জাটকা নিধন রোধে সকলকে সচেতন হতে হবে : ডিসি
Published: 13th, May 2025 GMT
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আমরা মৎস্যজীবিদের পাশে আছি। কিন্তু আমরা জন্মের পর থেকে শুনছি জাটকা মাছ ধরা নিষেধ। তাহলে কেন জাটকা মাছ ধরা হচ্ছে, কে খাচ্ছে কে রাখছে।
জাটকা ইলিশ নিধনে শুধু জেলেরা জড়িত না। কারা জাটকা ফ্রিজে রাখে সেই দিকে খেয়াল রাখতে হবে। আমরা চাইনা কাউকে মোবাইল কোর্ট করে সাজা দিতে। যারা ইলিশ ধরছে তারাও ঝুঁকি নিচ্ছে আবার যারা মোবাইল কোর্ট করছে তারাও ঝুঁকি নিতে হচ্ছে।
আমি সবাইকে সচেতন হওয়ার আহবান জানাই। শুধু জেলেরা না। সবাইকে নিয়ে সচেতন হতে হবে। আমি এই কথা গুলো সর্বোচ্চ জায়গায় বলেছি। আমরা উন্নত দেশের মতো জীবন যাপন করতে চাই।
মঙ্গলবার দুপুরে আড়াইহাজার উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প উপজেলা কমিটির উদ্যেগে ২০২৪-২৫ অর্থ বছরে দেশীয় মাছ ইলিশের প্রজনন রক্ষার্থে ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরে নিবন্ধিত সুফলভোগী জেলেদের হাতে এ বকনা বাছুর বিতরণ করা কালে তিনি এই কথা বলেন।
তিনি আরও বলেন, আমরা যদি এতটুকু নিজেদের নিবারণ করতে না পারি তাহলে এই বকনা বাছুর দিয়ে কোন লাভ হবে না। আমরা মনে করি শুধু জেলে নয়, এই কার্যক্রমের সাথে যারাই জড়িত সকলকে নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে।
এই সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজ্জাত হোসেন, সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নঈম উদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জেসমীন আক্তার, প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ.
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ কর মকর ত উপজ ল
এছাড়াও পড়ুন:
সড়ক অবরোধ করে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার অনুরোধ
বিভিন্ন দাবি-দাওয়া ও প্রতিবাদ কর্মসূচির নামে যখন-তখন সড়ক অবরোধ না করার জন্য অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সোমবার (১২ মে) এক সংবাদ বিবৃতিতে ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ অনুরোধ জানানো হয়।
ডিএমপি জানায়, ট্রাফিক বিভাগ যানজট নিরসনে সর্বোচ্চ চেষ্টা চালালেও অহেতুক রাস্তা অবরোধের ঘটনায় কার্যত ব্যাহত হচ্ছে ট্রাফিক ব্যবস্থাপনা। সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন বিদেশগামী যাত্রীরা এবং অ্যাম্বুলেন্সে থাকা রোগীরা।
এ পরিস্থিতিতে নগরবাসীর বৃহত্তর স্বার্থে এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার জন্য অহেতুক সড়ক অবরোধ করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে বিশেষ অনুরোধ জানানো হয়।
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, “নগরবাসীর বৃহত্তর স্বার্থে এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার জন্য আমরা সংশ্লিষ্ট সকলকে বিনীতভাবে অনুরোধ করছি যাতে তারা অহেতুক রাস্তা অবরোধ না করেন।”
ঢাকা/মাকসুদ/ইভা