কলমাকান্দায় ট্রাকচাপায় প্রাণ গেল পাঁচ বছরের শিশুর
Published: 3rd, May 2025 GMT
নেত্রকোনার কলমাকান্দা-নেত্রকোনা সড়কের হীরাকান্দা এলাকায় ট্রাকের চাপায় আব্দুল্লাহ (৫) নামে এক শিশু মারা গেছে। আজ শনিবার সকালে উপজেলার পোগলা ইউনিয়নের হীরাকান্দা মসজিদের পাশের সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার অনন্তপুর গ্রামের আহাম্মদের ছেলে। কয়েকদিন আগে মাসে সঙ্গে কলমাকান্দার নানাবাড়িতে বেড়াতে এসেছিল শিশুটি। তার নানার নাম দুলাল মিয়া।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটি সড়ক পার হচ্ছিল। এ সময় একটি দ্রুতগতির ট্রাক এসে তাকে সজোরে ধাক্কা দেয়। ট্রাকচাপায় ঘটনাস্থলেই সে প্রাণ হারায়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ট্রাকটি থামিয়ে চালককে আটক করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চালকসহ ট্রাকটি হেফাজতে নেয়।
কলমাকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) মো.
স্থানীয়দের অভিযোগ, হীরাকান্দা এলাকায় যানবাহনের গতিবেগ নিয়ন্ত্রণে কোনো কার্যকর ব্যবস্থা নেই। ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
তারা জানান, ধানের মৌসুমে অনেক কৃষক সড়কের পাশে ধান ও খড় শুকাতে দেন। এতে যান চলাচলে বিঘ্ন হয় এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। এ বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি ও জনসচেতনতা বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।
উৎস: Samakal
কীওয়ার্ড: সড়ক দ র ঘটন ব স র ধ ক ক য় ন হত কলম ক ন দ ন ত রক ণ কলম ক ন দ
এছাড়াও পড়ুন:
ডিএসইর পিই রেশিও বেড়েছে ১.৯৪ শতাংশ
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৭ থেকে ৩১ জুলাই) পর্যন্ত সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে। আলোচ্য এ সময়ে ডিএসইর পিই রেশিও বেড়েছে ১.৯৪ শতাংশ।
শনিবার (২ আগস্ট) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১০.৩১ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১০.৫১ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও বেড়েছে ০.২০ পয়েন্ট বা ১.৯৪ শতাংশ।
এর আগের সপ্তাহের (২৪ থেকে ২৮ জুলাই) শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ৯.৭১ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১০.৩১ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও বেড়েছে ০.৬০ পয়েন্ট বা ৬.১৮ শতাংশ।
খাতভিত্তিক পিই রেশিওগুলোর মধ্যে- জ্বালানি ও বিদ্যুৎ খাতে ৬.১০ পয়েন্টে, ব্যাংক খাতে ৭.১৯ পয়েন্টে, সেবা ও আবাসন খাতে ৯.৮৯ পয়েন্ট, টেক্সটাইল খাতে ১০.৭০ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতে ১১.০৮ পয়েন্টে, প্রকৌশল খাতে ১১.৩৫ পয়েন্টে, আর্থিক খাতে ১২.৬০ পয়েন্টে, সাধারণ বিমা খাতে ১২.৭৭ পয়েন্টে, সিমেন্ট খাতে ১৪.১০ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতে ১৪.৯৪ পয়েন্টে, আইটি খাতে ১৬.৩১ পয়েন্টে, বিবিধ খাতে ১৬.৬৫ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতে ১৭.৯৬ পয়েন্ট, মিউচুয়াল ফান্ড খাতে ১৮.৪৩ পয়েন্টে, পেপার ও প্রিন্টিং খাতে ২১.৮১ পয়েন্টে, খাদ্য ও আনুসঙ্গিক খাতে ২১.৯৩ পয়েন্টে, পাট খাতে ২৬.১৯ পয়েন্টে, ট্যানারি খাতে ২৬.৭৭ পয়েন্টে, এবং সিরামিক খাতে ৫৭.৪৭ পয়েন্টে অবস্থান করছে।
ঢাকা/এনটি/ইভা