রাজশাহী জেলার দুটি গুরুত্বপূর্ণ জলাভূমিকে ‘জলাভূমিনির্ভর প্রাণি অভয়ারণ্য’ ঘোষণা করেছে সরকার।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন শাখা-২ থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।

অভয়ারণ্য দুটি হলো:  রাজশাহীর তানোর উপজেলার বিলজোয়ানা মৌজার ১.৬৫ একর জলাভূমি এবং গোদাগাড়ী উপজেলার বিলভালা মৌজার ১৫.

০৮ একর জলাভূমি।

বিলজোয়ানা ও বিলভালা শীতকালে দেশি ও পরিযায়ী পাখির অন্যতম আশ্রয়স্থল। এ দুই বিলে কালেম, কোড়া, ডাহুক, গুড়গুড়ি, জলপিপি, জলময়ূরসহ দেশি জলচর পাখির পাশাপাশি বালি হাঁস, পাতি সরালি, বড় সরালি, পিয়াং হাঁস, খুন্তে হাঁস, ভূতি হাঁসসহ বিভিন্ন প্রজাতির পরিযায়ী হাঁস দেখা যায়। প্রায় শতাধিক প্রজাতির পাখি ছাড়াও উভচর, সরীসৃপ ও স্তন্যপায়ী প্রাণীর বসবাস আছে এসব জলাভূমিতে।

জনসংখ্যা বৃদ্ধি ও মানবসৃষ্ট চাপে এ দুই জলাভূমির জীববৈচিত্র্য হুমকির মুখে। অভয়ারণ্য ঘোষণার ফলে এখন থেকে এই এলাকাগুলোতে পাখি ও বন্যপ্রাণীর নিরাপদ আবাস নিশ্চিত হবে। একইসঙ্গে শিক্ষার্থী, গবেষক ও প্রকৃতিপ্রেমীদের জন্য এগুলো গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্য শিক্ষাক্ষেত্রে পরিণত হবে।

বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী এ ঘোষণা কার্যকর হবে।

ঢাকা/নঈমুদ্দীন/রফিক

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

‘মুসলিমদের বাড়ি ভাড়া দিই না’

হিন্দি টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা আলী গনি। জনপ্রিয় সিরিয়ালের পাশাপাশি ওয়েব সিরিজেও কাজ করেছেন। এবার এই অভিনেতা জানালেন, মুসলিম হওয়ার কারণে বাড়ি ভাড়া পেতেন না। একটি পডকাস্টে হাজির হয়ে এমন অভিযোগ করেন ‘দ্য ইয়ে হ্যায় মহব্বতে’ তারকা।

ঘটনার বর্ণনা দিয়ে আলী গনি বলেন, “কাশ্মীরি হিসেবে এই ইন্ডাস্ট্রিতে কখনো বৈষম্যের শিকার হইনি, তবে বাড়ি খুঁজতে গিয়ে হয়েছি। জেসমিন ও আমি বাড়ি খুঁজছিলাম। কিন্তু অনেক মানুষ আমাদের বাড়ি ভাড়া দিতে অস্বীকৃতি জানান। তারা বলেন, ‘মুসলিমদের বাড়ি ভাড়া দিই না।’ যারা এসব কথা বলেছেন তারা সবাই বয়স্ক মানুষ।”

টিভি অভিনেত্রী জেসমিন ভাসিনের সঙ্গে সম্পর্কে রয়েছেন আলী গনি। ২০২০ সালে বিগ বসের ঘরে বন্ধুত্ব গড়ে উঠে তাদের। ২০২১ সাল থেকে চুটিয়ে প্রেম করছেন তারা। গত মাসে এ জুটির বিয়ের গুঞ্জন জোরালো হয়েছিল। যদিও তা অস্বীকার করেন জেসমিন।

আরো পড়ুন:

ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব ফেলার মতো কিছু করিনি: শামীম হাসান সরকার

অভিনেত্রীকে মারধর ও ধর্ষণের হুমকির অভিযোগ, জবাব দিলেন শামীম

টেলি চক্কর-কে দেওয়া সাক্ষাৎকারে জেসমিন বলেন, “বিয়ের গুজব ছড়ানোর পর আমরা অনেক হাসাহাসি করেছি। বিয়ের সিদ্ধান্ত নিজেরাই ঘোষণা করব। ততদিন আমাদের নিয়ে গুজব না ছড়ানোর অনুরোধ করছি। আপাতত আমাদের লক্ষ্য ক্যারিয়ার।”

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ