উয়েফা চ্যাম্পিয়নস লিগে খেলার স্বপ্নে বড়সড় ধাক্কা খেল চেলসি। আজ রোববার (১৩ এপ্রিল) রাতে স্ট্যামফোর্ড ব্রিজে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে তারা ২-২ গোলে নিচের সারির দল ইপসুইচ টাউনের সঙ্গে ড্র করেছে।

এই ড্রয়ে ৩২ ম্যাচ থেকে ৫৪ পয়েন্ট নিয়ে চেলসি এখন শীর্ষ পাঁচে থাকলেও তাদের পেছনেই রয়েছে নিউক্যাসল ইউনাইটেড। ৩০ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৫৩ পয়েন্ট।

এনজো মারেসকার শিষ্যরা ঘরের মাঠে টানা পাঁচটি ম্যাচ জিতলেও ইপসুইচের বিপক্ষে শুরুতেই বিপদে পড়ে যায়। প্রথমার্ধেই ২-০ গোলে পিছিয়ে পড়ে স্বাগতিকরা।

আরো পড়ুন:

শিরোপা জয়ের পথে লিভারপুল, সালাহর নতুন রেকর্ড

‘ডার ক্লাসিকেরে’ বায়ার্নকে রুখে দিয়েছে ডর্টমুন্ড

ইপসুইচের প্যারাগুয়ের স্ট্রাইকার জুলিও এনসিসো ১৯ মিনিটে বেন জনসনের ক্রস থেকে গোল করে দলকে এগিয়ে নেন। ১২ মিনিট পরেই এনসিসো নিজেই বল বাড়ান জনসনের জন্য, যিনি হেডে দ্বিতীয় গোলটি করেন। প্রথমার্ধ শেষে হতাশ চেলসি সমর্থকরা গ্যালারিতে দুয়োধ্বনি তোলে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই চেলসি ফিরে আসে অ্যাক্সেল টুয়ানজেবের আত্মঘাতী গোলের সুবাদে। এরপর ৭৯ মিনিটে বদলি খেলোয়াড় জ্যাদন সানচো দুর্দান্ত শটে গোল করে ম্যাচে সমতা ফেরান।

শেষ দিকে দু’দলই মরিয়া হয়ে চেষ্টা করে। তবে ইপসুইচ গোলরক্ষক অ্যালেক্স পামার দারুণ দক্ষতায় চেলসির চালোবা, এনজো ফার্নান্দেজ ও কোল পামারের নিশ্চিত গোল বাঁচিয়ে দেন এবং দলকে একটি পয়েন্ট উপহার দেন।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল

এছাড়াও পড়ুন:

অ্যাঞ্জেলিক এয়ার ফ্রেশনারের দুটি নতুন ভেরিয়েন্ট বাজারে

অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনারের নতুন দুটি ভেরিয়েন্ট বাজারে এনেছে এসসি জনসন প্রাইভেট লিমিটেড। সম্প্রতি ঢাকায় এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ওয়াইল্ড ল্যাভেন্ডার ও ফ্রেশ লেমন নামে নতুন দুটি ভেরিয়েন্টের বাজারজাত কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কোম্পানিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার বাংলাদেশের এয়ার ফ্রেশনার শ্রেণিতে শীর্ষস্থানীয় ব্র্যান্ড। কোম্পানিটি ভোক্তাদের চাহিদা অনুযায়ী উচ্চমানের সুগন্ধ সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন ভেরিয়েন্টের উদ্বোধনী অনুষ্ঠানে কোম্পানির প্রতিনিধিরা এসব ভেরিয়েন্টের বিশেষত্ব তুলে ধরেন। কোম্পানি জানিয়েছে, ওয়াইল্ড ল্যাভেন্ডার—ল্যাভেন্ডার, জেসমিন এবং ভ্যানিলা ফুলের মিশ্রণে তৈরি। আর ফ্রেশ লেমন—তাজা লেবু, গার্ডেনিয়া এবং মাস্ক ফুলের সুগন্ধে সমৃদ্ধ। দুই ভেরিয়েন্টই যেকোনো পরিবেশকে মুহূর্তেই সতেজ ও আনন্দময় করে তোলে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশে এসসি জনসনের অংশীদার এসিআই। অনুষ্ঠানে এসিআইয়ের শীর্ষ কর্মকর্তারা নতুন ভেরিয়েন্টগুলোর বাজার সম্ভাবনা নিয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। তাঁরা বলেন, ওয়াইল্ড ল্যাভেন্ডার এবং ফ্রেশ লেমনের পরিশীলিত ও আকর্ষণীয় সুগন্ধ ভোক্তাদের মন জয় করবে এবং দ্রুত বাজারে শক্ত অবস্থান তৈরি করবে।

অনুষ্ঠানে এসসি জনসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কান্ট্রি ম্যানেজার শাফায়েত ইউসুফ ও বিপণন বিভাগের প্রধান সুকুমার সরকার, এসিআই লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রধান ব্যবসায় কর্মকর্তা কামরুল হাসান, বিক্রয় বিভাগের প্রধান মোহাম্মদ আলীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সম্পর্কিত নিবন্ধ

  • অ্যাঞ্জেলিক এয়ার ফ্রেশনারের দুটি নতুন ভেরিয়েন্ট বাজারে