নীলফামারীর সৈয়দপুরে শিল্প সাহিত্য সংসদের সামনে একটি স্বর্ণের দোকান থেকে নগদ অর্থসহ স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ পাওয়া গেছে। সোমবার দুপুরে মেরাজ জুয়েলার্স নামে এক দোকানে এ লুটের ঘটনা ঘটে। ওইদিন রাতে দোকানটির মালিক সংবাদ সম্মেলন করে এ কথা জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সত্ত্বাধিকারী মোহাম্মদ মেরাজ বলেন, তার দোকান থেকে গহনা ও স্টোরের মালামালসহ প্রায় ২০ লাখ টাকার সম্পদ লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

তিনি বলেন, রোববার দুপুর ১২টা থেকে ১টার দিকে লুটের ঘটনা ঘটে। আরমান হোসেন বাদশার নেতৃত্বে একটি সংঘবদ্ধ দল দোকানের তালা ভেঙে ভেতরে ঢোকে। এরপর তারা দোকান থেকে গহনা ও নগদ অর্থ নিয়ে যায়। এ ঘটনায় তিনি রাতে থানায় একটি অভিযোগ দিয়েছেন।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন জানান, এ ঘটনায় তিনি লিখিত অভিযোগ পেয়েছেন। পুলিশ তথ্য-প্রমাণ সংগ্রহে কাজ করছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: স বর ণ ল টপ ট

এছাড়াও পড়ুন:

নতুন আইফোন কেনার মতো টাকা আয় করতে যুক্তরাষ্ট্রে লাগবে ৫ দিন, বাংলাদেশে কত দিন

ছবি: অ্যাপল

সম্পর্কিত নিবন্ধ