ভিডিপির প্রচলিত প্রশিক্ষণ কাঠামোকে আধুনিকায়নের জন্য সম্প্রসারিত মডিউলে ‘কমিউনিটি অ্যালার্ট মেকানিজম’, ‘সাইবার অপরাধ প্রতিরোধ’ ‘উদ্যোক্তা উন্নয়ন কৌশল’, এবং ‘তরুণ নেতৃত্ব বিকাশ’-সহ গুরুত্বপূর্ণ বিষয়সমূহ অন্তর্ভুক্ত করা হয়েছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চলমান সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে ‘ভিডিপি অ্যাডভান্সড কোর্স–২০২৫’ এর মধ্যে নতুনভাবে এসব বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে বলে উল্লেখ করেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় নরসিংদী এবং দুপুর সাড়ে ১২টায় কিশোরগঞ্জ জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত মতবিনিময় সভায় মহাপরিচালক অংশগ্রহণকারী ভিডিপি সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

এর আগে তিনি প্রশিক্ষণে সফলভাবে উত্তীর্ণ ১৬২জন ভিডিপি সদস্যের হাতে সনদপত্র তুলে দেন। একইসঙ্গে প্রশিক্ষণে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী সদস্যদের কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ স্মারক প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক আশরাফুল আলম, সংশ্লিষ্ট জেলা কমান্ড্যান্ট এবং বাহিনীর বিভিন্ন পদবির কর্মকর্তা ও কর্মচারীরা।

বাহিনীর মহাপরিচালক বলেন, ভিডিপি অ্যাডভান্সড কোর্সের মূল লক্ষ্য তৃণমূল পর্যায়ে দক্ষ ও দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তোলা এবং সদস্যদের আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করা। প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যরা একদিকে যেমন জাতীয় অর্থনীতিতে অবদান রাখবে। অন্যদিকে স্থানীয় পর্যায়ে সামাজিক স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, বাহিনীর কার্যক্রম সম্প্রসারণ ও সদস্য কল্যাণে গৃহীত ‘সঞ্জীবনী’ কর্মসূচির কথা তুলে ধরেন। প্রাথমিকভাবে দেশের ১১৬টি উপজেলায় আনসার ভিডিপি ওয়েলফেয়ার ট্রাস্টের অধীনে পাইলটিং পদ্ধতিতে চালু করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এ কর্মসূচির আওতায় কর্মরত ও অবসরপ্রাপ্ত সদস্যদের সম্পৃক্ততার সুযোগ থাকায় এটি একটি যুগান্তকারী কল্যাণমূলক পদক্ষেপ হিসেবে বিবেচিত।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: সদস য আনস র

এছাড়াও পড়ুন:

রাস্তায় হঠাৎ দেখা, দিব্যকে পিঠ চাপড়ে আদর দিলেন আমির খান

অস্ট্রেলিয়ার মেলবোর্নে বাংলাদেশের তরুণ অভিনেতা দিব্য জ্যোতির সঙ্গে বলিউড তারকা আমির খানের হঠাৎ দেখা হয়ে গেল। সেখানেই পরিচয় দেন দিব্য, জানান ভারতের নন্দিত চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগালের সঙ্গে তাঁর কাজের কথা। বিষয়টি শুনে আন্তরিক প্রতিক্রিয়া জানান ‘মিস্টার পারফেকশনিস্ট’খ্যাত আমির—পিঠ চাপড়ে শুভকামনা জানান তরুণ এই অভিনেতাকে।
দেশের শোবিজে নতুন প্রজন্মের আলোচিত দুই মুখ সৌম্য জ্যোতি ও দিব্য জ্যোতি। নাট্যকার ও অভিনেতা বৃন্দাবন দাস এবং অভিনেত্রী শাহনাজ খুশি দম্পতির এই যমজ সন্তানেরা খুব অল্প সময়ে নিজেদের জায়গা পাকা করে নিয়েছেন। বর্তমানে ঈদে মুক্তি পাওয়া ‘উৎসব’ সিনেমায় সৌম্যর অভিনয় প্রশংসা কুড়াচ্ছে, আর দিব্য ইতিমধ্যেই ‘মুজিব’সহ একাধিক সিনেমা ও সিরিজে নজর কেড়েছেন।

শাহনাজ খুশি–বৃন্দাবন দাস দম্পতি ও তাঁদের দুই পুত্র দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি

সম্পর্কিত নিবন্ধ