয়টি দুবাই থেকে প্রথম আলোকে নিশ্চিত করেছেন স্পোর্টস ফর হোপ অ্যান্ড ইনডিপেনডেন্সের (শি) প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী শারমিন ফারহানা চৌধুরী।

যে মেয়েকে সবাই দেখত শুধু উচ্চতায়

ভূনবীর দশরথ হাইস্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী চৈতী একসময় গ্রামবাসীর নজরে পড়ত শুধু তার খর্বাকৃতির জন্য। খেলাধুলায় তার যে অসাধারণ প্রতিভা আছে, তা ছিল চোখের আড়ালে।

তবে এই ছবি এখন বদলে গেছে। গ্রামবাসী বাড়িতে এসে খোঁজ নেন। শিক্ষকেরা খেলতে উৎসাহ দেন, ছবি তোলেন। স্কুলে সে এখন ‘তারকা’।

দুবাইয়ে বর্শা নিক্ষেপে স্বর্ণপদক জয়ের পর চৈতী

সম্পর্কিত নিবন্ধ