গ্রিসে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
Published: 14th, May 2025 GMT
গ্রিসের ক্রিট শহরের দক্ষিণ উপকূলে বুধবার ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) এ তথ্য জানিয়েছে। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।
জিএফজেড’র তথ্যানুসারে, ভূপৃষ্ঠের ৮৩ কিলোমিটার (৫২ মাইল) গভীরতায় এই ভূমিকম্পটি আঘাত হেনেছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) একই রকম একটি ঘটনার কথা জানিয়ে বলেছে, গ্রিসের একটি ছোট শহর ফ্রাই থেকে মাত্র ১০ মাইল দক্ষিণে এবং ক্রিটের অ্যাজিওস নিকোলাওসের প্রায় ৭০ মাইল পূর্বে ৬ দশমিক শূন্য মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।
আরো পড়ুন:
চিলি ও আর্জেন্টিনায় ৭.
রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
স্থানীয় সময় রাত ২টার ঠিক আগে ভূমিকম্পটি আঘাত হানে, যার ফলে পূর্ব ভূমধ্যসাগর জুড়ে কম্পন অনুভূত হয়।
শক্তিশালী মাত্রার ভূমিকম্প সত্ত্বেও, গ্রিসে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
তবে, গ্রিসের জলবায়ু সংকট ও নাগরিক সুরক্ষা মন্ত্রণালয় সতর্কতামূলক সুনামি সতর্কতা জারি করেছে। উপকূলীয় বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি এবং সাময়িকভাবে সমুদ্র উপকূলীয় এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।
মিশরেও শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোনমি অ্যান্ড জিওফিজিক্স জানিয়েছে, মিশরীয় উপকূল থেকে ৪৩১ কিলোমিটার দূরে ৬ দশমিক ৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। কোনো হতাহত বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
পূর্ব ভূমধ্যসাগর এখনও একটি ভূমিকম্পগতভাবে সক্রিয় অঞ্চল। গ্রিস ও মিশর কর্তৃপক্ষ আফটারশকের জন্য নজরদারি চালিয়ে যাচ্ছে।
ঢাকা/ফিরোজ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ভ ম কম প ভ ম কম প সতর ক র একট উপক ল
এছাড়াও পড়ুন:
বাইডেনের ছেলের বিরুদ্ধে মামলার হুমকি মেলানিয়া ট্রাম্পের
মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে মানহানির মামলা করার হুমকি দিয়েছেন। মেলানিয়াকে যৌন পাচারকারী জেফরি এপস্টাইনের সাথে সম্পৃক্ত করে হান্টার মন্তব্য করায় এই হুমকি দেওয়া হয়েছে।
সাবেক মার্কিন অর্থ ব্যবস্থাপক জেফরি এপস্টাইনের বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের ধর্ষণ, যৌন নিপীড়ন ও নারী পাচারের অভিযোগ ছিল। ২০১৯ সালের ১০ আগস্ট তাকে ম্যানহাটনের একটি কারাগারে মৃত অবস্থায় পাওয়া যায়। মৃতদেহ পরীক্ষা করে জানা যায় তিনি আত্মহত্যা করেছেন।
সম্প্রতি হান্টার বাইডেন এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ট্রাম্পের সাথে মেলানিয়ার পরিচয় করিয়ে দিয়েছিলেন এপস্টাইন। তাদের মধ্যে গভীর সম্পর্ক ছিল। বাইডেন এই দাবির জন্য লেখক মাইকেল উলফকে দায়ী করেছেন।
মেলানিয়া ট্রাম্পের আইনজীবী আলেজান্দ্রো ব্রিটো বাইডেনের কাছে পাঠানো এক চিঠিতে লিখেছেন, বিবৃতিগুলি মিথ্যা, মানহানিকর। হান্টার বাইডেন যদি তার মন্তব্য প্রত্যাহার না করেন তাহলে ফাস্টলেডি মানহানির মামলা করবেন।
ট্রাম্প ও মেলানিয়া দীর্ঘদিন ধরে বলে আসছেন ১৯৯৮ সালে নিউ ইয়র্ক ফ্যাশন উইক পার্টিতে মডেলিং এজেন্ট পাওলো জাম্পোলি তাদের পরিচয় করিয়ে দিয়েছিলেন।
ঢাকা/শাহেদ