সৌদি অ্যারামকোর আমেরিকান লুব্রিকেন্ট ব্র্যান্ড ভালভোলিনের মেকানিক মিট ও মেকানিক বেনেফিট অ্যাপ 'অযান্ত্রিক'- এর উদ্বোধন করা হয়েছে। শনিবার রাজধানী ঢাকার সায়েদাবাদ বাসস্ট্যান্ডে অ্যাপসটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানটির আয়োজক ছিল বাংলাদেশে ভালভোলিনের লুব্রিকেন্টের পরিবেশক জাপান সোলারটেক বাংলাদেশ লিমিটেড।  

অনুষ্ঠানে বাংলাদেশে ভালভোলিনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর টিভি অভিনেতা জিয়াউল হক পলাশ, জাপান সোলারটেক বাংলাদেশ লিমিটেডের হেড অব বিজনেস জনাব আবু আহমেদসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

জনপ্রিয় টিভি অভিনেতা জিয়াউল হক পলাশ যিনি কাবিলা নামে অধিক পরিচিত। তিনি উক্ত অনুষ্ঠানে সকল মেকানিক ও ব্যবসায়ীদেরকে শুভেচ্ছা জানান ও ভালভোলিনের পাশে থাকার আহ্বান জানান। 

জাপান সোলারটেক বাংলাদেশ লিমিটেডের হেড অব বিজনেস জনাব আবু আহমেদ বলেন, ভালভোলিন বিশ্বের সেরা লুব্রিকেন্ট ব্যান্ড।  

ভালভোলিনের হেড অব রিটেইল সেলস নাজমুল হাসান বলেন, জাপান সোলারটেক বিশ্বমানের আমেরিকান লুব্রিকেন্ট ব্র্যান্ড ভালভোলিন লুব্রিকেন্ট যা ১৫৮ বছর ধরে বিশ্বস্ততার সঙ্গে কাজ করে যাচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তি

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

কখনো ভাবিনি বিয়ে পর সব ছাড়তে হবে: মাধুরী 

১৯৯৯ সালে ক্যারিয়ার তুঙ্গে থাকাকালীন হঠাৎ করেই বিয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন মাধুরী দীক্ষিত। আমেরিকার হৃদরোগ বিশেষজ্ঞ শ্রীরাম নেনেকে বিয়ে করার পর হঠাৎ করেই বলিউডের ঝলমলে দুনিয়া থেকে দূরে সরে যান মাধুরী। মাধুরীর এইভাবে হঠাৎ বিয়ে করে বিদেশে চলে যাওয়ার সিদ্ধান্তের কথা শুনে অনেকেই অবাক হয়ে গিয়েছিলেন। যদিও এখন তাঁরা দুজনেই ভারতে ফিরে এসেছেন এবং মাধুরী পুনরায় ফিরেছেন বলিউডে।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই সিদ্ধান্ত নিয়ে মুখ খুলেছিলেন তিনি। বলিউডের বিনোদনভিত্তিক সাইট কইমই সেই সাক্ষাৎকার ধরে প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে মাধুরী বলেন, "আমি কখনো ভাবিনি যে বিয়ে করার মানেই সব কিছু ছেড়ে দিতে হবে। কিন্তু আমি এমন একজনকে বিয়ে করেছি, যার সঙ্গে আমি জীবনের সম্পূর্ণ ভিন্ন একটা যাত্রায় পা রাখলাম।"

তিনি আরও জানান, “আমি তখন বলিউডের শীর্ষে ছিলাম, কিন্তু জীবনে আরও অনেক কিছু আছে, যেগুলো আমি অনুভব করতে চেয়েছিলাম। পরিবারের গুরুত্ব, ব্যক্তিগত শান্তি – এই সব কিছুর মাঝেই আমি নিজের আরেকটা পরিচয় খুঁজে পাই।”

তবে বলিউড ছাড়লেও, দর্শকদের ভালোবাসা এবং নিজের শিল্পীসত্ত্বা তাকে বেশিদিন দূরে থাকতে দেয়নি। ২০০৭ সালে 'আজা নাচলে' সিনেমার মাধ্যমে আবারও রূপালি পর্দায় ফিরেন মাধুরী দীক্ষিত। এরপরও তিনি অভিনয়, টেলিভিশন ও নাচের মাধ্যমে নিজের অনন্য উপস্থিতি বজায় রেখেছেন।
 

সম্পর্কিত নিবন্ধ