আড়াইহাজারে একরাতে চার বাড়িতে ডাকাতি, আহত ২
Published: 5th, May 2025 GMT
আড়াইহাজারে একরাতে ৪ বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। রবিবার রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের আগুয়ান্দী গ্রামে এই ডাকাতির ঘটনা ঘটে। রাত দেড়টা থেকে ৩ টা পর্যন্ত চলে এই ডাকাতি। এ ঘটনায় পুরো এলাকায় ডাকাত আতংক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ১৫/২০ জনের মুখোশ পরিহিত ডাকাতদল আগুয়ান্দী গ্রামের ডা. আব্দুল মান্নান, মামুন, জুম্মন দাস ও তার ভাড়াটিয়া শ্রী বাবুর বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে ৪টি বাড়ী থেকে নগদ ২২ হাজার টাকা, আড়াই ভরি স্বর্ণালংকার, মোবাইলসহ মালামাল লুটে নেয়। এ সময় ডা.
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, আমাদের কাছে কেউ অভিযোগ করেনি।
প্রসঙ্গত, গত এক সপ্তাহে উপজেলার বিভিন্ন এলাকায় ৬টি ডাকাতির ঘটনা ঘটে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
এমপিওভুক্ত শিক্ষাকে জাতীয়করণের দাবিতে অবস্থান, পদযাত্রা
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাব থেকে সচিবালয় অভিমুখে শিক্ষকদের পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ।
জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালনের পর আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয় অভিমুখে পদযাত্রা নিয়ে এগোতে থাকেন আন্দোলনরত শিক্ষকেরা।
পদযাত্রাটি হাইকোর্টের সামনের কদম ফোয়ারার কাছে পৌঁছালে পুলিশি বাধার মুখে পড়ে। পরে শিক্ষকদের একটি প্রতিনিধিদল সচিবালয়ের দিকে যায়। অন্যরা প্রেসক্লাবের সামনের সড়কের একপাশ অবরোধ করে অবস্থান নেন।
বেলা দুইটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলনকারী শিক্ষকেরা প্রেসক্লাবের সামনের সড়কের একপাশে অবস্থান করছিলেন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর প্রথম আলোকে বলেন, শিক্ষকেরা সকাল সাড়ে ১০টার দিকে প্রেসক্লাবের সামনের একপাশের সড়কে অবস্থান নেন। এ কারণে সড়কের এই অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়।