নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আমরা মৎস্যজীবিদের পাশে আছি। কিন্তু আমরা জন্মের পর থেকে শুনছি জাটকা মাছ ধরা নিষেধ। তাহলে কেন জাটকা মাছ ধরা হচ্ছে, কে খাচ্ছে কে রাখছে।

জাটকা ইলিশ নিধনে শুধু জেলেরা জড়িত না। কারা জাটকা ফ্রিজে রাখে সেই দিকে খেয়াল রাখতে হবে। আমরা চাইনা কাউকে মোবাইল কোর্ট করে সাজা দিতে। যারা ইলিশ ধরছে তারাও ঝুঁকি নিচ্ছে আবার যারা মোবাইল কোর্ট করছে তারাও ঝুঁকি নিতে হচ্ছে।

আমি সবাইকে সচেতন হওয়ার আহবান জানাই। শুধু জেলেরা না। সবাইকে নিয়ে সচেতন হতে হবে। আমি এই কথা গুলো সর্বোচ্চ জায়গায় বলেছি। আমরা উন্নত দেশের মতো জীবন যাপন করতে চাই। 

মঙ্গলবার দুপুরে আড়াইহাজার উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প উপজেলা কমিটির উদ্যেগে  ২০২৪-২৫ অর্থ বছরে দেশীয় মাছ ইলিশের প্রজনন রক্ষার্থে ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরে নিবন্ধিত সুফলভোগী জেলেদের হাতে এ বকনা বাছুর  বিতরণ করা কালে তিনি এই কথা বলেন। 

তিনি আরও বলেন, আমরা যদি এতটুকু নিজেদের নিবারণ করতে না পারি তাহলে এই বকনা বাছুর দিয়ে কোন লাভ হবে না। আমরা মনে করি শুধু জেলে নয়, এই কার্যক্রমের সাথে যারাই জড়িত সকলকে নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে। 

এই সময় উপজেলা নির্বাহী অফিসার  মোঃ সাজ্জাত হোসেন, সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নঈম উদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জেসমীন আক্তার, প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ.

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিছুর রহমান,মহিলা বিষষক কর্মকর্তা নাজমা আক্তার, প্রানী সম্পদ  কর্মকর্তা ডাঃ আতাউর রহমানসহ বিভিন্ন দফতরের প্রধান ও রাজনৈতিক দলের নেতৃবন্দ উপস্থিত ছিলেন।

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ কর মকর ত উপজ ল

এছাড়াও পড়ুন:

অসুস্থ ভিপি রাজিবের খোঁজখবর নিলেন বিএনপি নেতা আজাদ

‎ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে অসুস্থ নারায়ণগঞ্জ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা মাশুকুল ইসলাম রাজিবের শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ( ঢাকা বিভাগ) ও নারায়ণগঞ্জ - ২ আড়াইহাজার আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী নজরুল ইসলাম আজাদ।

‎‎সোমবার (১৭ নভেম্বর) ঢাকা স্কয়ার হাসপাতলে চিকিৎসাধীন বিএনপি নেতা রাজিবকে দেখতে ছুটে যান বিএনপির কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম আজাদ।

‎‎এসময়ে তিনি রাজিবের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার সুস্থতা জন্য দোয়া করেন।

‎‎উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক রাজিবুল ইসলাম রাজিব, নারায়ণগঞ্জ যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, আড়াইহাজার উপজেলা বিএনপির সহ-সভাপতি শাকিল মিয়া, বিএনপি নেতা আনোয়ার সাদত সুমন, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মেহেদী হাসান, যুবদল নেতা সুজন সরদার প্রমুখ।

‎‎উল্লেখ্য - নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব দীর্ঘদিন ধরেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বাসায় ছিলেন।

গত শুক্রবার তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা পান্থপথের স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন।
 

সম্পর্কিত নিবন্ধ