আড়াইহাজারে একরাতে ৪ বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। রবিবার রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের আগুয়ান্দী গ্রামে এই ডাকাতির ঘটনা ঘটে। রাত দেড়টা থেকে ৩ টা পর্যন্ত চলে এই ডাকাতি। এ ঘটনায় পুরো এলাকায় ডাকাত আতংক বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ১৫/২০ জনের মুখোশ পরিহিত ডাকাতদল আগুয়ান্দী গ্রামের ডা. আব্দুল মান্নান, মামুন, জুম্মন দাস ও তার ভাড়াটিয়া শ্রী বাবুর বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে ৪টি বাড়ী থেকে নগদ ২২ হাজার টাকা, আড়াই ভরি স্বর্ণালংকার, মোবাইলসহ মালামাল লুটে নেয়। এ সময় ডা.

আব্দুল মান্নানের বাড়িতে বৃষ্টি ও আছিয়া বেগম নামের ২ জনকে আহত করে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, আমাদের কাছে কেউ অভিযোগ করেনি।

প্রসঙ্গত, গত এক সপ্তাহে উপজেলার বিভিন্ন এলাকায় ৬টি ডাকাতির ঘটনা ঘটে।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

আলজেরিয়া জাতীয় দলে ডাক পেলেন জিদানের ছেলে লুকা

ফ্রান্সের কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে লুকা জিদানকে প্রথমবারের মতো জাতীয় দলে ডেকেছে আলজেরিয়া। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের খুব কাছাকাছি আছে আলজেরিয়া।

২৭ বছর বয়সী গোলরক্ষক লুকা ফ্রান্সের বয়সভিত্তিক দলে খেললেও কখনো সিনিয়র দলে সুযোগ পাননি। ২০১৮ সালে ফ্রান্সের অনূর্ধ্ব-২০ দলে খেললেও জাতীয় দলে ডাক পাননি। বাবার পারিবারিক সূত্রে আলজেরিয়ার হয়ে খেলার যোগ্যতা রাখেন লুকা। তাঁর জন্ম ফ্রান্সের মার্শেইয়ে হলেও রয়েছে আলজেরিয়ার নাগরিকত্বও। লুকার বাবা জিদান আলজেরিয়ান বংশোদ্ভূত। দাদা ইসমাইল ও দাদি মালিকা ছিলেন আলজেরিয়ান।

দুই সপ্তাহ আগে ফিফা লুকার জাতীয় দল পরিবর্তনের অনুমোদন দেয়। জিদান রিয়াল মাদ্রিদের কোচ থাকাকালীন সেখানেও খেলেছেন লুকা। রিয়াল মাদ্রিদের একাডেমিতে তাঁর ফুটবল ক্যারিয়ারের শুরু। পরে খেলেছেন স্পেনের রেসিং সান্তানদের, রায়ো ভায়েকানো ও এসডি এইবারে। বর্তমানে খেলছেন স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব গ্রানাদায়।

বাবা ও মায়ের সঙ্গে লুকা জিদান

সম্পর্কিত নিবন্ধ