প্রত্যাহারের আদেশের পর কাদের তরমুজ খেতে বললেন ঠাকুরগাঁও সদর থানার ওসি
Published: 20th, April 2025 GMT
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমানকে প্রশাসনিক কারণ দেখিয়ে তাৎক্ষণিক প্রত্যাহার (স্ট্যান্ড রিলিজ) করা হয়েছে। গত শুক্রবার পুলিশের রংপুর রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আমিনুল ইসলাম স্বাক্ষরিত আদেশে তাঁকে রংপুরের রিজার্ভ ফোর্সে সংযুক্ত করে গতকাল শনিবার কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
বদলির আদেশের পর আজ রোববার সকালে ওসি শহিদুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডি থেকে একটি পোস্ট করেন। পোস্টে তিনি লেখেন, ‘মিথ্যা গল্প সাজিয়ে লাভ নেই, উপকার আমারই হবে। প্রতিটি গল্পই এক একটা সাক্ষী। বুজলে বুজ, না বুজলে খেয়ে নে তরমুজ।’ তাঁর ওই পোস্ট ঘিরে ঠাকুরগাঁওয়ে নানা আলোচনা–সমালোচনা চলছে।
সদর থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের ১১ নভেম্বর সদর থানার ওসি হিসেবে যোগ দেন শহিদুর রহমান। এর কয়েক দিন পর বিভিন্ন বিষয়ে সংবাদ প্রকাশের জেরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়। ২ এপ্রিল ঠাকুরগাঁও শহরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে তাঁর বাসভবনে মতবিনিময়ের সময় কয়েকজন সাংবাদিক ওসির বিরুদ্ধে নানা অভিযোগ করেন। তখন বিএনপির মহাসচিব অভিযোগ খতিয়ে দেখতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলার আশ্বাস দিয়েছিলেন। এরপর গতকাল রাতে ওসি শহিদুর রহমানকে প্রশাসনিক কারণ দেখিয়ে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়।
ওসি শহিদুর রহমানের বিরুদ্ধে অভিযোগ নিয়ে ফেসবুকে সরব ছিলেন সাংবাদিক জিয়াউর রহমান। তিনি বলেন, ওসি শহিদুর মামলা–বাণিজ্যসহ নানা অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন। এ নিয়ে তাঁরা গণমাধ্যমে প্রতিবেদনও করেছেন। এরপরও ব্যবস্থা না নেওয়ায় তাঁরা বিষয়টি বিএনপির মহাসচিবের কাছে উপস্থাপন করেন। এসব করে তাঁরা তাঁর (শহিদুর) উপকার করেছেন, তিনি হয়তো ফেসবুকে পোস্ট দিয়ে সেটি বোঝাতে চেয়েছেন। বদলির পর এখন তিনি (শহিদুর) তাঁদের তরমুজ খেয়ে শান্ত থাকতে বলেছেন।
এ বিষয়ে ওসি শহিদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমার বদলির পর ফেসবুকে কেউ কেউ না বুঝেই নানা কিছু লিখছেন। তাঁদের জন্যই ওই কথাগুলো লিখেছি।’
জানতে চাইলে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমি ফেসবুক খুব একটা দেখি না। তাই ওসির পোস্ট নজরে আসেনি। তিনি তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে কী লিখলেন, সেটা তাঁর নিজস্ব বিষয়।’
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: সদর থ ন ঠ ক রগ ফ সব ক
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫