বেশিরভাগ মানুষ চুল ধোয়ার জন্য শ্যাম্পু ব্যবহার করেন। কেউ কেউ আবার চুল পরিষ্কার করতে সাবান ব্যবহার করেন। শ্যাম্পুতে অনেক ধরনের রাসায়নিক থাকে, যা চুলের ক্ষতি করতে পারে। এটি চুল পড়ার সমস্যাও বাড়ায়। চাইলে শ্যাম্পু ব্যবহার না করেও বাড়িতে থাকা প্রাকৃতিক উপাদান দিয়ে চুল পরিষ্কার করতে পারেন। যেমন-

বেসন
যদি আপনি শ্যাম্পু দিয়ে চুল ধুতে না চান, তাহলে বেসন দারুন ঘরোয়া প্রতিকার হতে পারে। বেসন চুল সম্পূর্ণভাবে পরিষ্কার করতে সাহায্য করে। বেসন কেবল ত্বকের জন্যই নয়, চুলের জন্যও উপকারী।  এর জন্য, পানিতে গুলানো বেসন নিন। এটি চুল এবং মাথার ত্বকে ভালভাবে লাগান। আধ ঘন্টা পরে,পানি দিয়ে চুল পরিষ্কার করুন। এতে চুলে জমে থাকা ময়লা এবং তেল দূর হবে। চুল নরম এবং চকচকে দেখাতে শুরু করবে।

অ্যালোভেরা
চুল ধোয়ার জন্য অ্যালোভেরা খুবই চমৎকার একটি প্রতিকার। এর জন্য, অ্যালোভেরা জেল নিন। চুল এবং মাথার ত্বকে ভালোভাবে লাগান। এক ঘন্টা পরে, পানি দিয়ে মাথা পরিষ্কার করুন। অ্যালোভেরায় থাকা ময়েশ্চারাইজিং বৈশিষ্ট্য চুলে আর্দ্রতা সরবরাহ করে। অ্যালোভেরা চুলকে নরম, মসৃণ এবং চকচকে করে তোলে। সপ্তাহে ২-৩ বার অ্যালোভেরা দিয়ে চুল ধুতে পারেন। এতে খুশকি দূর। চুলও প্রাণ ফিরে পাবে।

নারকেলের দুধ
যাদের চুল শুষ্ক তারা নারকেলের দুধ দিয়ে চুল ধুতে পারেন। নারকেলের দুধ সহজেই ঘরে তৈরি করা যায়। নারকেলের দুধ চুলকে আর্দ্র করে। এটি চুলের পুষ্টি জোগায় এবং মজবুত করে। একটি পাত্রে নারকেলের দুধ নিয়ে চুলে লাগান। এক ঘন্টা পর পানি দিয়ে চুল পরিষ্কার করুন। ভালো ফল পেতে সপ্তাহে দুবার নারকেলের দুধ দিয়ে চুল ধুয়ে নিন।

টক দই
চুল ধোয়ার জন্য টক দইও ব্যবহার করতে পারেন। এর জন্য, এক বাটি দই নিন। চুল এবং মাথার ত্বকে লাগান। এক ঘন্টা রেখে দিন। তারপর পানি দিয়ে চুল পরিষ্কার করুন। দই চুলে আর্দ্রতা জোগায় এবং চুলের সব সমস্যা দূর করে। দই মাথার ত্বককে সুস্থ রাখতেও সাহায্য করে। দই চুল থেকে খুশকি করে।  সপ্তাহে ২-৩ বার দই দিয়ে চুল ধুতে পারেন।

আমলকীর গুঁড়া
আমলকীর গুঁড়ো চুলের জন্য খুবই উপকারী। এটি চুলের নানা সমস্যা দূর করে। প্রতিদিন যদি চুলে আমলকীর গুঁড়ো লাগানো যায় তাহলে চুল মজবুত হবে। আমলকীর গুঁড়ো চুলকে সুস্থ রাখে এবং চুল পড়া রোধ করে। এর জন্য একটি পাত্রে ২-৩ টেবিল চামচ আমলকীর গুঁড়ো নিন। এতে পানি বা গোলাপজল যোগ করুন। এবার এই পেস্টটি চুলে লাগান এবং আধ ঘন্টা পর ধুয়ে ফেলুন। এতে চুল নরমও হবে। চুলে জমে থাকা ময়লা দূর হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: চ ল র যত ন ম থ র ত বক ব যবহ র র জন য র করত

এছাড়াও পড়ুন:

সিরাজদিখানে ট্রাকের পেছেনে বাসের ধাক্কা, নিহত ১

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা রেলওয়ে স্টেশন এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিয়েছে একটি বাস। এ ঘটনায় একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন।

রবিবার (১০ আগস্ট) রাত ১০টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে দুর্ঘটনাটি ঘটে।

এলাকাবাসী জানান, রাতে এক্সপ্রেসওয়ের নিমতলা রেলওয়ে স্টেশন এলাকার ঢাকামুখী লেনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয় হানিফ পরিবহনের একটি বাস। এসময় ঘটনাস্থলে বাসের এক যাত্রী মারা যান। আহত হন কয়েকজন। আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল ব্যাহত হয়।

আরো পড়ুন:

মিরপুরে পিকআপের ধাক্কায় নিহত ১ 

শ্রমিকদের সড়ক জিম্মির খেলা বন্ধের আহ্বান যাত্রী কল্যাণ সমিতির

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ বলেন, “ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসের গতি নিয়ন্ত্রণে না থাকায় দুর্ঘটনাটি ঘটেছে। নিহত ও আহতদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে।” 

ঢাকা/রতন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ