এবার ঢাকা-ভোলা পাইপলাইন নিয়ে দৌড়ঝাঁপ গ্যাজপ্রমের
Published: 26th, April 2025 GMT
ভোলার উদ্বৃত্ত গ্যাস পাইপলাইনে ঢাকা পর্যন্ত আনার প্রকল্প নিয়ে আগ্রহী রাশিয়ার কোম্পানি গ্যাজপ্রম। এ ব্যাপারে তারা সরকারের বিভিন্ন দপ্তরে নিয়মিত যোগাযোগ করছে। তবে আওয়ামী লীগ সরকারের সময় দুর্নীতিবাজ মহলের সহযোগিতায় বেশি দামে গ্যাসকূপ খননের কাজ নেওয়ার অভিযোগ রয়েছে গ্যাজপ্রমের বিরুদ্ধে।
গ্যাস সংকট মেটাতে বাংলাদেশের সম্ভাবনাময় উৎস ভোলা। এই দ্বীপে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ৫ ট্রিলিয়ন ঘনফুটের (টিসিএফ) বেশি। বর্তমানে দিনে ২০ কোটি ঘনফুট গ্যাস উত্তোলন সক্ষমতা রয়েছে। স্থানীয় চাহিদা কম হওয়ায় এবং সরবরাহ সুবিধা না থাকায় এর মধ্যে ১২ কোটি ঘনফুট অব্যবহৃত থাকছে। সিএনজি আকারে সীমিত পরিসরে গ্যাস ঢাকায় আনা হচ্ছে। কিন্তু তা চাহিদার তুলনায় অপ্রতুল। তাই উদ্বৃত্ত গ্যাস পাইপলাইনে ঢাকা পর্যন্ত আনার পরিকল্পনা নিয়েছে সরকার। প্রকল্পের প্রাথমিক খরচ ধরা হয়েছে ২ হাজার ৬০০ কোটি টাকা।
ভোলার গ্যাস পাইপলাইনে মূল ভূখণ্ডে আনার বিষয়টি কয়েক বছর ধরেই আলোচিত হচ্ছে। পাশাপাশি এলএনজি আকারেও আনার পরিকল্পনা নেওয়া হয়, তবে তা ব্যয়বহুল হওয়ায় পাইপলাইন করার সিদ্ধান্ত হয়েছে। পাইপলাইনের রুট আংশিক পরিবর্তন সাপেক্ষে নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। ভোলা-বরিশাল-খুলনা পাইপলাইনের ভোলা-বরিশাল অংশ অপরিবর্তিত রেখে ভোলা-বরিশাল-ঢাকা (আমিনবাজার) লাইন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পেট্রোবাংলা জানিয়েছে, ভোলা-বরিশাল পাইপলাইনের সম্ভাব্যতা যাচাই শেষ হয়েছে। এখন বরিশাল-ঢাকা লাইনের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য পরামর্শক নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন।
সূত্র জানিয়েছে, গ্যাজপ্রম প্রতিনিধিরা পেট্রোবাংলা, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি (জিটিসিএল) ও জ্বালানি বিভাগে নিয়মিত যোগাযোগ করছেন। গ্যাজপ্রমের প্রকৌশলী ভোলা-ঢাকা-বরিশাল রুট ঘুরে দেখেছেন। জ্বালানি খাতের বিশেষ আইন বাতিল হওয়ায় জিটুজি ভিত্তিতে কাজটি পেতে অন্তর্বর্তী সরকারের নানা পর্যায়ে গ্যাজপ্রম যোগাযোগ শুরু করেছে বলে জানা গেছে।
জানতে চাইলে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সমকালকে বলেন, দেশের জ্বালানি ঘাটতি মেটাতে সরকার নানা পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। ভোলায় উদ্বৃত্ত গ্যাস মূল ভূমিতে কীভাবে আনা যায়, তা নিয়ে কাজ হচ্ছে। এলএনজি করে আনার কথা ভাবা হয়েছে।
তবে পাইপলাইন বেশি উপযুক্ত হবে বলে মনে হচ্ছে। আগে প্রকল্প প্রস্তাব চূড়ান্ত করা হবে। এর পর ঠিকাদার নিয়োগের বিষয়টি আসবে।
অবশ্যই সরকার প্রতিযোগিতার মাধ্যমে কাজ দেবে।
আলোচিত গ্যাজপ্রম
বিশ্বের জ্বালানি খাতে গ্যাজপ্রমের অনেক অভিজ্ঞতা থাকলেও এ কোম্পানি বাংলাদেশে তৃতীয় পক্ষের মাধ্যমে কাজ করে। এতে মানসম্মত কাজ হয় না বলে বিভিন্ন সময় বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে। এ ছাড়া গ্যাজপ্রমের কূপ খননের খরচও বেশি। বাপেক্সের কর্মকর্তারা জানান, তাদের একটি কূপ খনন করতে সর্বোচ্চ খরচ হয় ৮০ কোটি টাকা। অন্যদিকে, গ্যাজপ্রমকে দিয়ে খনন করতে খরচ হয় ১৫০ থেকে ১৮০ কোটি টাকা। ২০২০ সালে তিনটি কূপ খননের জন্য গ্যাজপ্রমকে দিতে হয়েছে ৫৪০ কোটি টাকা। এর আগে ২০১২ থেকে ২০২০ সাল পর্যন্ত ১৭টি কূপ খনন করে কোম্পানিটি। তখনও বাপেক্সের চেয়ে দুই থেকে আড়াই গুণ বেশি খরচ করতে হয়েছে পেট্রোবাংলাকে।
গ্যাজপ্রমকে কাজ দিতে তৎকালীন আওয়ামী লীগ সরকারের একজন উপদেষ্টাসহ একাধিক মন্ত্রী ও নেতা প্রভাব বিস্তার করতেন। তাদের তৎপরতায় গ্যাজপ্রম প্রথমে ২০১২ সালে দেশের ১০টি গ্যাসকূপ খননের ঠিকাদারি নেয়। এ বিষয়ে পেট্রোবাংলার ২০১৬ সালের এক প্রতিবেদনে বলা হয়, প্রথম দফায় খনন করা তিতাস-২০, তিতাস-২১, সেমুতাং-৬, বেগমগঞ্জ-৩ ও শাহবাজপুর-৪– এই পাঁচ গ্যাসকূপ উত্তোলন শুরুর অল্পদিন পরই বালু ও পানি উঠে বন্ধ হয়ে যায়। পরে বাপেক্স নিজেই সেগুলো সংস্কার করে গ্যাস উত্তোলন করে।
ভোলার সম্ভাবনা
ভোলার গ্যাসক্ষেত্র বেঙ্গল বেসিনভুক্ত। সেখানে যে ভূকাঠামোয় গ্যাস পাওয়া গেছে, তার ভূতাত্ত্বিক নাম ‘স্টেটিগ্রাফিক স্ট্রাকচার’। দেশের অন্য সব গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়েছে সুরমা বেসিনে। এই বেসিনের ভূতাত্ত্বিক নাম ‘অ্যান্টি ক্লেইন স্ট্রাকচার’। ১৯৯৫ সালে বাপেক্স ভোলার শাহবাজপুরে প্রথম গ্যাসের সন্ধান পায়। ২০০৯ সালের ১১ মে শাহবাজপুর ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন শুরু করে বাপেক্স। শাহবাজপুর ও ভোলা– এ দুই গ্যাসক্ষেত্রে মজুত রয়েছে ২ দশমিক ০৪ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস। স্থানীয় চাহিদা ৭ থেকে ৮ কোটি ঘনফুট গ্যাস। দৈনিক উৎপাদন সক্ষমতা ২০ কোটি ঘনফুট হওয়ায় প্রায় ১২ কোটি ঘনফুট গ্যাস অব্যবহৃত থাকে। সম্প্রতি ভোলায় গ্যাসের নতুন মজুত পাওয়া গেছে। দ্বীপের শাহবাজপুর থেকে ইলিশা পর্যন্ত ৬০০ বর্গকিলোমিটারে ত্রিমাত্রিক (থ্রিডি) সিসমিক জরিপ চালানো হয়। এতে ২ দশমিক ৪২৩ টিসিএফ উত্তোলনযোগ্য গ্যাসের মজুত আবিষ্কৃত হয়েছে। চরফ্যাসনে দ্বিমাত্রিক (টুডি) সিসমিক সার্ভে করে ২ দশমিক ৬৮৬ টিসিএফ গ্যাসের মজুত পাওয়া গেছে।
এ বিষয়ে জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক বদরুল ইমাম সমকালকে বলেন, ভোলা বাংলাদেশের অন্যতম সম্ভাবনাময় গ্যাসক্ষেত্র। সঠিক অনুসন্ধান চালালে আরও মজুতের সন্ধান পাওয়া যেতে পারে।
.
উৎস: Samakal
কীওয়ার্ড: ঘনফ ট গ য স ক প খনন র সরক র র ল ইন র বর শ ল হওয় য়
এছাড়াও পড়ুন:
৪৪তম বিসিএসের ৪০০ রিপিট ক্যাডার বাদ দিচ্ছে সরকার, নতুন সিদ্ধান্ত আসছে
৪৪তম বিসিএসে পুনরাবৃত্তি হওয়া ৪০০ ক্যাডারকে বাদ দেওয়া হচ্ছে। তারা ৪৩তম বিসিএসে বা আগের বিসিএসে যে ক্যাডারে আছেন ৪৪তম বিসিএসেও একই ক্যাডার পেয়েছিলেন। এই ৪০০ ক্যাডারকে নিয়ে সিদ্ধান্ত দ্রুতই হবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন উচ্চ পর্যায়ের কর্মকর্তা।
প্রথম আলোকে ওই কর্মকর্তা আজ বৃহস্পতিবার বলেন, ৪০০ ক্যাডারকে নিয়ে পিএসসির কিছু সুপারিশ আমরা পেয়েছি। এগুলো বাদ দিতে সরকার কাজ করছে। বাদ দিলে কি করা হবে তা নিয়েও কাজ করছে সরকার। এখন পিএসসিকে এ বিষয় নিয়ে একটি মতামত দিতে বলা হয়েছে। পেলেই তা পর্যালোচনা করে এ বিষয়ে প্রজ্জাপন দেওয়া হবে। এটি যাতে স্থায়ীভাবে বন্ধ হয় সেজন্য আমরা কাজ করছি।
আরও পড়ুন৪৯তম বিসিএস: অনলাইন আবেদন ও ফি জমাদানে পিএসসির নতুন নির্দেশনা৩০ জুলাই ২০২৫৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল ৩০ জুন প্রকাশিত হয়। এতে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৬৯০ জনকে নিয়োগের জন্য সরকারি কর্ম কমিশন (পিএসসি) সাময়িকভাবে মনোনীত করেছে।
প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, ১ হাজার ৬৯০ জনের মধ্যে প্রায় ৪০০ জন প্রার্থী একাধিকবার বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে একই ক্যাডারে পুনরায় সুপারিশপ্রাপ্ত হয়েছেন (রিপিট ক্যাডার)। এই ৪০০ জনের তালিকা পেয়েছে পিএসসি। এই রিপিট ক্যাডার বন্ধে বিধি সংশোধন করা হচ্ছে। এ–সংক্রান্ত চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠায় পিএসসি।
পিএসসি জনপ্রশাসনের চিঠিতে বলছে, এই রিপিট ক্যাডারের ফলে নতুন ও অপেক্ষমাণ মেধাবীরা সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এটি প্রশাসনিক কাঠামো ও জনসম্পদের সদ্ব্যবহারে বাধা সৃষ্টি করছে। এখন এটি অনুমোদনের অপেক্ষায় আছে।
একাধিকবার বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে একই ক্যাডারে পুনরায় সুপারিশপ্রাপ্ত হওয়া বন্ধ করার জন্য বিদ্যমান বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা ২০১৪–এর বিধি-১৭ এর শেষে নিম্নোক্ত শর্ত যুক্ত করার প্রস্তাব করেছে পিএসসি।
আরও পড়ুনসরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ৩৪০০০ শূন্য পদ পূরণে উদ্যোগ২৯ জুলাই ২০২৫শর্তে কী আছে—পিএসসির চিঠিতে শর্ত হিসেবে বলা আছে, ‘তবে শর্ত থাকে যে এই বিধির আওতাধীন সরকারের নিকট সুপারিশ প্রেরণ করিবার প্রাক্কালে, কিংবা কোনো বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রস্তুতকালে, সংশ্লিষ্ট প্রার্থী কর্তৃক প্রদত্ত লিখিত তথ্যের ভিত্তিতে কিংবা কমিশন কর্তৃক নির্ধারিত কোনো পদ্ধতির মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যদি কমিশনের নিকট প্রতীয়মান হয় যে এই বিধির আওতাধীন মনোনয়নযোগ্য কিংবা মনোনীত কোনো প্রার্থী একই ক্যাডার পদ, সমপদ কিংবা প্রার্থীর আগ্রহ নেই এমন কোনো সার্ভিস বা ক্যাডার পদে পুনরায় মনোনীত হইবার কারণে মনোনীত সার্ভিসে বা ক্যাডার পদে যোগদান করিতে অনিচ্ছুক, এইরূপ ক্ষেত্রে কমিশন অনাগ্রহ প্রকাশকারী প্রার্থীকে এই বিধির আওতাধীন সরকারের নিকট সুপারিশ করা হইতে বিরত থাকিতে পারিবে; আরও শর্ত থাকে যে প্রথম শর্তাংশে বর্ণিত বিধান অনুযায়ী কোনো প্রার্থীকে সুপারিশ করা হইতে বিরত থাকিবার কারণে উদ্ধৃত শূন্য পদে নিয়োগের লক্ষ্যে সুপারিশ প্রেরণ করিবার জন্য উত্তীর্ণ প্রার্থিগণের মধ্য হইতে মেধাক্রম অনুযায়ী প্রার্থী নির্বাচনপূর্বক কমিশন সম্পূরক ফলাফল প্রকাশ এবং সার্ভিসে বা ক্যাডার পদে নিয়োগের জন্য সরকারের নিকট সুপারিশ প্রেরণ করিতে পারিবে;আরও অধিকতর শর্ত থাকে যে দ্বিতীয় শর্তাংশে উল্লিখিত সম্পূরক ফলাফল দ্বারা বা উহার পরিণতিতে প্রথম ঘোষিত ফলাফলে সার্ভিস বা ক্যাডার পদের জন্য মনোনীত কোনো প্রার্থীর প্রতিকূলে কোনো পরিবর্তন ঘটানো কিংবা সিদ্ধান্ত গ্রহণ করা যাইবে না।’
আরও পড়ুনবস্ত্র অধিদপ্তরে বড় নিয়োগ, চাকরির সুযোগ ১৯০ জনের২৯ জুলাই ২০২৫