দেশে রেমিট্যান্সপ্রবাহ সহজতর করতে অস্ট্রেলিয়ান ফিনটেক কোম্পানি কুইকসেন্ডের সঙ্গে রেমিট্যান্স চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। এই চুক্তির ফলে ব্র্যাক ব্যাংকের সঙ্গে প্রবাসী বাংলাদেশিরা এখন আরও সুবিধাজনক অ্যাপভিত্তিক রেমিট্যান্স–সেবা উপভোগ করতে পারবেন।

নতুন এই মানি ট্রান্সফার স্টার্টআপ প্রতিষ্ঠান টেকওয়েস্ট প্রোপ্রাইটারি লিমিটেড (যারা কুইকসেন্ড নামে ট্রেডিং করে) বিশ্বব্যাপী দ্রুত, নির্ভরযোগ্য এবং সাশ্রয়ী মানি ট্রান্সফার–সেবা দিয়ে থাকে। অস্ট্রেলিয়ান ট্রানজেকশন রিপোর্টস অ্যান্ড অ্যানালাইসিস সেন্টার (অস্ট্রাক) নিয়ন্ত্রিত এই কোম্পানি প্রবাসী বাংলাদেশি গ্রাহকদের দেশে প্রিয়জনদের কাছে টাকা পাঠানোর ক্ষেত্রে নিরাপদ এবং ইউজার-ফ্রেন্ডলি প্ল্যাটফর্মের সুবিধা দেবে।

নিরবচ্ছিন্ন এপিআই ইন্টিগ্রেশনের ফলে কুইকসেন্ড থেকে ব্র্যাক ব্যাংকে পাঠানো রেমিট্যান্স সম্পূর্ণ স্বয়ংক্রিয়, রিয়েল-টাইম এবং সুরক্ষিত ও নিরাপদ। এই চুক্তির ফলে অস্ট্রেলিয়ায় বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের জন্য তাঁদের কষ্টার্জিত রেমিট্যান্স দেশে ব্র্যাক ব্যাংক অ্যাকাউন্টহোল্ডারদের কাছে পাঠানো এখন আরও সহজ ও সুবিধাজনক হলো।

বাংলাদেশে রেমিট্যান্সপ্রবাহ সহজতর করার লক্ষ্যে ব্র্যাক ব্যাংক বিশ্বব্যাপী রেমিট্যান্স হাউসগুলোর সঙ্গে অংশীদারত্ব অব্যাহত রেখেছে। চুক্তিটি রেমিট্যান্স আহরণে ব্র্যাক ব্যাংকের দীর্ঘমেয়াদি কৌশলগত পরিকল্পনার প্রতিফলন।

রোববার (২০ এপ্রিল) ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ট্রেজারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন মো.

শাহীন ইকবাল সিএফএ এবং কুইকসেন্ডের ফাউন্ডার অ্যান্ড সিইও মো. আবু সুফিয়ান এই চুক্তিতে স্বাক্ষর করেন।

এই রেমিট্যান্স চুক্তি সম্পর্কে মো. শাহীন ইকবাল বলেন, ‘আমাদের প্রবাসী বাংলাদেশিদের সম্পূর্ণ ডিজিটাল রেমিট্যান্স সেবা প্রদান করার লক্ষ্যে অস্ট্রেলিয়ান ফিনটেক কোম্পানি কুইকসেন্ডের সঙ্গে চুক্তি করতে পেরে আমরা আনন্দিত। রেমিট্যান্স–সেবা আরও সাশ্রয়ী, দ্রুত, সুবিধাজনক এবং নিরাপদ করার মাধ্যমে আমরা সুবিধাভোগী পরিবারদের উপভোগ্য রেমিট্যান্স-সেবা উপহার দিতে বদ্ধপরিকর। গ্রাহকদের আরও ভালো ব্যাংকিং সেবা দেওয়া এবং দেশে রেমিট্যান্সপ্রবাহ বাড়াতে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

ব্র্যাক ব্যাংকের ডিজিটাল চ্যানেলের পাশাপাশি রেমিট্যান্স সুবিধাভোগীরা ব্যাংকটির ১৮৯টি শাখা, ৭৪টি উপশাখা এবং ১ হাজার ১২৩টি এজেন্ট ব্যাংকিং আউটলেট থেকেও রেমিট্যান্স–সেবা গ্রহণ করতে পারবেন।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প রব স

এছাড়াও পড়ুন:

শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।

ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্‌যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।

৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।

ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট

সম্পর্কিত নিবন্ধ