এবার হস্তীশাবক মেরে পুঁতে রাখার অভিযোগ
Published: 6th, May 2025 GMT
এবার চট্টগ্রামের বাঁশখালীতে একটি হস্তীশাবক মেরে পুঁতে রাখার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সকালে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব পুঁইছড়ি বশিরা বাপের বাড়িসংলগ্ন পাহাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে বন বিভাগ ঘটনাটি গণমাধ্যমে জানায়নি। আজ মঙ্গলবার রাতে ওই এলাকার কয়েকজন বাসিন্দা মুঠোফোনে বিষয়টি জানালে বন বিভাগ এর সত্যতা স্বীকার করে।
ধারণা করা হচ্ছে, সপ্তাহখানেক আগে হস্তীশাবকটি মেরে মাটিতে পুঁতে রাখা হয়; কিন্তু দুর্গন্ধ বের হলে স্থানীয় লোকজন গতকাল বন বিভাগকে খবর দেন। তখন হস্তীশাবকটি মাটিচাপা দেওয়ার বিষয়টি জানা যায়।
বন বিভাগ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার সকালে স্থানীয় লোকজন পুঁইছড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব পুঁইছড়ি বশিরা বাপের বাড়িসংলগ্ন পাহাড়ি এলাকায় একটি মাটির স্তূপ দেখতে পান। স্তূপটি ঘাস দিয়ে ঢাকা ছিল। পরবর্তী সময়ে লোকজন বন বিভাগকে বিষয়টি জানালে তাঁরা মাটি খুঁড়ে হাতিটির দেহাবশেষ উদ্ধার করেন।
ধারণা করা হচ্ছে, হস্তীশাবকটির বয়স পাঁচ বছরের কম এবং এটি মাদি হাতি। বিদ্যুতের শক দিয়ে এটি মারা হয়েছে বলে স্থানীয় বাসিন্দাদের ধারণা।
জানতে চাইলে জলদী বন্য প্রাণী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, ‘হস্তীশাবকটি মেরে পলিথিন মুড়ে পুঁতে রাখা হয়। আমরা খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ভেটেরিনারি সার্জন ও প্রাণিসম্পদ কর্মকর্তাদের তত্ত্বাবধানে ময়নাতদন্ত করিয়েছি। ময়নাতদন্তদের প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে গত ৬ এপ্রিল উপজেলার সরল ইউনিয়নের জঙ্গল পাইরাংয়ের দমদমার পাহাড় এলাকার লিচুবাগানে একটি বন্য হাতি মেরে দাঁত ও নখ কেটে নেওয়ার ঘটনা ঘটে। পরে ওই ঘটনায় বাঁশখালী থানায় দুজনের নাম উল্লেখ করে মামলা করেন চেচুরিয়া বিট কর্মকর্তা আলমগীর হোসেন। এ নিয়ে গত ১০ বছরে বাঁশখালীতে ১৭টি হাতির মৃত্যু হয়েছে। তার মধ্যে উপজেলার কালীপুর রেঞ্জে ১১টি এবং জলদী রেঞ্জে ৬টি হাতির মৃত্যু হয়।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
অসুস্থ ভিপি রাজিবের খোঁজখবর নিলেন বিএনপি নেতা আজাদ
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে অসুস্থ নারায়ণগঞ্জ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা মাশুকুল ইসলাম রাজিবের শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ( ঢাকা বিভাগ) ও নারায়ণগঞ্জ - ২ আড়াইহাজার আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী নজরুল ইসলাম আজাদ।
সোমবার (১৭ নভেম্বর) ঢাকা স্কয়ার হাসপাতলে চিকিৎসাধীন বিএনপি নেতা রাজিবকে দেখতে ছুটে যান বিএনপির কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম আজাদ।
এসময়ে তিনি রাজিবের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার সুস্থতা জন্য দোয়া করেন।
উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক রাজিবুল ইসলাম রাজিব, নারায়ণগঞ্জ যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, আড়াইহাজার উপজেলা বিএনপির সহ-সভাপতি শাকিল মিয়া, বিএনপি নেতা আনোয়ার সাদত সুমন, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মেহেদী হাসান, যুবদল নেতা সুজন সরদার প্রমুখ।
উল্লেখ্য - নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব দীর্ঘদিন ধরেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বাসায় ছিলেন।
গত শুক্রবার তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা পান্থপথের স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন।