এবার পদ্মা–যমুনার মোহনার দুই কাতলা বিক্রি হলো প্রায় লাখ টাকায়
Published: 4th, May 2025 GMT
রাজবাড়ীতে পদ্মা ও যমুনা নদীর মোহনার দুটি কাতলা মাছ বিক্রি হয়েছে প্রায় এক লাখ টাকায়। আজ রোববার সকালে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে রাখালগাছি এলাকায় মাছ দুটি ধরা পড়ে। মাছ দুটির ওজন ৩২ কেজি ৬০০ গ্রাম ও ২৫ কেজি ২০০ গ্রাম।
মৎস্যজীবীরা জানান, পানি বাড়তে থাকায় পদ্মা নদীতে মাছের বিচরণ বেড়েছে। মাঝেমধ্যে কাতলা, রুই, পাঙাশ মাছ ধরা পড়ছে। আজ সকালে রাজবাড়ীর সীমান্তবর্তী গোয়ালন্দের রাখালগাছি এলাকায় পদ্মা ও যমুনা নদীর মোহনা জাল ফেলেন জেলেরা। কিছুক্ষণ পর জালে ঝাঁকি দিলে বুঝতে পারেন বড় মাছ আটকা পড়েছে। জাল টেনে নৌকায় তুলতেই দেখেন বিশাল আকারের এক কাতলা। তাঁরা মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন দৌলতদিয়া সাইফুল্লাহর আড়তে। এ সময় ওজন দিয়ে দেখা যায় এর ওজন ৩২ কেজি ৬০০ গ্রাম হয়েছে। নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে চান্দু মোল্লা কাতলাটি কেনেন।
এ ছাড়া সকালে মানিকগঞ্চের জাফরগঞ্জ এলাকার জেলে মমিন মন্ডল একই এলাকায় জাল ফেলে বড় আরেকটি কাতলা পান। তিনি মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া বাজারের কেসমত মোল্লার আড়তে আনেন। মাছটির ওজন হয় ২৫ কেজি ২০০ গ্রাম। পরে নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে মাছটি কেনেন চান্দু মোল্লা।
দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকার চাঁদনী-আরিফা মৎস্যভান্ডারের স্বত্বাধিকারী চান্দু মোল্লা বলেন, বড় কাতলাটি কোন জেলের জালে ধরা পড়েছে জানা নেই। সাইফুল্লাহর আড়ত থেকে বেলা সাড়ে ১১টার দিকে নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে তিনি ১ হাজার ৬০০ টাকা কেজি দরে ৫২ হাজার টাকায় কেনেন। পরে মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে কেজিপ্রতি ১০০ টাকা করে লাভে ১ হাজার ৭০০ টাকা কেজি দরে মোট ৫৫ হাজার ৪০০ টাকায় বিক্রি করেন।
আরও পড়ুনদৌলতদিয়ায় পদ্মা নদীতে ধরা পড়ল ২৮ কেজির কাতলা, অর্ধলক্ষাধিক টাকায় বিক্রি২১ ঘণ্টা আগেদুপুর সাড়ে ১২টার দিকে বাজারের কেসমত মোল্লার আড়ত থেকে ২৫ কেজি ২০০ গ্রাম ওজনের কাতলাটিও চান্দু মোল্লা নিলামে ১ হাজার ৫০০ টাকা কেজি দরে ৩৭ হাজার ৮০০ টাকায় কেনেন। এ মাছটিও ঢাকার এক ব্যক্তির কাছে কেজিপ্রতি ১০০ টাকা করে লাভে ১ হাজার ৬০০ টাকা কেজি দরে ৪০ হাজার ৩০০ টাকায় বিক্রি করেন। তিনি কাতলা দুটি প্রায় ৮৯ হাজার ৯০০ টাকায় কিনে ৯৫ হাজার ৭০০ টাকায় বিক্রি করেন।
চান্দু মোল্লা বলেন, গতকাল শনিবারও তিনি প্রায় ২৮ কেজি ওজনের একটি কাতলা ৫০ হাজার ৪০০ টাকায় কিনে ৫৩ হাজার ২০০ টাকায় বিক্রি করেছেন। বর্তমানে পদ্মা ও যমুনা নদীতে বড় মাছ, বিশেষ করে বড় কাতলা বেশি ধরা পড়ছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
লক্ষ্মীপুরে অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার
লক্ষ্মীপুরে অস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫টি আগ্নেয়াস্ত্র ও ১৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
শুক্রবার (১২ ডিসেম্বর) দিবাগত রাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নে সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
আরো পড়ুন:
বাড়িতে থাকা টাকা হাতিয়ে নিতে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে হত্যা: পুলিশ
শরীয়তপুরে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৪
গ্রেপ্তারকৃতরা হলেন- বশিকপুর ইউনিয়নের বিরাহীমপুর গ্রামের মৃত সুলতান আহমদের ছেলে আলাউদ্দিন ও লক্ষ্মীপুর পৌর শহরের সমসেরাবাদ গ্রামের মৃত সৈয়দ আহমেদের ছেলে পারভেজ।
লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো. রাহাত খান বলেন, ‘‘সন্ত্রাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বশিকপুর ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এলোপাথাড়ি গুলি করে পালিয়ে যান তিনজন। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।’’
ঢাকা/লিটন/রাজীব