Prothomalo:
2025-10-03@07:16:07 GMT

সোনা পাহাড়ের মায়া

Published: 15th, May 2025 GMT

দক্ষিণ সোনা পাহাড়। চট্টগ্রামের মিরসরাই উপজেলার একটি পাহাড়ি জনপদের নাম। চট্টগ্রাম শহর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে কিছু মানুষ এখানে প্রকৃতি সংরক্ষণের উদ্যোগ নিয়েছেন। শুধু বাংলাদেশ নয়, পৃথিবীজুড়ে পরিবেশ ও উন্নয়নের দ্বন্দ্বে যেখানে সবুজ ক্রমেই সংকুচিত হয়ে আসছে, মানুষের হাতে প্রকৃতির নিধনযজ্ঞ চলছে সবখানে, সেখানে প্রকৃতিকে নিজের মতো থাকতে দেওয়ার এ উদ্যোগ মানুষকে মুগ্ধ করে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে মিরসরাই এলাকায় মেঘের মতো আবছা দেখা যায় সোনা পাহাড়। তার পাশে সমতল ভূমিতে ইটভাটার জন্য মাটি কাটা আর বৃক্ষ নিধনের উৎসব চলত। মাটি কেটে ফেলায় এলাকাটি হয়েছিল বড় বড় খাদসর্বস্ব গাছশূন্য প্রান্তর। অতীতের সব সমৃদ্ধি আর শোভা হারিয়ে জীর্ণদশা থেকে সোনা পাহাড়কে বাঁচাতে প্রকৃতিবাদী কিছু মানুষ নিতান্ত ব্যক্তিগত প্রচেষ্টায় এলাকার আদি পরিবেশ ফিরিয়ে আনার উদ্যোগ নেন। এ উদ্যোগের নাম দেন সোনা পাহাড়। কয়েক বছরের প্রচেষ্টায় সোনা পাহাড় হয়ে উঠেছে দুর্লভ ভেষজ, ফলদ ও ফুল গাছের নিবিড় বনভূমি। খাদগুলোকে তাঁরা পরিণত করেছেন স্বচ্ছ জলাশয়ে। জলাশয়ের পাশে বসে অবিরাম পাখির ডাক শুনতে শুনতে কেমন মায়া হয়।

সোনা পাহাড়ের অন্যতম উদ্যোক্তা আমজাদ হোসেন বলেন, ‘প্রকৃতির এখন বড় সংকট। সংকট থেকে রক্ষা পেতে প্রকৃতিকে বাঁচাতে হবে। এটা কারও একার পক্ষে সম্ভব নয়। আমরা একটা উদাহরণ তৈরি করতে চাই। একটা ছোট জায়গায় কাজ করে দেখছি। এটা দেখে কেউ যদি উৎসাহিত হয়, প্রকৃতির প্রতি যদি সদয় হয়, নিজেরাও যার যার এলাকায় ছোট করে হলেও সোনা পাহাড়ের মতো একটা জায়গা তৈরি করতে পারে।’

সোনা পাহাড়ের আশপাশে এখনো ইটভাটা আছে। এখানে একটি বেসরকারি প্রতিষ্ঠানের মুরগির খামার ছিল। তারও আগে এটি ছিল ইটের ভাটার জন্য মাটি সংগ্রহের স্থান। স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘কিছু বড় ও পুরোনো গাছ ছাড়া পুরো জায়গাটা খটখটে ছিল। কিছু মানুষ এখানে গাছপালা লাগাইছে। বড় সুন্দর হইছে।’

সোনা পাহাড়ের আয়তন প্রায় ৬ একর বা ১৮ বিঘা। এখানে চারটি জলাশয় আছে। এগুলোর আয়তন ১ দশমিক ৭৮ একর। চারপাশে গাছপালার ভেতর আকাশ ও কুসুম নামে দুটি ঘর তৈরি করা হয়েছে। মাধবীলতা নামে একটি দোতলা ভবন ও ডেক আছে। পুকুরের পানির ওপর একটি ডেক এবং পুকুরদ্বীপের ওপর একটি দোতলা ডেক রয়েছে। সব মিলিয়ে সোনা পাহাড়কে মনে হবে প্রকৃতিবান্ধব একটি পর্যটনকেন্দ্র।

দোতলা ভবন মাধবীলতার পাশেই রয়েছে ফুল ও ফলের গাছে ঘেরা সুইমিংপুল.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প রক ত

এছাড়াও পড়ুন:

আলজেরিয়া জাতীয় দলে ডাক পেলেন জিদানের ছেলে লুকা

ফ্রান্সের কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে লুকা জিদানকে প্রথমবারের মতো জাতীয় দলে ডেকেছে আলজেরিয়া। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের খুব কাছাকাছি আছে আলজেরিয়া।

২৭ বছর বয়সী গোলরক্ষক লুকা ফ্রান্সের বয়সভিত্তিক দলে খেললেও কখনো সিনিয়র দলে সুযোগ পাননি। ২০১৮ সালে ফ্রান্সের অনূর্ধ্ব-২০ দলে খেললেও জাতীয় দলে ডাক পাননি। বাবার পারিবারিক সূত্রে আলজেরিয়ার হয়ে খেলার যোগ্যতা রাখেন লুকা। তাঁর জন্ম ফ্রান্সের মার্শেইয়ে হলেও রয়েছে আলজেরিয়ার নাগরিকত্বও। লুকার বাবা জিদান আলজেরিয়ান বংশোদ্ভূত। দাদা ইসমাইল ও দাদি মালিকা ছিলেন আলজেরিয়ান।

দুই সপ্তাহ আগে ফিফা লুকার জাতীয় দল পরিবর্তনের অনুমোদন দেয়। জিদান রিয়াল মাদ্রিদের কোচ থাকাকালীন সেখানেও খেলেছেন লুকা। রিয়াল মাদ্রিদের একাডেমিতে তাঁর ফুটবল ক্যারিয়ারের শুরু। পরে খেলেছেন স্পেনের রেসিং সান্তানদের, রায়ো ভায়েকানো ও এসডি এইবারে। বর্তমানে খেলছেন স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব গ্রানাদায়।

বাবা ও মায়ের সঙ্গে লুকা জিদান

সম্পর্কিত নিবন্ধ