রাজশাহীতে যুবলীগ নেতার বাড়িতে হামলা ও ভাঙচুর
Published: 16th, November 2025 GMT
রাজশাহী মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খালেদ হাসানের (বিপ্লব) বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে একদল দুর্বৃত্ত। গতকাল শনিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে নগরের মতিহার থানার কাজলা বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
হামলাকারীরা দেশি অস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে আসবাবপত্র, মোটরসাইকেলসহ বিভিন্ন জিনিসপত্র তছনছ করে এবং পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেয় বলে অভিযোগ। রাজনৈতিক প্রতিহিংসার জেরে এ হামলা হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের। এ ঘটনায় যুবলীগ নেতার মা-বাবা আতঙ্কে আছেন।
কাঁদতে কাঁদতে গতকাল রাতের ঘটনার বর্ণনা দেন যুবলীগ নেতার মা মোসা.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: য বল গ
এছাড়াও পড়ুন:
ভেনেজুয়েলায় মার্কিন হামলা কি আসন্ন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় সামরিক হামলার বিষয়ে মনস্থির করেছেন বলে ইঙ্গিত দিয়েছেন। উচ্চপদস্থ কর্মকর্তারা তাঁকে এ বিষয়ে ব্রিফ করেছেন। পেন্টাগনের ‘অপারেশন সাউদার্ন স্পিয়ার’ অনুযায়ী, ক্যারিবীয় অঞ্চলে ১৫ হাজার সেনা ও ১২টির বেশি যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি ১৯৮৯ সালের পানামায় আগ্রাসনের পর সবচেয়ে বড় সামরিক প্রস্তুতি। জবাবে ভেনেজুয়েলাও সেনা মোতায়েন করেছে। মাদুরো সতর্ক করে বলেছেন, এটি ‘আরেকটি গাজা’ হতে পারে।