এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি সরকার পরিচালনার দায়িত্ব পাবে। তাই দলটির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন (টুকু)। তিনি বলেন, বিএনপির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। যারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তারা ফ্যাসিবাদীদের দোসর।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে গাইবান্ধা জেলা স্টেডিয়াম মিলনায়তনে বিএনপির ৩১ দফা প্রশিক্ষণবিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন সুলতান সালাউদ্দিন। দিনব্যাপী এ কর্মশালা বিকেল পাঁচটা পর্যন্ত চলবে। এতে জেলা বিএনপির ১১টি অঙ্গসহযোগী সংগঠনের ১১টি ইউনিটের নেতা-কর্মীরা অংশ নেন।

একটি রাজনৈতিক দলকে ইঙ্গিত করে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক বলেন, নতুন যে দল গঠন করা হয়েছে, সেটি ইতিমধ্যে লুটপাটের দল হিসেবে পরিচিত পেয়েছে। জনগণের আস্থা অর্জন সহজ কাজ নয়। আর অন্তর্বর্তী সরকার যাতে বেশি দিন থাকতে পারে, সে চেষ্টাও করছে দলটি।

বিএনপির ওই কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি মইনুল হাসান। ৩১ দফার ওপর প্রশিক্ষণ প্রদান করেন দলটির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আলমগীর। ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা—সাংবিধানিক ও প্রশাসনিক সংস্কার’ বিষয়ে আলোচনায় অংশ নেন বিএনপির আন্তর্জাতিক–বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা, গণশিক্ষাবিষয়ক সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য মোর্শেদ হাসান খান, সহসাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফজলুর রহমান, নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারজানা শারমিন প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় নির্বাহী কমিটি ও কেন্দ্রীয় প্রশিক্ষণ কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারী।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব এনপ র

এছাড়াও পড়ুন:

একটি মহল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে: ডা. জাহিদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, “একটি মহল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। তারা বলে আগে নাকি গণভোট হতে হবে। দেশের মানুষ ১৭ বছর ভোট দিতে পারেনি, এখন তারা ভোট দিতে উদগ্রীব হয়ে আছে। বাংলাদেশের জনগণ আজ ঐক্যবদ্ধ, তারা আর কোনো ষড়যন্ত্রের কাছে মাথা নত করবে না।”

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় দিনাজপুরের বিরামপুর উপজেলার মুকুন্দপুর মাদরাসা মাঠে মুকুন্দপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত মিলন মেলায় এসব কথা বলেন তিনি।

আরো পড়ুন:

গণভোট নিয়ে ‘ক্রসরোডে’ সরকার

বিএনপির জুলাই সনদে ‘না’ বলার সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

ডা. জাহিদ বলেন, “বিএনপি সমঅধিকারে বিশ্বাস করে। বিএনপি মনে করে, ধনি-গরিব, মুসলমান-হিন্দু-বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষের উন্নতি হলেই বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে, আধুনিক বাংলাদেশ হবে।”

তিনি বলেন, “যারা দেশটাকে লুটেপুটে খেয়েছে তারা এখন পালিয়ে বেড়াচ্ছে। বিএনপি কখনো পালায়নি। পালিয়ে যাওয়ার ইতিহাস বিএনপির নেই। বিএনপি হলো জনগণের পাশে থাকার দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ইতিহাস, বেগম খালেদা জিয়ার ইতিহাস হলো সুখে-দুঃখে জনগণের পাশে থাকার ইতিহাস।”

মুকুন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাকিম মন্ডলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা, উপজেলা বিএনপির সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, উপজেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট মিঞা শিরন আলম।

ঢাকা/মোসলেম/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন: দুলু
  • অদৃশ্য শক্তি ও ফ্যাসিষ্টরা নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত খোরশেদ
  • নির্বাচন বাতিলের সব ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান সিপিবির
  • বিদেশ যেতে কেন বাধা দেওয়া হল, প্রশ্ন মিলনের
  • একটি মহল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে: ডা. জাহিদ