Samakal:
2025-12-06@04:58:49 GMT

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

Published: 21st, April 2025 GMT

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরে টঙ্গীতে সিজান (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। রোববার রাত ৮টার দিকে টঙ্গীর রেলওয়ে কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। সিজান কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার পাড়া গ্রামের স্বপন মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, সিজান টঙ্গীর রেলওয়ে কলোনি এলাকার একটি পুরাতন মালপত্র বেচাকেনার দোকানে কাজ করতেন। রোববার রাতে রেলওয়ে কলোনি এলাকার একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। কিছুক্ষণ পর স্থানীয় রাহুল ও ইমন নামে দুই যুবক চায়ের দোকানে আসে। এ সময় সিজানকে তারা ডেকে বাইরে নিয়ে ধারালো চাপাতি দিয়ে বুকের বাঁ পাশে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহ্সান উল্লাহ্ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। হাসপাতালে সিজানের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। পরে পরিবারের সদস্যরা রাজধানীর উত্তরায় আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। সিজানের স্ত্রী আফসানা বলেন, ‘আমার স্বামী একটি দোকানে কাজের পাশাপাশি টঙ্গী পূর্ব থানা পুলিশের সোর্স (তথ্যদাতা) হিসেবে কাজ করতেন। আমি খবর পেয়ে হাসপাতালে যাই। পরে রাত পৌনে ১০টার দিকে তাঁর মৃত্যু হয়। আমি মামলা করব।’

টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, সিজান পুলিশের সোর্স ছিলেন কিনা সেটি আমার জানা নেই। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ক প য় হত য

এছাড়াও পড়ুন:

এসেছে পরিযায়ী পাতিসরালি

২ / ৭উড়াল দিয়েছে একঝাঁক পাতিসরালি

সম্পর্কিত নিবন্ধ