বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব কান এবারও তার রঙিন পর্দা খুলেছে। সপ্তম দিনে উৎসবের প্রাঙ্গণ যেন রূপসী তারকাদের চোখধাঁধানো ফ্যাশন ও স্টাইলের ঝলকে আরও একবার জ্বলে উঠল।

সোমবার সন্ধ্যায় কান শহরের পালে দ্যু ফেস্টিভ্যাল ভবনের  বিখ্যাত লালগালিচা যেন রূপ নিল এক চমকপ্রদ ফ্যাশন মঞ্চে। স্টাইল, সৌন্দর্য ও সাহসিকতার এই মহামিলনে দর্শকের চোখ আটকে গেল ড্যাটা জনসন, লেইলা বেকতি, আইরিস মিটেনারের মতো সেলিব্রিটিদের দুর্দান্ত উপস্থিতিতে।

স্পাইক লির হাইস্ট টু লুইস্টের ঝলক

সন্ধ্যায় আমেরিকান ঘরানার ছোঁয়া নিয়ে হাজির হন কিংবদন্তি পরিচালক স্পাইক লি এবং তার দল। নিজস্ব স্বকীয়তা বজায় রেখে তিনি উপস্থিত ছিলেন ডাবল স্ট্রাইপড স্যুট, গোল ফ্রেমের চশমা এবং কমলা-নীল টুপিতে। তার সঙ্গে ছিলেন জনপ্রিয় অভিনেতা ডেনজেল ওয়াশিংটন ও র‍্যাপ তারকা A$AP Rocky। তবে সবচেয়ে বড় চমক ছিলেন রিহানা, যিনি তার প্রেমিক A$AP Rocky-র হাত ধরে হাজির হন। নীল গাউনে ফুটে উঠছিল তাঁর মাতৃত্বকালীন আভা—সম্পূর্ণ উপস্থিতিটাই ছিল বিদ্যুৎচমকানো।

‘আলফা’ টিমের ইউরোপ ও মধ্যপ্রাচ্যের মেলবন্ধন

এরপরেই রেড কার্পেটে আবির্ভাব ঘটে ফ্রাঙ্কো-ইরানিয়ান অভিনেত্রী গলশিফতে ফারাহানি এবং ফ্রাঙ্কো-আলজেরিয়ান তাহার রহিমের। তারা দু’জনই অভিনয় করছেন জুলিয়া ডুকোর্নোর নতুন সিনেমা ‘আলফা’তে, যেটি ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে প্রতিযোগিতার বাইরের বিভাগে।

 এর আগে ২০২১ সালে ডুকোর্নো  তার ‘টাইটানস’ দিয়ে বিশ্ব মাতিয়েছিলেন এবং পেয়েছিলেন স্বর্ণপাম, যা তাঁকে ইতিহাসের দ্বিতীয় নারী পরিচালক হিসেবে এই সম্মান এনে দেয়। ২০২৩ সালে ‘Anatomie d'une chute’ ছবির জন্য জাস্টিন ত্রিয়ে তাঁকে অনুসরণ করেন।

গত ১৩ মে দক্ষিণ ফ্রান্সের কান শহরের পালে দ্য ফেস্টিভ্যালে শুরু হয়েছে ৭৮তম কান চলচ্চিত্র উৎসব। চলবে ২৪ মে পর্যন্ত। এই উৎসবের সবচেয়ে আকর্ষণীয় দিক লালগালিচা পর্ব। এই পর্বে বিশ্বের খ্যাতিনামা অভিনেত্রী, গায়িকা ও মডেলরা বাহারি পোশাকে হাঁটেন। এবারের আসরে মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে ২২টি চলচ্চিত্র। এছাড়া ‘আঁ সার্তে রিগা’, ‘আউট অব কম্পিটিশন’, ‘মিডনাইট স্ক্রিনিংস’, ‘কান প্রিমিয়ার’ এবং ‘স্পেশাল স্ক্রিনিংস’-প্রতিটি বিভাগেই দেখা যাবে নানা ঘরানার, নানা দেশের চলচ্চিত্র।
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ক ন চলচ চ ত র উৎসব চলচ চ ত র

এছাড়াও পড়ুন:

‘অন্যদিন...’ মুক্তি পাচ্ছে ১১ জুলাই

প্রায় দুই বছর ধরে সার্টিফিকেশন (সেন্সর) বোর্ডে আটকে থাকার পর দর্শকের সামনে আসছে ‘অন্যদিন...’। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছবির পরিচালক কামার আহমাদ সাইমন জানান, জুলাইকে উৎসর্গ করে সিনেমাটি ১১ জুলাই মুক্তি পাচ্ছে। ছবিটি প্রযোজনা করেছেন সারা আফরীন।

পরিচালক কামারকে উদ্ধৃত করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘একটা ছবিকে গায়েব করা মানে একজন নির্মাতাকে গুম করে দেওয়া।’ ২৪ সালের জুলাইয়ের আগে অন্যদিন… দেখানোয় নিষেধাজ্ঞা ছিল। তাই ঠিক করেছিলাম, এরপর আর কোনো ছবিই বানাব না। কিন্তু জুলাই এসে সব ওলট-পালট করে দিল। বিগত রেজিমের জন্য ছবিটা প্রফেটিক হয়ে যাওয়ায় তারা আটকে দিয়েছিল অন্যদিন…। অথচ এখন আবার জুলাই এল বলেই অন্যদিন… দেখানো যাচ্ছে। সে জন্য আমরা ঠিক করি, জুলাইকে উৎসর্গ করে এই জুলাইয়েই মুক্তি দেব অন্যদিন…।’

২০২৩ সালের মে মাসে সিনেমাটি সেন্সর বোর্ডে (বর্তমানে সার্টিফিকেশন বোর্ড) জমা পড়েছিল। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনী পরিবেশ ও রাজনীতি নিয়ে প্রশ্ন তোলায় ছবিটি নিয়ে আপত্তি তুলেছিল বিগত সরকার। এর পর থেকে ছবিটি আটকে ছিল। রাজনৈতিক পটপরিবর্তনের পর সেন্সর বোর্ডের ইতি ঘটিয়ে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ গঠন করেছে অন্তর্বর্তী সরকার। এ বছরের মার্চে ছবিটি সার্টিফিকেশন সনদ পেয়েছে।
২০১৭ সালে কান চলচ্চিত্র উৎসবের সিনফন্দেশিওনে ছিল ‘অন্যদিন...’। ছবিটির জন্য ২০১৬ সালে লোকার্নোর পিয়াতজা গ্রান্দায় বাংলাদেশের প্রথম কোনো নির্মাতা হিসেবে ‘ফিচারড ডিরেক্টর’-এর সম্মাননা পান কামার আহমাদ সাইমন, সেই সঙ্গে ফ্রান্স থেকে আর্তে ইন্টারন্যাশনাল প্রাইজও পেয়েছেন।

আরও পড়ুনপ্রায় দুই বছর আটকে থাকার পর জুলাইয়ে মুক্তি পাচ্ছে ‘অন্যদিন...’২৪ জুন ২০২৫

২০২১ সালে বিশ্বের প্রথম সারির উৎসবগুলোর অন্যতম প্রধান ইডফার মূল প্রতিযোগিতায় আমস্টারডামের তুসান্সকি থিয়েটারে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল সিনেমাটির। ২০২২ সালে উত্তর আমেরিকার অন্যতম উৎসব ক্যামডেন থেকে শ্রেষ্ঠ ফিচার ছবির জন্য হ্যারেল অ্যাওয়ার্ডসহ বেশ কয়েকটি পুরস্কার পেয়েছে সিনেমাটি।

সম্পর্কিত নিবন্ধ

  • উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হলো রথ উৎসব
  • উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল
  • উল্টো টানে শেষ হলো ধামরাইয়ের ঐতিহ্যবাহী রথযাত্রা
  • বই বিনিময় উৎসবে বইয়ের মানুষকে স্মরণ
  • তুর্কমেনিস্তানকে ৭ গোলে ভাসিয়ে বাংলাদেশের তিনে তিন
  • রক্ত দিয়েও সাংবাদিকদের ঋণ শোধ করতে পারব না: দুলু
  • শিশুদের নিয়ে ইবি সিআরসি স্কুলের ফল উৎসব
  • ‘অন্যদিন...’ মুক্তি পাচ্ছে ১১ জুলাই
  • জেসিআই ঢাকা অ্যাচিভার্সের দ্বিতীয় সাধারণ সভা অনুষ্ঠিত
  • খেলা শেষ করেই মাকে ফোন করে কী বলেছিলেন ফুটবলার ঋতুপর্ণা