রাজশাহী জেলার দুটি গুরুত্বপূর্ণ জলাভূমিকে ‘জলাভূমিনির্ভর প্রাণি অভয়ারণ্য’ ঘোষণা করেছে সরকার।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন শাখা-২ থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।

অভয়ারণ্য দুটি হলো:  রাজশাহীর তানোর উপজেলার বিলজোয়ানা মৌজার ১.৬৫ একর জলাভূমি এবং গোদাগাড়ী উপজেলার বিলভালা মৌজার ১৫.

০৮ একর জলাভূমি।

বিলজোয়ানা ও বিলভালা শীতকালে দেশি ও পরিযায়ী পাখির অন্যতম আশ্রয়স্থল। এ দুই বিলে কালেম, কোড়া, ডাহুক, গুড়গুড়ি, জলপিপি, জলময়ূরসহ দেশি জলচর পাখির পাশাপাশি বালি হাঁস, পাতি সরালি, বড় সরালি, পিয়াং হাঁস, খুন্তে হাঁস, ভূতি হাঁসসহ বিভিন্ন প্রজাতির পরিযায়ী হাঁস দেখা যায়। প্রায় শতাধিক প্রজাতির পাখি ছাড়াও উভচর, সরীসৃপ ও স্তন্যপায়ী প্রাণীর বসবাস আছে এসব জলাভূমিতে।

জনসংখ্যা বৃদ্ধি ও মানবসৃষ্ট চাপে এ দুই জলাভূমির জীববৈচিত্র্য হুমকির মুখে। অভয়ারণ্য ঘোষণার ফলে এখন থেকে এই এলাকাগুলোতে পাখি ও বন্যপ্রাণীর নিরাপদ আবাস নিশ্চিত হবে। একইসঙ্গে শিক্ষার্থী, গবেষক ও প্রকৃতিপ্রেমীদের জন্য এগুলো গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্য শিক্ষাক্ষেত্রে পরিণত হবে।

বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী এ ঘোষণা কার্যকর হবে।

ঢাকা/নঈমুদ্দীন/রফিক

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

এমপিওভুক্ত শিক্ষাকে জাতীয়করণের দাবিতে অবস্থান, পদযাত্রা

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাব থেকে সচিবালয় অভিমুখে শিক্ষকদের পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ।

জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালনের পর আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয় অভিমুখে পদযাত্রা নিয়ে এগোতে থাকেন আন্দোলনরত শিক্ষকেরা।

পদযাত্রাটি হাইকোর্টের সামনের কদম ফোয়ারার কাছে পৌঁছালে পুলিশি বাধার মুখে পড়ে। পরে শিক্ষকদের একটি প্রতিনিধিদল সচিবালয়ের দিকে যায়। অন্যরা প্রেসক্লাবের সামনের সড়কের একপাশ অবরোধ করে অবস্থান নেন।

বেলা দুইটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলনকারী শিক্ষকেরা প্রেসক্লাবের সামনের সড়কের একপাশে অবস্থান করছিলেন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর প্রথম আলোকে বলেন, শিক্ষকেরা সকাল সাড়ে ১০টার দিকে প্রেসক্লাবের সামনের একপাশের সড়কে অবস্থান নেন। এ কারণে সড়কের এই অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সম্পর্কিত নিবন্ধ