প্রথম আলো :

দীর্ঘ সময় একটা সিনেমা নিয়েই থাকা ক্যারিয়ারের জন্য ঝুঁকিপূর্ণ মনে হয়েছে কি না?

সিয়াম আহমেদ: এগুলো তো আসলে পার্ট অ্যান্ড পার্সেল সিনেমা মেকিংয়ে। অনেক সিনেমা মনে হয় সাড়া ফেলবে, পরে দেখা যায় সেটা কাজ করেনি। হয়তো দর্শকদের সেভাবে ভালো লাগে না। এই সিনেমার ক্ষেত্রে সেটা মাথায় আসেনি। এ ক্ষেত্রে হুমায়ূন আহমেদের গল্পের মতো, গল্প শেষ হলেও একটা রেশ থেকে যায়, ইমোশনালি কানেক্ট করে, তেমন উপাদান ছিল গল্পে। আমার কাছে মনে হয়েছিল, ভালোভাবে চরিত্রটি তুলে ধরতে পারলে দর্শক এটি গ্রহণ করবে। তা ছাড়া ক্যারিয়ারে সব সিনেমাই ব্যবসা করতে হবে, এমনটা আশা করি না। আমি যে বিশ্বাস থেকে সিনেমা করি, মাঝেমধ্যে সেটা কাজে লাগে, মাঝে আবার বিশ্বাসের অন্য রূপ দেখি। দিন শেষে দর্শকেরা সঠিক সিদ্ধান্ত নেন।

প্রথম আলো :

সিনেমাটি দেখে অনেকেই বলছেন, এটা আপনার ক্যারিয়ারের সেরা সিনেমা। আপনার কাছে কী মনে হয়?

সিয়াম আহমেদ: আমি তাঁদের পছন্দমতো পারফর্ম করতে পেরেছি, চরিত্রটি তাঁদের ভালো লাগায় আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখন আমি আগের সিয়ামকে ছাড়িয়ে যেতে পারছি কি না, সেটা তো দর্শক, সমালোচক, পরিচালকেরা বলবেন। এখানে আমি কী বলব, আপনারা বলেন।

সহশিল্পী বুবলীর সঙ্গে সিয়াম.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ইরান পারমাণবিক স্থাপনাগুলো আরো শক্তিশালী করে পুনর্নির্মাণ করবে

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, তেহরান তার পারমাণবিক স্থাপনাগুলোকে ‘আরো শক্তিশালী করে’ পুনর্নির্মাণ করবে। রবিবার সরকারি সংবাদমাধ্যমকে তিনি এ তথ্য জানিয়েছেন।

ইরানের প্রেসিডেন্ট জানিয়েছেন, তার দেশ পারমাণবিক অস্ত্রের সন্ধান করছে না।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেছিলেন, জুন মাসে মার্কিন যুক্তরাষ্ট্র যে স্থাপনাগুলোতে বোমা হামলা চালিয়েছিল সেগুলো পুনরায় চালু করার চেষ্টা করলে তেহরান ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে নতুন করে হামলার নির্দেশ দেবেন।

ইরানের প্রেসিডেন্ট রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন, “ভবন ও কারখানা ধ্বংস আমাদের জন্য কোনো সমস্যা তৈরি করবে না, আমরা আরো শক্তির সাথে পুনর্নির্মাণ করব।”

জুনে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছিল। ওই সময় ওয়াশিংটন বলেছিল, স্থাপনাগুলো পারমাণবিক অস্ত্র তৈরির লক্ষ্যেএকটি কর্মসূচির অংশ ছিল। তবে তেহরান জানিয়েছিল, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে বেসামরিক উদ্দেশ্যে।

ইরানের পারমাণবিক কার্যক্রমের প্রসঙ্গে পেজেশকিয়ান বলেছেন, “এগুলো জনগণের সমস্যা সমাধানের জন্য, রোগের জন্য, জনগণের স্বাস্থ্যের জন্য।”

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ