আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য একটি কারখানা বন্ধ ঘোষণা, শ্রমিকদের অবস্থান
Published: 26th, April 2025 GMT
ঢাকার সাভারের আশুলিয়ায় ‘ন্যাচারাল উল ওয়্যারস লিমিটেড’ নামের একটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার কারখানার ফটকে সহকারী পরিচালক (প্রশাসন) সৈয়দ মিলাদুল হুদা স্বাক্ষরিত এক নোটিশে আজ শনিবার থেকে কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়।
পূর্বঘোষণা ছাড়াই কারখানা বন্ধ ঘোষণার প্রতিবাদে এবং খুলে দেওয়ার দাবিতে কারখানার পাশে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অবস্থান নেন শ্রমিকেরা।
কারখানার ফটকে টানানো নোটিশে বলা হয়, ‘ন্যাচারাল উল ওয়্যারস লিমিটেডে কর্মরত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের অবগতির জন্য জানানো যাইতেছে যে সব বেতন–ভাতা ও ওভারটাইম পরিশোধের পরেও শ্রমিকদের দাঙ্গাহাঙ্গামা, জোরপূর্বক কাজ বন্ধ রাখা ও বেআইনি ধর্মঘট, অস্থিতিশীল পরিস্থিতির কারণে শ্রমিক, কর্মচারী, কর্মকর্তা ও কারখানার সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ধারা ১৩ (১) অনুযায়ী ২৬ এপ্রিল শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানা লে-অফ ঘোষণা করা হলো। কারখানা পরিচালনার ক্ষেত্রে অনুকূল পরিবেশ তৈরি হলে নোটিশের মাধ্যমে কারখানা খোলার তারিখ পরে জানানো হবে।’
এদিকে কারখানা বন্ধের প্রতিবাদে ও দ্রুত কারখানা খুলে দেওয়ার দাবিতে আজ সকালে কারখানার পাশে একটি মাঠে অবস্থান নেন শ্রমিকেরা। পরে বেলা সাড়ে ১২টার দিকে তাঁরা সেখান থেকে চলে যান। কারখানার শ্রমিকেরা অভিযোগ করেন, মিথ্যা অভিযোগ তুলে কারখানা কর্তৃপক্ষ কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
নাম প্রকাশ না করার শর্তে কারখানার এক শ্রমিক প্রথম আলোকে বলেন, মূলত বেতন নিয়ে সমস্যা। প্রতি মাসের ৭ থেকে ১০ তারিখের মধ্যে বেতন দেওয়ার কথা। কিন্তু কয়েক মাস ধরে সময়মতো বেতন দিচ্ছে না। প্রতি মাসেই আন্দোলন করে বেতন নিতে হয়। গত মার্চ মাসের বেতন চলতি মাসের প্রথম সপ্তাহে পরিশোধের কথা থাকলেও মালিকপক্ষ একটি সেকশনের বেতন দেয়। বাকিদের ২২ এপ্রিল দেওয়ার কথা ছিল। কিন্তু বেতন না দেওয়ায় সবাই কাজ বন্ধ করে দেন। পরদিন বৃহস্পতিবার সন্ধ্যায় অন্য শ্রমিকদের বেতন দেওয়া হয়। আজ (শনিবার) সকালে কারখানার এসে দেখেন কারখানা বন্ধ।
আরেক শ্রমিক বলেন, কারখানা খুলে দেওয়ার দাবিতে সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কারখানার পাশের মাঠে অবস্থান নিয়েছিলেন শ্রমিকেরা। মালিকের সঙ্গে কথা বলে কারখানা কবে খুলবে জানাবে বলে জানিয়েছে পুলিশ।
এ ব্যাপারে কারখানা কর্তৃপক্ষের কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার বেতন পরিশোধ নিয়ে কারখানায় উত্তেজনা তৈরি হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে গতকাল রাতে কারখানা বন্ধের একটি নোটিশ টাঙিয়ে দেয় কর্তৃপক্ষ। শ্রমিকেরা আজ সকালে এসে কারখানা বন্ধ দেখতে পেয়ে পাশের মাঠে অবস্থান নেন। পরে তাঁরা চলে যান। মালিকপক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সবার নজরের বাইরে থাকা চৈতী দেশের জন্য আনল স্বর্ণপদক
একটু বড় হওয়ার পর মেয়েকে দেখে চিন্তায় পড়ে যান মা–বাবা। অন্য শিশুদের মতো বাড়ছে না সে। হাত–পা ছোট, উচ্চতাও থমকে গেছে। পরে বুঝতে পারেন—চৈতী বামন।
যে মেয়েকে নিয়ে একসময় দুশ্চিন্তার পাহাড়ে আটকা পড়েছিল পরিবার, আজ সেই চৈতীই আনন্দের আলো ছড়াচ্ছে। দেশের জন্য প্রথমবারের মতো এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে স্বর্ণপদক এনে দিয়েছে চৈতী রানী দেব।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর গ্রামের শিলু রানী দেব ও সত্য দেবের মেয়ে চৈতীর বয়স ১৩ বছর। উচ্চতা মাত্র ৩ ফুট ৭ ইঞ্চি। কিন্তু তার লক্ষ্য নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া । সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চলমান এশিয়ান ইয়ুথ প্যারা গেমস ২০২৫–এ বর্শা নিক্ষেপ ও ১০০ মিটার দৌড়ে সে জিতে নিয়েছে দুটি স্বর্ণপদক। ৭ ডিসেম্বর এই প্রতিযোগিতা শুরু হয়েছে, চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত।
চৈতীর প্রতিভা আছে। অনুশীলনে সে খুব আন্তরিক। সে কিছু করতে চায়। আশা করছি, ওকে দিয়ে একটা ভালো ফলাফল পাবমেহেদী হাসান, বিকেএসপির প্রধান প্রশিক্ষকচৈতীর স্বর্ণপদক পাওয়ার বিষয়টি দুবাই থেকে প্রথম আলোকে নিশ্চিত করেছেন স্পোর্টস ফর হোপ অ্যান্ড ইনডিপেনডেন্সের (শি) প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী শারমিন ফারহানা চৌধুরী।
যে মেয়েকে সবাই দেখত শুধু উচ্চতায়ভূনবীর দশরথ হাইস্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী চৈতী একসময় গ্রামবাসীর নজরে পড়ত শুধু তার খর্বাকৃতির জন্য। খেলাধুলায় তার যে অসাধারণ প্রতিভা আছে, তা ছিল চোখের আড়ালে।
তবে এই ছবি এখন বদলে গেছে। গ্রামবাসী বাড়িতে এসে খোঁজ নেন। শিক্ষকেরা খেলতে উৎসাহ দেন, ছবি তোলেন। স্কুলে সে এখন ‘তারকা’।
দুবাইয়ে বর্শা নিক্ষেপে স্বর্ণপদক জয়ের পর চৈতী