টেকনাফে ইটভাটার পুকুরে ডুবে দুই রোহিঙ্গা শিশুর মৃত্যু
Published: 18th, April 2025 GMT
কক্সবাজারের টেকনাফে আশ্রয়শিবির–সংলগ্ন ইটভাটার পুকুরে ডুবে দুই রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে তিনটায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা ২৬ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবির এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত দুই শিশু হলো আশ্রয়শিবিরের আই ব্লকের বাসিন্দা আবদুল কাশেমের ছেলে নূর হাসিম (১০) ও একই আশ্রয়শিবিরের বাসিন্দা সালামের ছেলে মোহাম্মদ রাশেদ (৭)। প্রথম আলোকে তথ্যটি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ গিয়াস উদ্দিন।
আশ্রয়শিবিরের আই ব্লকের হেড মাঝি (নেতা) গুরা মিয়া বলেন, নূর হাসিম ও মো.
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার এর কার্যালয়ের ক্যাম্প-২৬ এবং নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প ইনচার্জ (যুগ্ম সচিব) মো. আবদুল হান্নান বলেন, রোহিঙ্গা আশ্রয়শিবিরের পার্শ্ববর্তী ইটভাটার পুকুরে গোসল করতে গেলে দুজন রোহিঙ্গা শিশু পানিতে ডুবে যায়। একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হলেও অপরজনকে হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ইটভ ট র প ক র
এছাড়াও পড়ুন:
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে এখনো শাহবাগে অবরোধকারীরা
জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ বাস্তবায়ন এবং স্থায়ী বিধানে যুক্ত করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে আজ শুক্রবারও অবস্থান কর্মসূচি পালন করছেন ‘জুলাই যোদ্ধারা’। গতকালের মতো আজকেও শাহবাগে যান চলাচল বন্ধ রয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের (আহত) ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। অবরোধকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ‘জুলাই যোদ্ধা সংসদ’ নামে একটি প্ল্যাটফর্মের উদ্যোগে এ কর্মসূচি নেওয়া হয়।
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শাহবাগ মোড়ে গতকাল বৃহস্পতিবার থেকে অবরোধকারীরা অবস্থান করছেন