ভারতীয় এই সুন্দরীও ‘মেট গালায়’ বাহারি সাজে হাজির হবেন
Published: 4th, May 2025 GMT
আবারও ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। এবার তাঁকে ‘মেট গালা ২০২৫’-এর লালগালিচায় দেখা যাবে। সেখানে জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার গৌরব গুপ্তার পোশাকে নিজেকে সাজাতে চলেছেন কিয়ারা।
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম আজকাল ডট ইন এই তথ্য জানিয়েছে। আরও জানিয়েছে, গত বছর ‘কান চলচ্চিত্র উৎসব’-এর লালগালিচায় অভিষেক হয়েছিল কিয়ারার। এবার ‘মেট গালা’য় নতুন রূপে ধরা দিতে চলেছেন এই অভিনেত্রী। সে কারণে আলাদাভাবে প্রস্তুতি নেওয়া শুরু করেছেন।
এদিকে শিগগিরই সিদ্ধার্থ-কিয়ারা তারকা দম্পতির ঘরে আসতে চলেছে নতুন অতিথি। সেই অতিথির জন্য সবকিছু চাই নতুন– এই ভাবনা থেকেই ক’দিন আগে নতুন বাড়ির আবদার করেছিলেন হবু মা কিয়ারা আদভানি। ঠিকানা বদলে নতুন বাড়িতে যাওয়ার বিষয়ে আপত্তি করেননি তাঁর স্বামী অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। সেই বাড়ির অন্দরসজ্জার দায়িত্ব নিয়েছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খানের স্ত্রী গৌরী খান। সব মিলিয়ে নতুন অতিথির জন্য জমকালো আয়োজন করে রাখছেন কিয়ারা। তবে অন্তঃসত্তা হলেও এখনও অভিনয়ের বিরতিতে যাননি। হাতে থাকা ‘টক্সিক’ ও ‘ওয়ার টু’ সিনেমার যে ক’টি দৃশ্যের শুটিং বাকি আছে, তা শেষ করে অভিনয়ে বিরতি নেবেন বলে জানিয়েছেন। তবে ‘ডন থ্রি’ থেকে সরে দাঁড়িয়েছেন।
সাম্প্রতিক সময়ে একের পর এক সিনেমা হিট হওয়ায় বলিউডের ডাকসাইটে পরিচালক, প্রযোজকদের প্রিয় পাত্রী হয়ে উঠেছিলেন কিয়ারা আদভানি। সে কারণে পরিচালক ফারহান আখতার তাঁর ‘ডন থ্রি’ সিনেমার মুখ্য অভিনেত্রীর চরিত্রে কিয়ারাকে নির্বাচন করেছিলেন। কিয়ারা চেয়েছিলেন এমন একটি সিনেমার অংশ হতে। মাতৃত্বের কারণে শেষমেশ সিনেমাটি ছাড়তে হয়েছে তাঁকে।
উৎস: Samakal
কীওয়ার্ড: ক য় র আদভ ন
এছাড়াও পড়ুন:
কোরিয়ায় নাচবেন প্রিয়াঙ্কা
মডেল ও অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান দক্ষিণ কোরিয়ায় পারফর্ম করতে যাচ্ছেন। দীর্ঘ সাত বছর পর গ্ল্যামারজগতের এই তারকা পুনরায় কোরিয়া যাচ্ছেন পারফর্ম করতে।
প্রিয়াঙ্কা জানান, আগামী ৫ মে দক্ষিণ কোরিয়ার ইনসন গ্র্যান্ড পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ উৎসব ও বৈশাখী মেলা ২০২৫’। প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত এই উৎসবে তিনি শুধু পারফর্মই করবেন না, অনুষ্ঠান উপস্থাপনাও করবেন।
এ প্রসঙ্গে প্রিয়াঙ্কা বলেন, “বিদেশে স্টেজ শো করার যাত্রা শুরু হয়েছিল দক্ষিণ কোরিয়া থেকেই। এরপর মালয়েশিয়া, দুবাই, ব্যাংকক, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর ও চীনে পারফর্ম করার সুযোগ পেয়েছি। তবে সবসময় মনে মনে চেয়েছি, আবার যেন কোরিয়ায় পারফর্ম করতে পারি। সেই ইচ্ছাটাই এবার পূরণ হচ্ছে।”
তিনি আরও বলেন, “এবারের আয়োজনটা আমার জন্য একটু বেশি চ্যালেঞ্জিং। কারণ উপস্থাপনার পাশাপাশি স্টেজ পারফর্মও করতে হবে। তাই গত কয়েক দিন উপস্থাপনার প্রস্তুতিতেই সময় কেটেছে। আশা করছি, সব কিছু সুন্দরভাবে সম্পন্ন করতে পারব।”
৫ মে অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে ৭ মে দেশে ফিরবেন প্রিয়াঙ্কা। এরপর ঈদ উপলক্ষে ব্যস্ত হয়ে পড়বেন শুটিং ও অন্যান্য কাজ নিয়ে।
ঢাকা/রাহাত