নরসিংদীতে পল্লী বিদ্যুতের চুরি হওয়া তার স্থানীয় এক যুবদল নেতার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের বদরপুর গ্রামের ইমান হোসেনের বাড়ি থেকে চুরি হওয়া ১০৫ মিটার তার উদ্ধার করা হয়।

ইমান হোসেন হাজীপুর ইউনিয়ন যুবদলের সদস্যসচিব ও একই ইউনিয়ন পরিষদের সদস্য। নরসিংদী পল্লী বিদ্যুৎ-২ এর এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর মো.

রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানায়, বুধবার রাতে বদরপুর এলাকায় বৈদ্যুতিক সঞ্চালন লাইন থেকে ১০৫ মিটার ৩৩ কেভি সঞ্চালন লাইনের তার চুরি হয়। এগুলো সংযোগবিহীন অবস্থায় বর্ধিত সঞ্চালন লাইনে ছিল। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে নরসিংদী পল্লী বিদ্যুৎ-২ এর এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর মো. রফিকুল ইসলাম যুবদল নেতা ইমরান হোসেনের বাড়িতে অভিযান চালান এবং তারগুলো উদ্ধার করেন। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ হাজার টাকা। অভিযানকালে পুলিশ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পল্লী বিদ্যুতের অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে যুবদল নেতা মো. ইমান হোসেনের মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

নরসিংদী পল্লী বিদ্যুৎ-২ এর কো-অর্ডিনেটর মো. রফিকুল ইসলাম বলেন, ‘‘এ ঘটনায় ঊর্ধ্বতনদের সঙ্গে পরামর্শ করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’’

ঢাকা/হৃদয়/রাজীব

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর য বদল ন ত

এছাড়াও পড়ুন:

শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না ওয়াইম্যাক্স ইলেকট্রোডস

পুঁজিবাজারে ওয়াইম্যাক্স ইলেকট্রোডস লিমিটেডের পরিচালনার পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে।

২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

বুধবার (৫ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে মঙ্গলবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ সভায় সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নিয়েছে।

তথ্য মতে, লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সম্মতি অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর হাইব্রড সিস্টেমে অনুষ্ঠিত হবে। আর এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ ডিসেম্বর।

২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.০৩ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৭৮ টাকা।

এদিকে কোম্পানিটির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে (৪৩.৪৪) টাকা হয়েছে। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল (১৪.৫০) টাকা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩.২৭ টাকায়।

এই করপোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে এদিন কোম্পানিটির শেয়ারের লেনদেনের কোনো মূল্য সীমা থাকবে না।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ