কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় মোহাম্মদ আলী (৭২) নামে একজন মসজিদের ইমাম নিহত হয়েছেন। সকালে ফজরের নামাজ শেষে পায়ে হেঁটে বাড়ি ফেরার পথে তিনি এই দুর্ঘটনার শিকার হন।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে কুষ্টিয়ার নওদাপাড়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আলী কুষ্টিয়া জেলার ইবি থানাধীন ফকিরাবাদ নওদাপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে এবং খেজুরতলা জামে মসজিদের ইমাম ছিলেন। 

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে ফজরের নামাজ শেষে পায়ে হেঁটে বাড়ি ফেরার পথে নওদাপাড়া মোড়ে পৌঁছালে চুয়াডাঙ্গাগামী পাথর বোঝাই ট্রাক (কুষ্টিয়া-ট-১১-২৬৩৯) ইমাম মোহাম্মদ আলীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয় জনতা ট্রাকসহ চালক রাজা মিয়া ও হেলপার মাসুদ রানাকে আটক করে পুলিশের নিকট সোপর্দ করে। 

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি মেহেদী হাসান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন। 

ঢাকা/কাঞ্চন/টিপু 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ৪  

বন্দরে একাধিক মামলার ওয়ারেন্টভূক্ত আসামীসহ  বিভিন্ন ওয়ারেন্টে ৪ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের  বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর)  দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে গত বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার ২২ নং ওয়ার্ডের লের্জাস ১নং গল্লী এলাকার মৃত আজিম মিয়ার ছেলে বন্দর থানা ও নারায়ণগঞ্জ সদর থানার একাধিক জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রুবেল (৩৪) একই থানার সোনাকান্দা মসজিদ এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী জনি (৩৫)|r

একই থানার রামনগর এলাকার মৃত সিদ্দিক মুন্সী ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত  আব্দুল কুদ্দুস (৫২) ও গকুলদাশেরবাগ এলাকার আনোয়ার মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ইব্রাহিম (৩০)। 
 

সম্পর্কিত নিবন্ধ