দোহারে তরুণের হাত-পায়ের রগ কেটে দিল দুর্বৃত্তরা, হাসপাতালে মৃত্যু
Published: 21st, May 2025 GMT
ঢাকার দোহার উপজেলার শাইনপুকুর খরিয়া গ্রামে রাফি করিম খান (২৫) নামের এক তরুণের হাত-পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
গত সোমবার রাতে রাফি করিমের হাত-পায়ের রগ কেটে শাইনপুকুর খরিয়া গ্রামের একটি মাঠে ফেলে যায় দুর্বৃত্তরা। স্বজনেরা তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলার একটি হাসপাতালে ও পরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে তাঁর মৃত্যু হয়। রাফি করিম শাইনপুকুর খরিয়া গ্রামের মাসুদ করিম খানের একমাত্র ছেলে।
পুলিশ ও নিহত তরুণের স্বজনেরা জানান, সোমবার রাত ১০টার দিকে রাতের খাবার খেয়ে বাড়ির পাশে একটি দোকানে যান রাফি। এরপর আর বাসায় ফেরেননি। রাত একটার দিকে তাঁর মাকে একটি মুঠোফোন থেকে ফোন করে জানানো হয়, শাইনপুকুর মাঠে রাফির নিথর দেহ পড়ে আছে। স্বজনেরা হাত-পায়ের রগ কাটা ও শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেন। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত দুইটার দিকে তাঁর মৃত্যু হয়।
স্থানীয় লোকজনের ধারণা, মাদকসংক্রান্ত ঘটনার জেরে হয়তো তাঁকে হত্যার উদ্দেশ্যে এ ঘটনা ঘটতে পারে। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বাসিন্দা বলেন, রাফি মা–বাবার একমাত্র ছেলে। বাবা অনেক সম্পত্তির মালিক। বাবার মৃত্যুর পর রাফিই সব দেখভাল করতেন। ওই সম্পত্তি গ্রাস করতে কোনো চক্র এ ঘটনা ঘটিয়েছে কি না, সেটাও খতিয়ে দেখা দরকার।
একমাত্র ছেলেকে হারিয়ে শোকে নির্বাক মা আনোয়ারা খানম। ছেলের মৃত্যুর পর থেকে আহাজারি করছেন। তিনি বলেন, ‘প্রায় সাত বছর আগে স্বামীকে হারিয়ে তিন মেয়ে ও এক ছেলে নিয়ে সংসার করছিলাম। আমার ছেলেকে যারা এভাবে মেরেছে, তাদের বিচার চাই।’
রাফির ছোট বোন মুন আক্তার একটি কলেজের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের শিক্ষার্থী। ভাই হত্যার বিচার চেয়ে তিনি বলেন, তাঁর ভাইকে পরিকল্পিতভাবে হত্যার জন্য হাত-পায়ের রগ কেটে দেওয়া হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, রাফি হাসপাতালে একটি অডিও বার্তায় সব বলে গেছেন বলে জানান। পুলিশ বলেছে তদন্তের স্বার্থে এখনই প্রকাশ না করতে।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ময়নাতদন্ত শেষে লাশ হয়তো বিকেলে ফিরবে। দাফন শেষে পরিবারের লোকজন থানায় এসে এজাহার দেবেন বলে জানিয়েছেন। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিষয়ে পুলিশ কাজ করছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: হ ত প য় র রগ ক ট শ ইনপ ক র অবস থ য় র একট
এছাড়াও পড়ুন:
৭১, ৯০ ও ২৪ জুলাইকে আমাদের ধারণ করতে হবে : মামুন মাহমুদ
জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, ৭১, ৯০ ও ২৪ জুলাইকে আমাদের ধারণ করতে হবে। তাহলে আমরা সত্যিকারে জাতীয়তাবাদী আদর্শের সৈনিক হতে পারব। আমরা যদি সত্যিকারের জাতীয়তাবাদী আদর্শের সৈনিক হই তাহলে আমাদের ভেবে দেখতে হবে এই তিনটি সংগ্রামের সঙ্গে কারা জড়িত ছিল।
যদি আমরা এই তিনটি ধারণ করতে পারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, ভূমিদস্য গডফাদার বৃষ্টি হবে না। আমরা রাজপথে থাকবো যতদিন ভোটের অধিকার ফিরিয়ে না আসবে, আমরা যুদ্ধ চালিয়ে যাব যতদিন পর্যন্ত আমাদের নেতা তারেক রহমান দেশে না আসতে পারবে।
এনায়েতনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রবিবার (৬ জুলাই ) বিকেলে মাসদাইর বাংলাভবন কমিউনিটি সেন্টারে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের আয়োজন করা হয়।
এ সময় মামুন মাহমুদ আরও বলেন, যারা ফ্যাসিবাদের সুযোগ-সুবিধা গ্রহণ করেছে তাদের জন্য এই দলের দরজা বন্ধ থাকবে। এই আমাদের জাতীয়তাবাদী দল যারা করেন তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাস করেন। জিয়াউর রহমান যখন নিহত হন তখন তার ব্যাংকে একটি টাকাও পাওয়া যায় নাই, তার একটি বাড়ি গাড়ি কিছুই পাওয়া যায় নাই।
তারেক রহমান তিনি ঢাকায় আসবেন কোথায় থাকবেন, আজকের জন্য বাসা ভাড়া নেওয়া হচ্ছে তার নিজের কোন বাড়ি নেই। আমরা সেই আদর্শে নিজেদেরকে জনগণের উৎসর্গে বিলীন করে দেব। সংস্কারের কোন মূলা আমাদের দেখবেন না। নির্বাচনের তারিখ ঘোষণা দেন। মানুষের স্বার্থে যেকোনো কর্মসূচি দিতে বাধ্য করবেন না।
এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি এড. এস এম মাহমুদুল হক আলমগীর এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোঃ জহিরুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাশুকুল ইসলাম রাজিব সহ আরো উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক এড. আব্দুল বারী ভূঁইয়া, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা বিএনপির সদস্য ইকরামুল করিম মামুন, নাদিম হাসান মিঠু, রহিমা শরিফ মায়া, জেলা ছাত্র দলের সভাপতি প্রার্থী মেহেদী হাসান দোলন সহ অসংখ্য নেতৃবৃন্দ।