ভুয়া কোম্পানির নামে ঋণ নেওয়ায় সাবেক ভূমিমন্ত্রীর সাইফুজ্জামান চৌধুরী ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা
Published: 17th, April 2025 GMT
মিথ্যা তথ্য দিয়ে ভুয়া কোম্পানির নামে ২০ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই মামলায় সাইফুজ্জামানের স্ত্রী ইউসিবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমিলা জামানসহ মোট ২৩ জনকে আসামি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার এই মামলা করা হয়। রাজধানীর সেগুনবাগিচা এলাকায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন এক সংবাদ সম্মেলনে মামলার কথা জানান।
আরও পড়ুনসাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের শতকোটি টাকার শেয়ার অবরুদ্ধ ও ৯৫৭ বিঘা জমি জব্দের আদেশ০৯ মার্চ ২০২৫মামলার বিষয়ে আক্তার হোসেন বলেন, অস্তিত্বহীন ইম্পেরিয়াল ট্রেডিং, ক্ল্যাসিক ট্রেডিং ও মডেল ট্রেডিংয়ের নামে ২০ কোটি টাকা ঋণ নিয়ে তা আত্মসাৎ করেছেন আসামিরা।
দুদক জানায়, এই টাকা ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের কাছ থেকে আরামিট সিমেন্ট লিমিটেডের নেওয়া ঋণ পরিশোধে ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে।
এর আগে গত ৯ মার্চ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সাইফুজ্জামানের ১০২ কোটি টাকার শেয়ার ও ৯৫৭ বিঘা জমি জব্দ এবং ৩৯টি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধের আদেশ দেন আদালত।
আরও পড়ুনসাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের শতকোটি টাকার শেয়ার অবরুদ্ধ ও ৯৫৭ বিঘা জমি জব্দের আদেশ০৯ মার্চ ২০২৫আরও পড়ুনসাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান এখন লন্ডনে, আরও বিপুল সম্পত্তির খোঁজ২২ অক্টোবর ২০২৪.উৎস: Prothomalo
কীওয়ার্ড: স ব ক ভ ম মন ত র
এছাড়াও পড়ুন:
আমির হামজা লড়বেন বিএনপির যেই প্রার্থীর সঙ্গে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। এই আসনে জামায়াত মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা।
সোমবার (৩ নভেম্বর) ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আরো পড়ুন:
নিতাই রায় ও গয়েশ্বর রায়: বিএনপির আস্থায় দুই বেয়াই
ফুটবলার থেকে রাজনীতিক: বিএনপির মনোনয়ন পেলেন আমিনুল হক
জেলার অন্য আসনে ধানের শীষ পাওয়া প্রার্থীরা হলেন- কুষ্টিয়া-১ আসনে দৌলতপুর উপজেলা বিএনপি সভাপতি রেজা আহমেদ বাচ্চু মোল্লা, কুষ্টিয়া-২ আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী এবং কুষ্টিয়া-৪ আসনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ মেহেদী আহমেদ রুমী।
ঢাকা/কাঞ্চন/রাজীব