খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ময়ূরখীল এলাকা থেকে মোবাইল নেটওয়ার্ক কোম্পানি রবির দুই টেকনিশিয়ান অপহরণের তিন দিন পার হলেও এখনো তাদের সন্ধান মেলেনি।

শনিবার দুপুরে ময়ূরখীল এলাকায় বিকল টাওয়ার মেরামত করতে গিয়ে অপহৃত হন মো. ইসমাইল হোসেন (৩৫) ও আব্রে মারমা (২৫)। তারা দুজনই রবি নেটওয়ার্কের মেরামতকারী টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।

মাঠকর্মী মংথুই মারমা জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে টাওয়ার মেরামতের কাজে তারা দু’জন উপস্থিত হন। কিছু সময় পর পার্শ্ববর্তী গচ্ছাবিল এলাকায় গেলে ফিরে এসে আর তাদের খুঁজে পাননি। মোবাইল ফোনেও তাদের সাথে যোগাযোগ সম্ভব হয়নি।

পরবর্তীতে রোববার দুপুরে মানিকছড়ি থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন মাঠকর্মী মংথুই মারমা।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, ঘটনার পরপরই আমরা তৎপর হয়েছি। অপহৃতদের উদ্ধারে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চলছে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের দাবি, দ্রুত অপহৃতদের সন্ধান নিশ্চিত করে তাদের নিরাপদে উদ্ধার করতে হবে। তবে এখনো অপহরণকারীদের পরিচয় বা উদ্দেশ্য সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: রব ম ন কছড় অপহ ত

এছাড়াও পড়ুন:

বাঁশখালীতে পরিত্যক্ত ভবনে মিলল যুবকের লাশ

চট্টগ্রামের বাঁশখালীতে একটি পরিত্যক্ত ভবন থেকে মো. মামুন নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত নয়টার দিকে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মো. মামুন উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত বাদশা মিয়ার ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, পরিত্যক্ত ভবনে লাশটি দেখে স্থানীয় বাসিন্দারা থানায় অবহিত করেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত যুবকের শরীরে আঘাতের একাধিক ফোলা চিহ্ন রয়েছে। তবে তা কীসের আঘাত সেটি নিশ্চিত হওয়া যায়নি।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে ওই যুবকের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত নিবন্ধ