মুক্তির পরপরই আলোচনার ঝড় তুলেছে ‘উইক হিরো ক্লাস টু’। সিরিজটি দেখতে হুমড়ি খেয়ে পড়ছেন দর্শকেরা। নেটফ্লিক্সের তালিকায়ও দর্শকের উন্মাদনার ঢেউ লেগেছে। মুক্তির মাত্র তিন দিনের ব্যবধানে নেটফ্লিক্সের অ–ইংরেজিভাষী সিরিজের তালিকার শীর্ষে উঠেছে সিরিজটি। খবর কোরিয়া টাইমসের।

নেটফ্লিক্সের অফিশিয়াল ওয়েবসাইট টুডুম জানিয়েছে, এ পর্যন্ত সিরিজটি ৬ দশমিক ১ মিলিয়নেরও বেশিবার ভিউ হয়েছে। ফলে অল্প সময়ের মধ্যেই সিরিজটি তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে।

সিরিজটি মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে। মুক্তির পরপরই দক্ষিণ কোরিয়ার তালিকায় শীর্ষে ছিল।

দক্ষিণ কোরিয়া ছাড়াও সিরিজটি ব্রাজিল, মেক্সিকো, বেলজিয়াম, ফ্রান্স, মরক্কো, গ্রিস, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ডসহ মোট ৬৩ দেশের শীর্ষ দশের তালিকায় রয়েছে।
‘উইক হিরো ক্লাস টু’ নিয়ে উন্মাদনার মধ্যে ‘উইক হিরো ক্লাস ওয়ান’ও দেখছেন দর্শকেরা। সিরিজের প্রথম মৌসুমও বৈশ্বিক তালিকায় অষ্টম স্থানে রয়েছে।

‘উইক হিরো ক্লাস টু’–এ মূল চরিত্রে অভিনয় করেছেন পার্ক জি হুন, ইউন সি ইউন নামের এক চরিত্রে পাওয়া গেছে তাঁকে। পার্কের অভিনয়ের প্রশংসা করছেন অনেকে। পার্ক ছাড়াও এতে অভিনয় করেছেন রিয়ো উন, চোই মিন-ইয়ং, ইউ সু-বিন এবং লি জুন-ইয়ং।

আরও পড়ুনঈদের ছুটিতে দেখে নিতে পারেন আলোচিত ৫ কোরিয়ান সিরিজ২৩ এপ্রিল ২০২৩.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উইক হ র স র জট

এছাড়াও পড়ুন:

পুতিনকে ট্রাম্পের নতুন সময়সীমার পরপরই রাশিয়ার হামলা, ইউক্রেনে নিহত ২৫

ইউক্রেন যুদ্ধ থামাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ১০ থেকে ১২ দিনের সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর কয়েক ঘণ্টা বাদেই ইউক্রেনে ব্যাপক হামলা চালিয়েছে রুশ বাহিনী। হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন এক ডজনের বেশি কারাবন্দী।

আজ মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, ইউক্রেনে রাশিয়ার দখল করা জাপোরিঝঝিয়া অঞ্চলের একটি কারাগারে ইচ্ছাকৃতভাবে হামলা চালিয়েছে মস্কো। এতে ১৬ জন নিহত হয়েছেন। ওই কারাগারে যে বেসামরিক লোকজন রয়েছেন, তা রাশিয়ার না জানার কথা নয়।

ইউক্রেনের বিচারবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ওই কারাগারে চারটি গ্লাইড বোমা দিয়ে হামলা চালানো হয়। এতে নিহতের পাশাপাশি ৪৩ জন আহত হয়েছেন। তবে কারাগারটি থেকে বন্দী পালানোর ঝুঁকি দেখা দেয়নি। একটি সূত্র জানিয়েছে, ওই কারাগারে ২৭৪ জন আসামি সাজা খাটছেন। তবে কোনো রুশ যুদ্ধবন্দী নেই।

গতকাল সোমবার রাতে ইউক্রেনে আরও ৩৭টি ড্রোন ও ২টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়া হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের বিমানবাহিনী। এর মধ্যে ৩২টি ড্রোন আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে প্রতিহত করার দাবি করা হয়েছে। একটি ড্রোন নিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের কামিয়ানস্কে শহরের একটি হাসপাতালে আঘাত হানে। এতে ২২ জন আহত হন।

হাসপাতালে ওই হামলায় অন্তঃসত্ত্বা এক নারী নিহত হয়েছেন বলে জানিয়েছেন জেলেনস্কি। খারকিভ অঞ্চলে আলাদা একটি হামলায় আরও ছয়জন নিহত হয়েছেন। এ ছাড়া সোমবার রাতে রাশিয়ার রোস্তভ অঞ্চলে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এতে একজন নিহত হয়েছেন।

২০২২ সালের ফেব্রুয়ারি থেকে রাশিয়া–ইউক্রেন যুদ্ধ চলছে। গত জানুয়ারিতে ক্ষমতায় বসে এ যুদ্ধ থামাতে তৎপর হন ট্রাম্প। এ নিয়ে পুতিন ও জেলেনস্কির সঙ্গেও আলাপ করেছেন তিনি। তবে কোনো অগ্রগতি আসেনি। এর পরিপ্রেক্ষিতে সপ্তাহ দুয়েক আগে যুদ্ধ থামাতে পুতিনকে ৫০ দিনের সময় দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এর ব্যত্যয় হলে নিষেধাজ্ঞার হুমকিও দিয়েছিলেন তিনি।

আরও পড়ুনযুদ্ধক্ষেত্রে ভালো করছিল ইউক্রেন, হঠাৎ স্টারলিংক বন্ধের নির্দেশ দেন মাস্ক২৬ জুলাই ২০২৫

এরপর গত সোমবার যুদ্ধ থামানোর জন্য পুতিনকে ১০ থেকে ১২ দিনের সময় বেঁধে দেন ট্রাম্প। স্কটল্যান্ড সফরের সময় তিনি বলেন, ‘আমি আসলেই ভেবেছিলাম এটি (যুদ্ধ) শেষ হতে চলেছে। যতবারই ভেবেছি এটি শেষ হবে, ততবারই তিনি (পুতিন) মানুষ হত্যা করেছেন। আমি তাঁর সঙ্গে আর কথা বলতে চাই না।’

সম্পর্কিত নিবন্ধ

  • পুতিনকে ট্রাম্পের নতুন সময়সীমার পরপরই রাশিয়ার হামলা, ইউক্রেনে নিহত ২৫