মুন্সীগঞ্জে গজারিয়ার মহাসড়কে মোটরসাইকেল আরোহীর মৃত্যু
Published: 3rd, May 2025 GMT
মুন্সীগঞ্জের গজারিয়ায় গাড়ির ধাক্কায় ফরহাদ উদ্দিন ভুইয়া (৩৫) নামে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তবে ঘাতক গাড়িটির পরিচয় জানতে পারেনি পুলিশ।
শনিবার (৩ মে) সকাল ৭ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর এলাকায় ঢাকামুখী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফরহাদ উদ্দিন ভুইয়া কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার দুলালপুর গ্রামের কাশেম ভুইয়ার ছেলে।
ভবেরচর হাইওয় পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ (শনিবার) সকালে ফরহাদ উদ্দিন ভুইয়া কুমিল্লার দিক থেকে মোটরসাইকেলে ঢাকার দিকে যাচ্ছিলেন। সকাল ৭টার দিকে ভবেরচর এলাকায় পৌঁছালে পিছন থেকে একটি গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং চালক প্রায় ১৫ ফুট দূরে গিয়ে ছিটকে পড়েন। প্রচণ্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছে পুলিশ। বর্তমানে নিহতের লাশ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি পুলিশ ফাঁড়িতে রয়েছে। ঘাতক গাড়িটি শনাক্ত করার চেষ্টা করছি। আইনি ব্যবস্থা প্রক্রিয়ধীন।”
ঢাকা/রতন/টিপু
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
লক্ষ্মীপুরে অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার
লক্ষ্মীপুরে অস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫টি আগ্নেয়াস্ত্র ও ১৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
শুক্রবার (১২ ডিসেম্বর) দিবাগত রাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নে সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
আরো পড়ুন:
বাড়িতে থাকা টাকা হাতিয়ে নিতে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে হত্যা: পুলিশ
শরীয়তপুরে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৪
গ্রেপ্তারকৃতরা হলেন- বশিকপুর ইউনিয়নের বিরাহীমপুর গ্রামের মৃত সুলতান আহমদের ছেলে আলাউদ্দিন ও লক্ষ্মীপুর পৌর শহরের সমসেরাবাদ গ্রামের মৃত সৈয়দ আহমেদের ছেলে পারভেজ।
লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো. রাহাত খান বলেন, ‘‘সন্ত্রাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বশিকপুর ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এলোপাথাড়ি গুলি করে পালিয়ে যান তিনজন। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।’’
ঢাকা/লিটন/রাজীব