কামিন্দু মেন্ডিসের অল রাউন্ডিং পারফরম্যান্স এবং হার্শল প্যাটেলের বোলিং ভেরিয়েশনে চিদাম্বর স্টেডিয়ামে চেন্নাইয়ে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে আইপিএলের ইতিহাসে প্রথম জয় তুলে নিলো সানরাইজার্স হায়দরাবাদ।

চেন্নাইয়ের জার্সিতে অভিষেক হওয়া দক্ষিণ আফ্রিকার ‘বেবি এবি ডি ভিলিয়ার্স’ খ্যাত ডেওয়াল্ড ব্রেভিস এবং ক্লাবটির ইতিহাসের সবচেয়ে কনিষ্ঠ খেলোয়াড় আয়ুষ মাহাত্রে একটা লড়াইয়ের ইঙ্গিত দিইয়েছিল তবে বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতায় সেটা আলোর মুখ দেখেনি। চেন্নাইয়ের ১ বল বাকি থাকতেই অল আউট হয়ে যায় মাত্র ১৫৪ রানে।

প্যট কামিন্সের দলকে রুখে দিতে যা যথেষ্ট ছিল না। ৮ বল ও ৫ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় হায়দরাবাদ। ফলে চেন্নাই তাদের ঘরের মাঠে টানা চতুর্থ হারের তিক্ত স্বাদ পেল। 
 

আরো পড়ুন:

বাবরকে ছাড়িয়ে গেলেন কোহলি

রোহিত ঢুকলেন ‘১২০০০’ ক্লাবে

ঢাকা/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

মেটা কানেক্ট সম্মেলনে ভিআর ও এআর পণ্যে ৬ চমক

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে অবস্থিত মেটার সদর দপ্তরে আয়োজিত বার্ষিক কানেক্ট সম্মেলনের প্রথম দিনে নতুন একাধিক প্রযুক্তি ও পণ্য আনার ঘোষণা দিয়েছে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। সম্মেলনে বহুল আলোচিত রেব্যান স্মার্ট চশমার হালনাগাদ সংস্করণ উন্মোচনের পাশাপাশি ডিসপ্লে যুক্ত স্মার্ট চশমা, অ্যাথলেটদের জন্য বিশেষ চশমা, ভার্চ্যুয়াল রিয়েলিটি (ভিআর) ও অগমেন্টেড রিয়েলিটিতে (এআর) বাস্তব পরিবেশ রূপান্তরের নতুন সুবিধা যুক্তের ঘোষণা দেন তিনি। সম্মেলনের উল্লেখযোগ্য ছয়টি ঘোষণা জেনে নেওয়া যাক।

মেটা রেব্যান ডিসপ্লে

সম্পর্কিত নিবন্ধ