বগুড়ায় বিএনপি নেতার ছেলের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্রনেতার ওপর হামলার অভিযোগ
Published: 28th, April 2025 GMT
বগুড়ায় ছাত্র অধিকার পরিষদের সভায় কথা–কাটাকাটির জেরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা যুগ্ম আহ্বায়ক রিয়াদ হাসানের ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে জেলা বিএনপির এক নেতার ছেলের বিরুদ্ধে। গতকাল রোববার রাত সাড়ে আটটার দিকে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে এ ঘটনা ঘটে।
আহত রিয়াদ হাসান মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন। তিনি বগুড়ার গাবতলী উপজেলার শালুকগাড়ি এলাকার বাসিন্দা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বগুড়া জেলার সদস্যসচিব সাকিব খান বলেন, গতকাল বগুড়ায় সাংগঠনিক সফরে আসেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতারা। বিকেলে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় জেলা বিএনপির সদস্য ও পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেনের ছেলে সিফাতের সঙ্গে রিয়াদের কথা–কাটাকাটি হয়। এর জেরে সন্ধ্যায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে রিয়াদের ওপর হামলা চালান সিফাত। একপর্যায়ে তিনি রিয়াদের মাথায় আঘাত করেন। পরে তিনি পাশের একটি মসজিদে গিয়ে আশ্রয় নেন। ঘটনার খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা মসজিদের সামনে জড়ো হন। এ সময় সদর থানা ও ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলেও পুলিশের সামনেই ফারুক হোসেনসহ কয়েকজন বিএনপি নেতা সিফাতকে সেখান থেকে নিয়ে যান বলে অভিযোগ উঠেছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা অভিযোগ করেন, কিছুদিন আগেও সিফাতকে ইসলামী ছাত্রশিবিরের মিছিল-সমাবেশসহ বিভিন্ন কর্মসূচিতে দেখা গেছে। এখন তিনি ছাত্র অধিকার পরিষদের কর্মসূচিতে ঘোরাঘুরি করছেন। এ বিষয়ে সিফাতের বক্তব্য পাওয়া যায়নি।
বগুড়া সদর ফাঁড়ির পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, পুলিশের উপস্থিতিতে অভিযুক্তকে নিয়ে যাওয়ার অভিযোগ সঠিক নয়। মারধরের পর সিফাত মসজিদে ঢুকে পড়েন। ফলে পুলিশ তাঁকে আটক করতে পারেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মঈনুদ্দিন কোনো মন্তব্য করতে রাজি হননি।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব এনপ
এছাড়াও পড়ুন:
সবার নজরের বাইরে থাকা চৈতী দেশের জন্য আনল স্বর্ণপদক
একটু বড় হওয়ার পর মেয়েকে দেখে চিন্তায় পড়ে যান মা–বাবা। অন্য শিশুদের মতো বাড়ছে না সে। হাত–পা ছোট, উচ্চতাও থমকে গেছে। পরে বুঝতে পারেন—চৈতী বামন।
যে মেয়েকে নিয়ে একসময় দুশ্চিন্তার পাহাড়ে আটকা পড়েছিল পরিবার, আজ সেই চৈতীই আনন্দের আলো ছড়াচ্ছে। দেশের জন্য প্রথমবারের মতো এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে স্বর্ণপদক এনে দিয়েছে চৈতী রানী দেব।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর গ্রামের শিলু রানী দেব ও সত্য দেবের মেয়ে চৈতীর বয়স ১৩ বছর। উচ্চতা মাত্র ৩ ফুট ৭ ইঞ্চি। কিন্তু তার লক্ষ্য নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া । সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চলমান এশিয়ান ইয়ুথ প্যারা গেমস ২০২৫–এ বর্শা নিক্ষেপ ও ১০০ মিটার দৌড়ে সে জিতে নিয়েছে দুটি স্বর্ণপদক। ৭ ডিসেম্বর এই প্রতিযোগিতা শুরু হয়েছে, চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত।
চৈতীর প্রতিভা আছে। অনুশীলনে সে খুব আন্তরিক। সে কিছু করতে চায়। আশা করছি, ওকে দিয়ে একটা ভালো ফলাফল পাবমেহেদী হাসান, বিকেএসপির প্রধান প্রশিক্ষকচৈতীর স্বর্ণপদক পাওয়ার বিষয়টি দুবাই থেকে প্রথম আলোকে নিশ্চিত করেছেন স্পোর্টস ফর হোপ অ্যান্ড ইনডিপেনডেন্সের (শি) প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী শারমিন ফারহানা চৌধুরী।
যে মেয়েকে সবাই দেখত শুধু উচ্চতায়ভূনবীর দশরথ হাইস্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী চৈতী একসময় গ্রামবাসীর নজরে পড়ত শুধু তার খর্বাকৃতির জন্য। খেলাধুলায় তার যে অসাধারণ প্রতিভা আছে, তা ছিল চোখের আড়ালে।
তবে এই ছবি এখন বদলে গেছে। গ্রামবাসী বাড়িতে এসে খোঁজ নেন। শিক্ষকেরা খেলতে উৎসাহ দেন, ছবি তোলেন। স্কুলে সে এখন ‘তারকা’।
দুবাইয়ে বর্শা নিক্ষেপে স্বর্ণপদক জয়ের পর চৈতী