গ্রিসে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
Published: 14th, May 2025 GMT
গ্রিসের ক্রিট শহরের দক্ষিণ উপকূলে বুধবার ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) এ তথ্য জানিয়েছে। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।
জিএফজেড’র তথ্যানুসারে, ভূপৃষ্ঠের ৮৩ কিলোমিটার (৫২ মাইল) গভীরতায় এই ভূমিকম্পটি আঘাত হেনেছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) একই রকম একটি ঘটনার কথা জানিয়ে বলেছে, গ্রিসের একটি ছোট শহর ফ্রাই থেকে মাত্র ১০ মাইল দক্ষিণে এবং ক্রিটের অ্যাজিওস নিকোলাওসের প্রায় ৭০ মাইল পূর্বে ৬ দশমিক শূন্য মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।
আরো পড়ুন:
চিলি ও আর্জেন্টিনায় ৭.
রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
স্থানীয় সময় রাত ২টার ঠিক আগে ভূমিকম্পটি আঘাত হানে, যার ফলে পূর্ব ভূমধ্যসাগর জুড়ে কম্পন অনুভূত হয়।
শক্তিশালী মাত্রার ভূমিকম্প সত্ত্বেও, গ্রিসে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
তবে, গ্রিসের জলবায়ু সংকট ও নাগরিক সুরক্ষা মন্ত্রণালয় সতর্কতামূলক সুনামি সতর্কতা জারি করেছে। উপকূলীয় বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি এবং সাময়িকভাবে সমুদ্র উপকূলীয় এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।
মিশরেও শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোনমি অ্যান্ড জিওফিজিক্স জানিয়েছে, মিশরীয় উপকূল থেকে ৪৩১ কিলোমিটার দূরে ৬ দশমিক ৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। কোনো হতাহত বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
পূর্ব ভূমধ্যসাগর এখনও একটি ভূমিকম্পগতভাবে সক্রিয় অঞ্চল। গ্রিস ও মিশর কর্তৃপক্ষ আফটারশকের জন্য নজরদারি চালিয়ে যাচ্ছে।
ঢাকা/ফিরোজ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ভ ম কম প ভ ম কম প সতর ক র একট উপক ল
এছাড়াও পড়ুন:
অসীম কুমার-অপু উকিলের ১৪ ফ্ল্যাট, ৫ দোকানে রিসিভার নিয়োগ
সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল ও তাঁর স্ত্রী অপু উকিলের ১৪টি ফ্ল্যাট এবং পাঁচটি দোকান জব্দের পর সেসব সম্পত্তিতে রিসিভার নিয়োগের দিয়েছেন আদালত। বুধবার ঢাকার মেট্টোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
দুদকের আবেদন সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৫ অক্টোবর অসীম কুমার ও অপু উকিলের সম্পদ জব্দের আদেশ দেওয়া হয়। জব্দ করা সম্পদের মধ্যে রয়েছে ধানমন্ডির ১১ নম্বর রোডে অবস্থিত ১ হাজার ৯৭৩ বর্গফুটের দুটি ফ্ল্যাট, যেখানে তারা বসবাস করেন।
এছাড়া উত্তরা ১০ নম্বর সেক্টরের একটি সাততলা ভবনে থাকা ১৪টি ফ্ল্যাট এবং বসুন্ধরা শপিং মলে অবস্থিত পাঁচটি দোকান জব্দ করা হয়। এ সম্পত্তির রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার স্বার্থে আইন অনুযায়ী রিসিভার নিয়োগের আবেদন জানায় দুদক।