কন্যার ছবি প্রকাশ্যে আনলেন লোকেশ রাহুল, জানালেন নামও
Published: 18th, April 2025 GMT
মা–বাবা এবং ছোট্ট কন্যার একটি ছবি।
বাবা লোকেশ রাহুল সেই ছবিতে মেয়েকে কোলে নিয়ে আছেন, পাশে দাঁড়িয়ে মা আতিয়া শেঠি।
কন্যার মুখ দেখা যাচ্ছে না ছবিতে। সেটার দরকারও ছিল না। বাবা-মায়ের মুখে প্রকাশিত আবেগ আর ছবির ক্যাপশনেই যেন সবটা ফুটে উঠেছে: ‘আমাদের মেয়ে, আমাদের সবকিছু। ইভারাহ—ঈশ্বরের উপহার।’
প্রথমবারের মতো কন্যার ছবি প্রকাশের জন্য লোকেশ রাহুল যে দিনটা বেছে নিয়েছেন, সেটাও বিশেষ। ১৮ এপ্রিল, তাঁর নিজের জন্মদিন। নিজের সেই ৩৩তম জন্মদিনে ভারতের উইকেটকিপার-ব্যাটসম্যান জানালেন তাঁদের কন্যার নাম, যার জন্ম হয়েছিল গত ২৪ মার্চ।
আরও পড়ুননাহিদ রানার চেয়ে জোরে বল করে বোলিং মেশিন—উইলিয়ামসের খোঁচা১ ঘণ্টা আগেকন্যার জন্মের আগে আতিয়া-রাহুলের একটি মুহূর্ত.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কোন আসনে বিএনপির প্রার্থী কে, দেখে নিন
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। কোন আসনে বিএনপির মনোনয়ন কে পাচ্ছেন, তার তালিকা প্রকাশ করেছে দলটি। জাতীয় সংসদের আসন ৩০০টি। এর মধ্যে কিছু আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি আর কিছু আসন জোট শরিকদের জন্য রেখে দিয়েছে বিএনপি।
আজ সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি জানান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ফেনী–০১, বগুড়া–০৭ ও দিনাজপুর–০৩ আসন থেকে প্রার্থী হচ্ছেন। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবেন বগুড়া-৬ আসনে।
প্রার্থী ঘোষণার আগে দুপুর সাড়ে ১২টায় জরুরি বৈঠকে বসেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী চলা এই বৈঠকে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত এবং চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় নিয়ে বৈঠকে আলোচনা হয়।
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে ডিসেম্বরের শুরুর দিকে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।
বিএনপির প্রার্থীর তালিকা নিচে তুলে ধরা হলো–