বিশ্বকাপ হকির বাছাইপর্বে জায়গা করে নেওয়ার স্বপ্ন দেখার সাহস ছিল না বাংলাদেশের। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজটি বাংলাদেশের কাছে ছিল মূলত অভিজ্ঞতা অর্জনের মঞ্চ। কিন্তু তিন ম্যাচ মিলিয়ে স্কোরলাইনে যে ব্যবধান তৈরি হলো, সে তুলনায় অভিজ্ঞতার হিসাব মেলানোর চেয়ে আত্ম সমালোচনাই বেশি করতে হচ্ছে। ৩ ম্যাচে ২৬ গোল খেয়েছে বাংলাদেশ, করেছে মাত্র ৫টি।

মওলানা ভাসানী স্টেডিয়ামে আজ সিরিজের শেষ ম্যাচে প্রথম কোয়ার্টারে ৩-০ গোলে এগিয়ে যাওয়া পাকিস্তান শেষ পর্যন্ত জিতেছে ১০-৩ ব্যবধানে। প্রথম ম্যাচে ৮-২ এবং দ্বিতীয় ম্যাচে ৮-০ ব্যবধানে জিতেই আগামী বছর বিশ্বকাপ বাছাইপর্বে খেলা নিশ্চিত করেছিল পাকিস্তান। আজকের ম্যাচ ছিল শুধুই আনুষ্ঠানিকতার।

আজ ১৫টি পেনাল্টি কর্নার (পিসি) থেকে ৯টি গোল পেয়েছে সফরকারীরা। ২১ বছরের ডিফেন্ডার সুফিয়ান খানই করেন ৬টি গোল, সব কটিই পিসিতে। তাঁর ড্র্যাগ ফ্লিকের কোনো জবাব ছিল না বাংলাদেশের। আবদুর রহমান ২টি এবং নাদিম আহমেদ ১টি গোল করেন। একমাত্র ফিল্ড গোলটি রানা ওয়ালিদের।

বাংলাদেশের আবদুল্লাহ ও রাকিবুল ফিল্ড গোল করেন। পিসি থেকে একটি গোল আশরাফুলের। টুর্নামেন্ট ৮টি পেনাল্টি কর্নার নিয়ে এই একটি গোলই আশরাফুলের।

তিন ম্যাচে ২৬ বার গোল–উৎসব করেছে পাকিস্তান.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবধ ন

এছাড়াও পড়ুন:

ভেনেজুয়েলায় মার্কিন হামলা কি আসন্ন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় সামরিক হামলার বিষয়ে মনস্থির করেছেন বলে ইঙ্গিত দিয়েছেন। উচ্চপদস্থ কর্মকর্তারা তাঁকে এ বিষয়ে ব্রিফ করেছেন। পেন্টাগনের ‘অপারেশন সাউদার্ন স্পিয়ার’ অনুযায়ী, ক্যারিবীয় অঞ্চলে ১৫ হাজার সেনা ও ১২টির বেশি যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি ১৯৮৯ সালের পানামায় আগ্রাসনের পর সবচেয়ে বড় সামরিক প্রস্তুতি। জবাবে ভেনেজুয়েলাও সেনা মোতায়েন করেছে। মাদুরো সতর্ক করে বলেছেন, এটি ‘আরেকটি গাজা’ হতে পারে।

সম্পর্কিত নিবন্ধ