চেন্নাইয়ের বিপক্ষে হায়দরাবাদের প্রথম জয়
Published: 26th, April 2025 GMT
কামিন্দু মেন্ডিসের অল রাউন্ডিং পারফরম্যান্স এবং হার্শল প্যাটেলের বোলিং ভেরিয়েশনে চিদাম্বর স্টেডিয়ামে চেন্নাইয়ে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে আইপিএলের ইতিহাসে প্রথম জয় তুলে নিলো সানরাইজার্স হায়দরাবাদ।
চেন্নাইয়ের জার্সিতে অভিষেক হওয়া দক্ষিণ আফ্রিকার ‘বেবি এবি ডি ভিলিয়ার্স’ খ্যাত ডেওয়াল্ড ব্রেভিস এবং ক্লাবটির ইতিহাসের সবচেয়ে কনিষ্ঠ খেলোয়াড় আয়ুষ মাহাত্রে একটা লড়াইয়ের ইঙ্গিত দিইয়েছিল তবে বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতায় সেটা আলোর মুখ দেখেনি। চেন্নাইয়ের ১ বল বাকি থাকতেই অল আউট হয়ে যায় মাত্র ১৫৪ রানে।
প্যট কামিন্সের দলকে রুখে দিতে যা যথেষ্ট ছিল না। ৮ বল ও ৫ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় হায়দরাবাদ। ফলে চেন্নাই তাদের ঘরের মাঠে টানা চতুর্থ হারের তিক্ত স্বাদ পেল।
আরো পড়ুন:
বাবরকে ছাড়িয়ে গেলেন কোহলি
রোহিত ঢুকলেন ‘১২০০০’ ক্লাবে
ঢাকা/নাভিদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক নিয়োগের সুযোগ বাদ
দুই মাসের মধ্যে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা’ পরিবর্তন করল সরকার। সংশোধিত বিধিমালায় সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের সুযোগ বাদ দেওয়া হয়েছে। গতকাল রোববার সংশোধিত বিধিমালা গেজেটে প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
এর আগে গত ২৮ আগস্ট ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ -এর প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। এতে অন্যান্য বিষয়বস্তুর পাশাপাশি সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের সুযোগ রাখা হয়েছিল।
এরপর ধর্মভিত্তিক বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিভিন্ন সভা, সেমিনার, বিক্ষোভ সমাবেশে সংগীত শিক্ষকের বদলে ধর্ম শিক্ষক নিয়োগ দেওয়ার দাবি করেন। সংগীত শিক্ষক নিয়োগ বাতিল করা না হলে তাঁরা আন্দোলনেরও হুমকি দেন।
আরও পড়ুনপ্রাথমিকে কেন সংগীত শিক্ষক, বিরোধিতায় কারা, কী বলছেন শিক্ষকেরা২৯ সেপ্টেম্বর ২০২৫গত আগস্টে জারি করা বিধিমালায় চার ধরনের শিক্ষকের কথা বলা ছিল। সেগুলো ছিল প্রধানশিক্ষক, সহকারী শিক্ষক, সহকারী শিক্ষক (সংগীত) ও সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা)। সংশোধিত বিধিমালায় কেবল প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের কথা বলা হয়েছে।