ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২০ সালের নির্বাচনে মেয়র হিসেবে ইশরাক হোসেনের নাম ঘোষণা করে দেওয়া রায় দিয়েছেন আদালত। যারা এই রায়ের সমালোচনা করছেন তারা আদালত অবমাননা করছেন বলে মন্তব্য করেছেন ইশরাক হোসেন।

শনিবার (১৭ মে) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

ইশরাক বলেন, “নির্বাচনের ৩০ দিনের মধ্যে মামলা করা হয়েছিল। তাপস প্রভাব খাটিয়ে এই মামলা থামানোর চেষ্টা করেন। তখন আদালত আওয়ামী লীগের নিয়ন্ত্রণে ছিল। তবে সব আইনি পদক্ষেপ মেনে আমরা রায় পেয়েছি। কাজেই আদালতের এই রায় বিরুদ্ধে যারা কথা বলছেন তারা আদালত অবমাননা করছেন।”

আরো পড়ুন:

ঢাকার সবুজায়নে ১ জুন থেকে বৃক্ষরোপণ শুরু

‘সুন্দর ঢাকা উপহার দেওয়াই আমাদের লক্ষ্য’

তিনি বলেন, “আইন উপদেষ্টা বলেছেন, তাদের মতামত না নিয়েই গেজেট প্রকাশ করা হয়েছে। যদিও তার মতামতের জন্য ফাইল টেবিলে পড়েছিল। কিন্তু ১০ কার্যদিবসের মধ্যে নিয়ম মেনেই গেজেট প্রকাশ করা হয়।”

গেজেট প্রকাশের ২০ দিন পার হলেও তাকে শপথ করানো হয়নি জানিয়ে বিএনপির এই নেতা বলেন, “আমরা শপথ গ্রহণের জন্য সম্পূর্ণ প্রস্তুত।”

অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, “এই উপদেষ্টা পরিষদের অধীনের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব কিনা এ নিয়ে জনগণের প্রশ্ন রয়েছে। সরকারের ভেতরেই আরেকটি দল হয়েছে, যারা নিজেদের জন্য কাজ করছে। এনসিপির পক্ষ থেকে বিচারক ও বিচারকার্য নিয়ে বিষোদগার করা হচ্ছে। এমনকি তাদের স্বার্থে প্রশাসকও নিয়োগ দিতে চাচ্ছে।”

চলমান আন্দোলনের বিষয়ে ইশরাক হোসেন বলেন, “চলমান আন্দোলনের জন্য আমি কোনো ঘোষণা দেইনি, তাই আন্দোলন নিয়ে কোনো পদক্ষেপের সঙ্গেও আমার সম্পৃক্ততা নেই। তবে জনগণের আন্দোলনের অধিকারকেও অস্বীকার করতে পারি না। যারা বাধা দিয়েছে তারা ফ্যাসিবাদের দোসর।”

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির নির্বাচন হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপসকে মেয়র ঘোষণা করা হয়। তবে অভ্যুত্থানে ক্ষমতার পট পরিবর্তনের পর গেল ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো.

নুরুল ইসলাম মেয়র পদে তাপসকে বিজয়ী ঘোষণার সেই ফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করেন। ট্রাইব্যুনালের রায়ের কপি পেয়ে ২২ এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন।

এরপর ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। কিন্তু গেজেট প্রকাশের ২০ দিন পেরিয়ে গেলেও ইশরাক হোসেনকে শপথ পাঠ করানো হয়নি।

সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন সাবেক সচিব মশিউর রহমান, সুপ্রিম কোর্টের আইনজীবী এহসান, আইনজীবী নুরুল ইসলাম জাহিদ প্রমুখ।

ঢাকা/রায়হান/সাইফ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ড এসস স গ জ ট প রক শ ইশর ক হ স ন র জন য করছ ন

এছাড়াও পড়ুন:

ইস্টল্যান্ড ইনস্যুরেন্সের ১০% নগদ লভ্যাংশ অনুমোদন

ইস্টল্যান্ড ইনস্যুরেন্স ২০২৪ সালের পাবলিক শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে। গত সোমবার কোম্পানির ৩৮তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ লভ্যাংশ অনুমোদিত হয়। এই বছরের জন্য স্পনসর-পরিচালকেরা লভ্যাংশ নেবেন না।

কোম্পানির চেয়ারম্যান মাহবুবুর রহমানের সভাপতিত্বে ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এ সভায় মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিমসহ উল্লেখযোগ্যসংখ্যক পরিচালক ও শেয়ারহোল্ডার অংশ নেন। সভায় কোম্পানির ২০২৪ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী উপস্থাপন ও অনুমোদন করা হয়।

সভায় চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেন, ‘বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা ও যুদ্ধের ঘনঘটার কারণে অর্থনীতি ব্যাপক হারে সংকুচিত হয়েছে। এর প্রভাব আমাদের দেশেও পড়েছে। এ রকম সময়ের মধ্যেও ২০২৪ সালে ইস্টল্যান্ড ইনস্যুরেন্সের প্রিমিয়াম আয় হয়েছে ৯৪ কোটি ১০ লাখ টাকা। ইস্টল্যান্ড ইনস্যুরেন্স প্রতিষ্ঠার শুরু থেকে ২০২৪ সাল পর্যন্ত মোট ৪২০ কোটি ৬০ লাখ টাকার বিমা দাবি পরিশোধ করেছে। গত ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত কোম্পানির মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২৮৩ কোটি ৬০ লাখ টাকা। কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

মাহবুবুর রহমান বলেন, ইস্টল্যান্ড ইনস্যুরেন্স শুরু থেকে ব্যবসায়িক নীতির ক্ষেত্রে স্বচ্ছতা ও নৈতিকতা বজায় রেখেছে। অনবদ্য ব্যবসায়িক সাফল্যের স্বীকৃতিস্বরূপ এই কোম্পানিকে দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) ‘সেরা বার্ষিক প্রতিবেদন ন্যাশনাল অ্যাওয়ার্ড’ প্রদান করেছে। ২০২০ সালে বিমা খাতে অনবদ্য কার্যক্রম ও পরিচ্ছন্ন বার্ষিক প্রতিবেদন প্রকাশের জন্য এই পুরস্কার দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় ২০২০ সালে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) ইস্টল্যান্ড ইনস্যুরেন্সকে ‘সেরা বার্ষিক প্রতিবেদন’ পুরস্কার প্রদান করে।

এ ছাড়া ইস্টল্যান্ড ইনস্যুরেন্স ২০১২-১৫ সাল পর্যন্ত টানা চার বছর দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) ‘বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড’ লাভ করে এবং ২০১৩ সালে আইসিএবির ‘সার্টিফিকেট অব মেরিট অ্যাওয়ার্ড’ সম্মানে ভূষিত হয়।

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সোমবার ইস্টল্যান্ড ইনস্যুরেন্সের শেয়ার ১৭ টাকা ১০ পয়সায় লেনদেন হয়।

সম্পর্কিত নিবন্ধ

  • আরো ৮ জনের করোনা শনাক্ত
  • ইস্টল্যান্ড ইনস্যুরেন্সের ১০% নগদ লভ্যাংশ অনুমোদন