চোখের সামনে রবার্ট প্যাটিনসন আর জেনিফার লরেন্স। দেখেই সবাই ওমা ওমা করে উঠলো। আর ক্যামেরার লাইট একের পর ইকে ঝলতেই থাকলো। রেড কার্পেটের বাইরের চত্তরে তখন হুইহুল্লোড় পড়ে গিয়েছে। যে যত জোরে চিৎকার করতে পারে ততটাই উচ্চস্বরে ডাকছেন। কেউ হ্যালো প্যাটিজনসন কেউ আবার হ্যালো জেনিফার।

৭৮ তম কান চলচ্চিত্র উৎসবের গতকালের লাল গালিচায় গতকাল দুই হলিউ তারকার আলোয় ঝলমলে উপস্থিতি যেনো নতুন করে প্রাণ দিল।বহুল প্রতীক্ষিত ছবি ‘ডাই মাই লাভ’নিয়ে এসেছেন তারা। ছবিটি এবার মূলত প্রতিযোগিতা বিভাগে লড়ছে।

এই যুগল কেবল পর্দায় নয়, বাস্তবেও লাল গালিচায় রীতিমতো মন কাড়লেন উপস্থিত ভক্ত ও সাংবাদিকদের। তারা দীর্ঘ সময় ব্যয় করেন হাত নেড়ে, হাসিমুখে উপস্থিত ভক্তদের শুভেচ্ছা জানাতেও ভুল করেননি। 

জেনিফার লরেন্স এদিন ছিলেন একদমই নববধূসুলভ, একটি দীর্ঘ সাদা করসেটেড গাউন পরে যা ডিজাইন করেছিলেন ডিওর-এর কৌশলী ডিজাইনাররা। তার পরনে ছিল একটি মার্জিত হেডস্কার্ফও, যা তার লুককে আরও রাজকীয় করে তোলেছিল। 

‘ডাই মাই লাভ’ মূলত মাতৃত্বকে কেন্দ্র করে গড়ে উঠেছে—যেখানে জেনিফার লরেন্সের চরিত্রটি ধীরে ধীরে মানসিকভাবে ভেঙে পড়েন। ছবিতে তার চরিত্রটি পোস্টপার্টাম ডিপ্রেশনে আক্রান্ত হয়ে নিজের ভেতরের দানবের সঙ্গে লড়াই করতে থাকে। তার পাশে রয়েছেন স্বামী চরিত্রে রবার্ট প্যাটিনসন—যিনি স্নেহশীল হলেও স্ত্রীর মানসিক অবক্ষয়ের কাছে অসহায়। এই দাম্পত্য সম্পর্ক ও মানসিক সংকটের গল্প নিয়েই এগিয়েছে ‘ডাই মাই লাভ’ এর গল্প। 

ছবিটি পরিচালনা করেছেন লিন র‍্যামজি।  এই ছবির কাহিনি চিত্রনাট্য তৈরি হয়েছে আরিয়ানা হারউইচ-এর উপন্যাস অবলম্বনে।

ফ্রান্সের পল্লী অঞ্চলে চিত্রায়িত এই সিনেমা ও এর চরিত্রগুলোর বেদনা, আবেগ, এবং অস্তিত্বসংকটের চিত্রটা কানে দর্শকদের হৃদয়ে আলোড়ন তুলেছে।  এই কান উৎসবেই প্রথমবার প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন লরেন্স, আর প্যাটিনসন বরাবরই কানের প্রিয় মুখ। 

গত ১৩ মে দক্ষিণ ফ্রান্সের কান শহরের পালে দ্য ফেস্টিভ্যালে শুরু হয়েছে ৭৮তম কান চলচ্চিত্র উৎসব। চলবে ২৪ মে পর্যন্ত। এই উৎসবের সবচেয়ে আকর্ষণীয় দিক লালগালিচা পর্ব। এই পর্বে বিশ্বের খ্যাতিনামা অভিনেত্রী, গায়িকা ও মডেলরা বাহারি পোশাকে হাঁটেন। এবারের আসরে মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে ২২টি চলচ্চিত্র। এছাড়া ‘আঁ সার্তে রিগা’, ‘আউট অব কম্পিটিশন’, ‘মিডনাইট স্ক্রিনিংস’, ‘কান প্রিমিয়ার’ এবং ‘স্পেশাল স্ক্রিনিংস’-প্রতিটি বিভাগেই দেখা যাবে নানা ঘরানার, নানা দেশের চলচ্চিত্র।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ক ন চলচ চ ত র উৎসব চলচ চ ত র প য ট নসন চর ত র

এছাড়াও পড়ুন:

ডাইনির সাজে শাবনূর!

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর এখন অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন। মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে নিজের খবর জানান দেন তিনি। এবার সেই পর্দার প্রিয় নায়িকা হাজির হয়েছেন এক ভিন্ন সাজে—ডাইনির রূপে!

প্রতি বছর ৩১ অক্টোবর বিশ্বের নানা প্রান্তে পালিত হয় ঐতিহ্যবাহী হ্যালোইন উৎসব। পশ্চিমা বিশ্বে এটি এক জনপ্রিয় দিন, যেখানে মানুষ নানা ভুতুড়ে সাজে নিজেদের উপস্থাপন করে। যদিও অনেকেই মনে করেন এটি কেবল ভূতের সাজের উৎসব, আসলে মৃত আত্মাদের স্মরণেই হাজার বছরের ঐতিহ্যবাহী এ দিনটি উদযাপিত হয়।

আরো পড়ুন:

পর্দায় ‘মহল্লা’র ভালো-মন্দ

বাবা হওয়ার কোনো বয়স আছে? সত্তরে কেলসির চমক

সেই উৎসবের আমেজে এবার শামিল হয়েছেন শাবনূরও। ইনস্টাগ্রামে পোস্ট করা এক ছবিতে দেখা গেছে, ছেলে আইজানকে সঙ্গে নিয়ে তিনি সেজেছেন ভয়ংকর এক ডাইনির সাজে—চোখের কোণ বেয়ে নেমে আসছে লাল রক্তের রেখা, সঙ্গে এক ‘ভূতুড়ে’ চেহারার চরিত্র।

ছবির ক্যাপশনে শাবনূর লিখেছেন, “আমি সাধারণ মা নই, আমি একজন দুর্দান্ত মা—যিনি একজন ডাইনিও! হ্যালোইনের শুভেচ্ছা, বাচ্চারা!”

পোস্টের শেষে তিনি যোগ করেছেন, “এটা শুধু মজা করার জন্য।”

ভক্তরা কমেন্টে ভরিয়ে দিয়েছেন শুভেচ্ছা ও প্রশংসায়। কেউ লিখেছেন, “শাবনূর মানেই চমক,’ কেউ আবার জানিয়েছেন, ‘হ্যালোইনেও আপনি আমাদের শাবনূরই—ভালোবাসা রইল।”

ঢাকা/রাহাত/লিপি

সম্পর্কিত নিবন্ধ

  • এবারও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নেই বাংলাদেশ
  • ডাইনির সাজে শাবনূর!
  • টগি ফান ওয়ার্ল্ডে উদযাপিত হলো হ্যালোইন উৎসব
  • উদ্ভাবন–আনন্দে বিজ্ঞান উৎসব
  • নবীনদের নতুন চিন্তার ঝলক
  • বিজ্ঞান উৎসব উদ্বোধন করল রোবট নাও
  • ‘ফাতেমা রানীর তীর্থোৎসবে’ আলোয় ভাসল গারো পাহাড়
  • টোকিওতে জমেছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
  • সন্ধ্যা নদীর দুকূলে উৎসবের ঢেউ, উজিরপুরে নৌকাবাইচে মাতলেন হাজারো মানুষ
  • রাঙামাটি রাজবন বিহারে দুদিনের কঠিন চীবর দানোৎসব শুরু