নরসিংদীতে পল্লী বিদ্যুতের চুরি হওয়া তার স্থানীয় এক যুবদল নেতার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের বদরপুর গ্রামের ইমান হোসেনের বাড়ি থেকে চুরি হওয়া ১০৫ মিটার তার উদ্ধার করা হয়।

ইমান হোসেন হাজীপুর ইউনিয়ন যুবদলের সদস্যসচিব ও একই ইউনিয়ন পরিষদের সদস্য। নরসিংদী পল্লী বিদ্যুৎ-২ এর এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর মো.

রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানায়, বুধবার রাতে বদরপুর এলাকায় বৈদ্যুতিক সঞ্চালন লাইন থেকে ১০৫ মিটার ৩৩ কেভি সঞ্চালন লাইনের তার চুরি হয়। এগুলো সংযোগবিহীন অবস্থায় বর্ধিত সঞ্চালন লাইনে ছিল। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে নরসিংদী পল্লী বিদ্যুৎ-২ এর এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর মো. রফিকুল ইসলাম যুবদল নেতা ইমরান হোসেনের বাড়িতে অভিযান চালান এবং তারগুলো উদ্ধার করেন। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ হাজার টাকা। অভিযানকালে পুলিশ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পল্লী বিদ্যুতের অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে যুবদল নেতা মো. ইমান হোসেনের মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

নরসিংদী পল্লী বিদ্যুৎ-২ এর কো-অর্ডিনেটর মো. রফিকুল ইসলাম বলেন, ‘‘এ ঘটনায় ঊর্ধ্বতনদের সঙ্গে পরামর্শ করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’’

ঢাকা/হৃদয়/রাজীব

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর য বদল ন ত

এছাড়াও পড়ুন:

মুসলমান বলেই রোহিঙ্গারা ভয়াবহ পরিস্থিতির শিকার

রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা বর্তমান সময়ে অন্যতম করুণ মানবিক সংকট বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, শুধু মুসলমান হওয়ার কারণেই রোহিঙ্গারা এই ভয়াবহ পরিস্থিতির শিকার।

গতকাল সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তুরস্কের একটি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের সময় এ কথা বলেন প্রধান উপদেষ্টা। পাঁচ সদস্যের ওই প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন তুরস্ক-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি ও তুর্কি পার্লামেন্ট সদস্য মেহমেত আকিফ ইয়িলমাজ।

সাক্ষাতে দুই পক্ষ বাণিজ্য, বিনিয়োগ ও মানবিক সহায়তার ক্ষেত্রগুলোতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করে। এ সময় মেহমেত আকিফ ইয়িলমাজ বলেন, তুরস্ক ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান দৃঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর আলোকপাত করেন তিনি।

ইয়িলমাজ বলেন, তাঁদের প্রতিনিধিদল রোববার কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছে এবং তুর্কি বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা, বিশেষ করে তুর্কি ফিল্ড হাসপাতালের মানবিক কার্যক্রম সম্পর্কে অবহিত হয়েছে। এ সময় রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতি তুরস্কের অবিচল সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। তুর্কি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি।

অধ্যাপক ইউনূস বলেন, ‘রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা আমাদের সময়ের অন্যতম করুণ মানবিক সংকট। তারা শুধু মুসলমান বলেই এই ভয়াবহ পরিস্থিতির শিকার এবং তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আট বছর ধরে আশ্রয়শিবিরে থাকায় রোহিঙ্গা শিশুদের শিক্ষা ও ভবিষ্যৎ সুযোগ একেবারেই সীমিত হয়ে পড়েছে। এই অবস্থা হতাশা ও অস্থিতিশীলতার জন্ম দিতে পারে।’

সম্পর্কিত নিবন্ধ